মার্টিন লুথার কিং এর স্বপ্ন স্বার্থক হয়েছে | পাঠক ভাবনা | DW | 18.10.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মার্টিন লুথার কিং এর স্বপ্ন স্বার্থক হয়েছে

মার্টিন লুথার কিং-এর স্মারক ভাস্কর্য উন্মোচন করলেন ওবামা৷ এটা খুব ভাল লাগল কারণ বারাক ওবামা প্রেসিডেন্ট হয়ে মার্টিন লুথার কিং এর স্বপ্ন স্বার্থক করেছেন৷

মুসলমানদের অঙ্গ অন্যকে দেবার ব্যাপারে আপনাদের অনুষ্ঠানও খুব ভাল হয়েছে৷ এটা নিয়ে আরও বির্তক হওয়া দরকার৷

আফ্রিকায় বাদুড়গুলো অনেক অসুখ মানুষের শরীরে ছড়িয়েছে৷ এ নিয়ে গবেষণা আরও আগে হওয়া উচিত ছিল৷ আমারা চাই সংবাদ ছাড়াও আপনারা এ ধরনের বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রচার করবেন৷

আপনাদের ধাঁধা উত্তর আমাদের ক্লবের অনেকে আমাকে ই-মেল করে দিতে বলে কিন্তু তাদের কোন ইমেল একাউন্ট না থাকায় পাঠাতে পারিনা৷ আমার ইমেল অ্যাকাউন্ট থেকে তাদের নামে ধাঁধার উত্তর দিলে কোন সমস্যা আছে কি ? উল্লখ্য আমার ইমেল অ্যাকাউন্ট দিয়ে আমার নিজের নামে ধাঁধার উত্তর পাঠিয়েছি৷

আমার পরিবারের সদস্যদের নামে ধাঁধার উত্তার দিতে চাই৷ একই ঠিকানা থেকে একাধিক ধাঁধার উত্তর পাঠালে কোন সমস্যা আছে কিনা? মো. জসীম উদ্দিন, রাকাব শ্রোতা সংঘ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রধান কার্যালয়, রাজশাহী৷

- একই ঠিকানা থেকে ক্লাবের সকল সদস্য এবং পরিবারের সকলেই ধাঁধার উত্তর পাঠাতে পারেন৷

আশাকরি ভাল আছেন৷ পশ্চিমের জানালায় সিল্ক রুট বিষয়ক প্রতিবেদনে সিল্করূটের প্রয়োজনীতার কথা জানলাম৷ এছাড়া কোরিয়ান গ্রাঁ প্রি তে জার্মান তারকা ফেটেলের চ্যাম্পিয়ন হওয়ার খবর আনন্দের উপলক্ষ এনে দিল৷ তিনি তার সাফল্য ধরে রেখে রেকর্ডের পর রেকর্ড করে জার্মানিকে মর্যাদার আসনে আধিষ্ঠিত করবেন এ প্রত্যাশাই করি৷ আবার মস্তিষ্কের ইতিবাচক চিন্তা ভাবনা বিষয়ক প্রতিবেদনে বিশদ তথ্য পেলাম৷ ভাল লাগল, ধন্যবাদ এ ধরনের প্রতিবেদনের জন্য৷ ডা.কমল রঞ্জন ঘোষ, কপিলমুনি, খুলনা৷

আপনাদের সব ইউনিভার্সিটি সম্পর্কিত লেখার সাথে ওয়েবসাইটের ঠিকানা উল্লেখ করলে ভাল হয়৷ বাংলাদেশ থেকে মুন্না৷

আপনাদের পডকাস্ট-এ স্টিভ জবসকে নিয়ে বিজ্ঞান ডটকম শুনলাম, দারুণ ভালো লাগলো৷ জানলাম স্টিভ জবসের আত্মজীবনী মূলক একটি বই উদ্বোধন হবে আগামী ২৪ অক্টোবর৷ আশাকরি সে সম্পর্কে বিস্তারিত জানাবেন৷ প্রদীপ বসাক, হাটশিমলা, সমূদ্রগড়, বর্ধমান৷

‘ফ্রাঙ্কফুর্ট বইমেলা পাঠকদের তীর্থস্থান' প্রতিবেদনটি পড়ে অনেক কিছু দেখলাম ও জানলাম৷ এই বইমেলায় বাংলাদেশ ও ভারতের অনেক কবি সাহ্যিতিক অংশ নিচ্ছে শুনে ভাল লাগলো৷ ফলে এই অঞ্চলের কবি সাহ্যিতিকদের সাথে জার্মানি তথা পৃথিবীর অন্য অঞ্চলের পাঠকদের মিলন ঘটবে এবং ফ্রাঙ্কফুর্ট বই মেলা পাঠক ও লেখকদের মিলনমেলায় পরিণত হবে৷ খালিদ হাসান, আজমপুর, কুষ্টিয়া৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদু্ল্লাহ আল-ফারূক