‘মৃত্যু নয়, মুশতাককে হত্যা করা হয়েছে’ | পাঠক ভাবনা | DW | 03.03.2021
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘মৃত্যু নয়, মুশতাককে হত্যা করা হয়েছে’

মৃত্যু নয়, লেখক মুশতাককে কারা হেফাজতে হত্যা করা হয়েছে৷ লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে জনগণের পদযাত্রার ভিডিও দেখে এরকম মন্তব্য করেছেন একজন দর্শক৷

ভিডিওটি দেখতে দেখতে ডয়চে ভেলের ফেসবুক পাতায় দর্শক আতিকুল ইসলাম লিখেছেন, ‘‘সরকারের বিরুদ্ধে যেন কেউ কোন লেখালেখি করতে না পারে এবং তাদের দুর্নীতি যেন কেউ প্রকাশ করতে না পারে সেই জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে৷’’

‘‘হাসিনা সরকারের এই আইন করার মূল লক্ষ্য ছিল বিরোধী দল ও সাধারণ মানুষের মুখ বন্ধ করে দেয়া, কালো আইন বাতিল করার দাবি জানাচ্ছি৷’’ মন্তব্য আনাম রহমানের৷

ফেসবুক পাতায় ডিজিটাল নিরাপত্তা আইন বতিলের এই দাবি অসংখ্য পাঠকের৷ আবু সুফিয়ান মনে করেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা এখন সময়ের দাবি৷ ভিডিওটি দেখার সময় দর্শক ফয়সাল অনিক মন্তব্য করেছেন, ‘‘আপনারা বারবার বলছেন লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে মিছিল, মৃত্যুর প্রতিবাদ হয়? বলেন হত্যার প্রতিবাদে মিছিল৷ কারা হেফাজতে তাকে হত্যা করা হয়েছে৷’’

এদিকে রায়হান লেখক মুশতাকের জামিন নামঞ্জুর করা বিচারকদের অপসারণ দাবি করেছেন, তিনি লিখেছেন, ‘‘যে সকল বিচারক শহীদ মুশতাকের জামিন দেয় নাই, ন্যায় বিচার আর নিরপেক্ষ ব্যবস্থার স্বার্থে, তাদেরকে অপসারণ করা হোক৷’’

আর এসএম মনির হোসেন লিখেছেন, ‘‘নুরু ভাই এর বক্তব্য এ সময়ের সেরা বক্তব্য মনে হচ্ছে৷ সব নেতা একই সুরে কথা বললে এই সরকার তার পেটুয়া বাহিনী নিয়েও টিকে থাকতে পারবে না৷’’

দেশের স্বার্থে সবাইকে এক কাতারে ঐক্যবদ্ধভাবে নামতে হবে তবেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে মনে করেন মোহাম্মদ মাসুম৷ তিনিও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান৷

তরুণ গোমেস বলছেন, গঠনমুলক সমালোচনা মানেই দেশদ্রোহিতা নয়৷ আইনের অপব্যবহার একটা গণতান্ত্রিক সরকারের অনেক ভালো অর্জনগুলোকে ম্লান করে দিতে পারে৷

গণতান্ত্রিক অধিকার অক্ষুন্ন রাখতে শান্তি পূর্ণ মিছিল হওয়া উচিত বলে মনে করেন পাঠক আবদুস সামাদ৷

‘‘ডিজিটাল আইনের নামের মানুষকে হয়রানি এবং লেখক ও সাংবাদিকদের হত্যা করা হয়েছে, আমি এই ডিজিটাল আইন বাতিল চাই৷'' দাবি অনেকের মতো নূর আলমেরও৷

আর আবদুল্লাহ আল মামুন বলছেন, ‘‘এইটা সাইবার অপরাধ আইন নয়, এটা বিরোধী মত দমনের কালো আইন, এই আইন অবিলম্বে বাতিল করা হোক৷’’

দেশের সবাইকে এক হতে হবে আর একবার দেশ স্বাধীন করতে হবে- মন্তব্য শাহজাহান খানের৷

জনগণের মনের ভাব প্রকাশের স্বাধীনতার দাবি জানিয়েছেন দর্শক সানজিদা পারভীন ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

ফারিদ আহমেদ বলছেন, ‘‘জনগণের জন্যে আইন, আইনের জন্যে জনগণ না৷ যৌক্তিক দাবি, না মানলে আদায় করে নিতে হবে৷’’

তবে পুলিশ দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না বলেই দৃঢ় বিশ্বাস দর্শক মো.মোত্তাসীম বিল্লাহর৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: খালেদ মুহিউদ্দীন

নির্বাচিত প্রতিবেদন