মেয়ের নাম জানালেন সাকিব | পাঠক ভাবনা | DW | 11.05.2020
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মেয়ের নাম জানালেন সাকিব

বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান অ্যামেরিকা থেকে ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাতকারে তার ব্যক্তিগত জীবন, ক্রিকেট বা রাজনীতির মতো নানা প্রশ্নের উত্তর দিলেন যেভাবে...

দর্শকরা যেহেতু অনেকদিন পরে সাকিব আল হাসানকে সরাসরি দেখতে পাচ্ছিলেন তাই তাদের প্রথমেই নজর কাড়ে সাকিবের চেহারা বা ফিটনেস৷ তাদের নানা প্রশ্নের মধ্যে অলরাউন্ডার সাকিব আল হাসান কিভাবে তার ফিটনেস ধরে রাখছেন কিংবা ওজন কমিয়েছেন, জানতে চেয়েছেন, মোফাজ্জল হোসেন, আবদুর রহমান, আশরাফুল ইসলাম, জাহিজুল ইসলাম, মোহাম্মদ মুক্তার, তানজির ইসলাম, নিলুফার ফওজি, সাইফুর, মোহাম্মদ মিজান, সোহান রহমান, রেজাউল রাসেল, নূর নবী রনি, কাজি মামুনসহ অনেক দর্শক৷

উত্তরে মিষ্টি করে হেসে সাকিব আল হাসান জানান, তিনি রোজা রাখছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে রোজা রাখা মানে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়, তার ওপর দুটো ছোট্ট বাচ্চার দেখাশোনা মতো বিষয়গুলোই ফিট থাকার মূল কারণ৷

কথা প্রসঙ্গে তিনি জানান, গতমাসের ২৪ তারিখ জন্মগ্রহণ করা তাঁর মেয়ের নাম রাখা হয়েছে ‘ইররাম’, যার অর্থ জান্নাত৷

সাকিবের রাজনীতিতে আসার আগ্রহ আছে কিনা সে প্রশ্নের উত্তরে, সময়ই সেকথা বলে দেবে বলে কিছুটা এড়িয়ে যাবার চেষ্টা করেছেন তিনি৷ তবে অলরাউন্ডার সাকিব রাজনীতিতে এলে তা তাঁর জন্য মঙ্গল হবে না বলে মনে করছেন ডয়চে ভেলের দর্শক গোলাম মোর্শেদ রোবেল ও  দর্শক জুনায়েদ ফয়সাল৷

অনুষ্ঠানটি অনেক দর্শক বেশ উপভোগ করেছেন৷ দর্শক নাহিয়ান আহমেদ লিখেছেন, প্রিয় সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসানের সাক্ষাতকারটি  ভাল লেগেছে৷ জাফর আহমেদ, জাহিদুল উসলাম, মিশু সহ অসংখ্য দর্শক  অনুষ্ঠানটি ভালো লাগার কথা জানিয়েছেন৷

এক সুযোগে ক্রিকেটার তামিম ইকবালের সঞ্চালনায় ইউটিউব অনুষ্ঠানটি ভালো লাগার কথা বললেন সাকিব আল হাসান৷

তিনি তরুণ খেলোয়াড়দের উদ্দেশে যার যার নিজের স্টাইলে খেলার পরামর্শ দিলেন তবে তিনি এটাও বলেন যে সেরা খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ কৌশলগুলো অবশ্যই অনূকরণ করা যেতে পারে৷ দর্শক তাহাজুল ইসলামও এই একই কথা লিখেছেন ফেসবুক পাতায়৷

সাকিব আল হাসান খেলায় ফিরে আসার পর তাঁকে আবার ক্যাপ্টেন হিসেবে দেখতে চান কিনা সে নিয়ে ডয়চে ভেলের করা করা এক পোল থেকে জানা যায়, শতকরা ৬১ জন দর্শক তাকে ক্যাপ্টেন হিসেবে দেখতে না চাইলেও  ৩৯ জন দেখতে চান৷ তবে সাকিব আল হাসান নিজে কিন্তু ঠিক যেখানে থেমে গিয়েছিলেন সেখান থেকেই আবার শুরু করার ইচ্ছা জানালেন তার বক্তব্যে৷

অন্যদিকে দর্শক আহমেদ জাফর আগামীতে সাকিব আল হাসানকে আরো কুশলী হওয়ার পরমর্শ দিয়েছেন, নূর নবী আগামী বিশ্বকাপের আগেই সাকিবকে ক্যাপ্টেন হিসেবে পেতে চান৷ সাকিবের এনার্জির উৎস জানতে আগ্রহী পাঠক রাজু খান৷ দর্শক মন্জুর মোর্শেদ সাকিবকে তামিম ইকবালের ইউটিউব শোতে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: খালেদ মুহিউদ্দীন

গত অক্টোবরের ছবিঘরটি দেখুন...

নির্বাচিত প্রতিবেদন