‘মুহিতের সাথে একমত নই’ | পাঠক ভাবনা | DW | 09.11.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘মুহিতের সাথে একমত নই’

আমি এমনিতে অর্থমন্ত্রী আবুল মুহিতের সাথে একমত হই, তবে আজ সকালের অনুষ্ঠানে প্রচারিত ঢাকা থেকে পাঠানো প্রতিবেদনে অর্থমন্ত্রী আবুল মুহিতের সাথে একমত নই৷

আশারাফুল ইসলাম মিন্টু, আরপাড়া, কুমারকোটা, মাগুরা থেকে জানিয়েছেন ই-মেলে৷

প্রিয় ডয়চে ভেলে, প্রাণঢালা শুভেচ্ছা নেবেন৷ আজ সকালের অনুষ্ঠানে অর্থমন্ত্রী সরকারের ব্যর্থতার দায় এড়াতে ড. ইউনুসের উপর চাপাচ্ছে, সে বিষয়ে ড. ইমতিয়াজের কথা খুব বাস্তব লেগেছে৷ অনুষ্ঠানে আমার ই-মেলের প্রাপ্তি শুনলাম৷ পুরো অনুষ্ঠানটি ভালো লেগেছে৷ সাইফুল ইসলাম থান্দার, পুরান তাহিরপুর, রাজশাহী৷

আমি আজই প্রথম ডয়চে ভেলের ওয়েবসাইট দেখলাম, পড়লাম৷ ‘এক্সিলেন্ট'৷ তপু চৌধুরীর মন্তব্য সুনামগঞ্জ থেকে৷

মো. মাসুদুর রহমান, কেশবপুর, যশোর থেকে লিখেছেন, আজ ৯ই নভেম্বর – জার্মানির জন্য একটি ঐতিহাসিক দিন৷ ৯ই নভেম্বর – জার্মানির ইতিহাসে দিনটির একটা আলাদা গুরুত্ব রয়েছে৷ ১৯৮৯ সালের এই দিনটিতেই বার্লিন প্রাচীরের পতন ঘটে৷ তবে আদতে এর বহু আগে, ১৯১৮ সাল থেকেই বিশেষ এক ঐতিহাসিক মাত্রা লাভ করে দিনটি৷

১৯১৮ সালের ৯ই নভেম্বর – রাজতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণ ঘটে জার্মানির৷ ঐ দিন বার্লিনে অবস্থিত রাইশসটাগের একটা ছোট্ট বারান্দা থেকে সামাজিক গণতন্ত্রী রাজনীতিক ফিলিপ শাইডেমান জার্মানিকে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন৷ তিনি বলেন শ্রমিক এবং সেনারা, এ দিনটির ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আপনারা অবগত হন৷ আজ থেকে একটি নতুন সমাজ, এক নতুন সমাজ ব্যবস্থার সূত্রপাত ঘটলো৷ আমাদের সামনে আজ তাই অনেক কাজ৷ তবে এ কাজ আমার, আপনার, সমগ্র জাতিকে একত্র হয়ে করতে হবে৷ জয় হোক জার্মান প্রজাতন্ত্রের৷ জার্মানির জন্য শুভকামনা ৷

দেশের অর্থনৈতিক ব্যর্থতা এড়াতেই এখন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে৷

জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের অন্যতম বিশ্ববিদ্যালয় রাইন-ভাল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লায়েড সায়েন্সেস৷ এখানে প্রচুর বাংলাদেশি ছাত্রছাত্রী রয়েছে৷ প্রতিবেদন গুলো পড়ে খুব ভাল লাগল৷ তবে ক্রিকেট বিষয়ে কোন প্রতিবেদন না থাকায় আমার খারাপ লাগল৷ ক্রিকেটে বিষয়ে প্রতিবেদনগুলো থাকলে ডিডাব্লিউ সম্পর্কে আগ্রহ বাড়বে বলে আমার মনে হয়৷ এ ভাবেই নিজের মতামত জানিয়েছেন বন্ধু মাসুদুর রহমান৷

যে ‘পরিবর্তনের' স্লোগান নিয়ে ওবামা প্রথমবার ক্ষমতায় প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন সেই পরিবর্তনের পক্ষেই আবার রায় দিলো অ্যামেরিকা৷ রমনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে অ্যামেরিকার বিদেশ নীতি এবং অর্থনীতিক নীতিতে হয় তো পরিবর্তন আসার সম্ভাবনা সৃষ্টি হতে পারতো৷ তবে ওবামার জয়ে অ্যামেরিকার এই দুই নীতিতে স্থিতিশীলতা বজায় থাকবে বলে মনে হয়৷ আর উপ মহাদেশে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে ভারত ও অ্যামেরিকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক ও একই থাকবে আশা করা যায়, যদিও অনেক বিষয়ে এখনো মত পার্থক্য রয়েই গেছে৷ সুভাষ চক্রবর্তী নতুন দিল্লী থেকে জানিয়েছেন ই-মেলে৷

১৪ বছরের বালিকা তাহরীমা চৌধুরীর কর্মকাণ্ড জেনে ভাল লাগল৷ বাংলাদেশে মুক্তিযোদ্ধার তালিকা মুক্তিযোদ্ধা দফতর চালু থাকার পরও ভুয়া মুক্তিযোদ্ধা তালিকায় সন্নিবেশিত হয়েছে৷ আমাদের জানামতে যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা রয়েছেন ভিক্ষা করে খায় কেউবা ভ্যান রিকশা চালিয়ে সংসার চালায়৷ কেউবা সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করে৷ এটা কি মানবিক মূল্যবোধ? এসব প্রসঙ্গ বিশেষভাবে মনে পড়ে ১৯৭১ সালের ৭ই মার্চের বঙ্গবন্ধুর অতুলনীয় আহ্বান৷ এ আহ্বানে সাফল্য অর্জনের পর থেকে অনেক মুক্তিযোদ্ধারা সরকারী অনুদান পাওয়ার জন্য প্রহর গুনছে৷ ডা. এস এম এ হান্নান, পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব, হরিপুর, চাটমোহর, পাবনা৷

আজ আমার ছিল ছুটি৷ অফিস যাবার তাড়া ছিলোনা৷ প্রিয় রেডিও সেট গ্রুন্ডিগ নিয়ে বসলাম৷ দেখি তো এফএম এ অনুষ্ঠান কেমন শোনা যায় কিনা? আমি নানাভাবে চেষ্টা ও প্রফেসর আশরাফুল ইসলামের সাহায্যে ঢাকা থেকে প্রচারিত এফএম ব্যান্ডের অনুষ্ঠান খুব পরিস্কারভাবেই শুনতে পেলাম৷ এখন শীতে আবহাওয়া ও মেঘমুক্ত পরিষ্কার আকাশের কারণে শুনতে পেলাম৷ ধন্যবাদ আবহাওয়াকে, ধন্যবাদ ডয়চে ভেলেকে৷

তিনি আরো লিখেছেন আমাদের ক্লাবের সদস্যরা এখন ইন্টারনেটে আপনাদের আকর্ষণীয় অনুষ্ঠান শুনছে এবং তাৎক্ষনিকভাবে ফেসবুকে মন্তব্য করছে৷ ইন্টারনেটে অনুষ্ঠান প্রচারিত হওয়ায় আমাদের সদস্য সুবিধামতো সময়ে পছন্দ মতো অনুষ্ঠান শুনছে৷ এভাবেই অনেকদিন পর চুয়াডাঙ্গা থেকে ই-মেল করেছেন শ্রোতাবন্ধু মোহাম্মদ আবদুল্লাহ৷ তিনি টেলিফোনেও এসব কথা বলেছেন৷

-বন্ধুদের সবাইকে আন্তরিক ধন্যবাদ বিভিন্ন মাধ্যমে মতামত জানানোর জন্য৷

সংকলন: নুরুননাহবার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন