‘মেয়েরা মেয়েদের শত্রু, কথাটা অপ্রিয় হলেও সত্যি' | পাঠক ভাবনা | DW | 28.10.2016
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

মতামত

‘মেয়েরা মেয়েদের শত্রু, কথাটা অপ্রিয় হলেও সত্যি'

প্রায়ই শোনা যায় নারীর উন্নতির পথে নারীই অন্তরায় কিংবা ‘মেয়েরারই মেয়েদের শত্রু'৷ সত্যিই কী তাই? হ্যাঁ ডয়চে ভেলের ফেসবুক পাতায় তেমনটাই জানিয়েছেন বেশিরভাগ পাঠক৷

আর এ কথা কোটিভাগ বিশ্বাস করেন পাঠক নাহার চৌধুরী৷ জাহাঙ্গীর  ইসলামও  এ ব্যাপারে একমত৷ জাহান আরা একটু ভিন্নভাবে তাঁর মত তুলে ধরেছেন৷ তিনি লিখেছেন, ‘‘বুড়োর সাথে বালিকার বিয়ে দেয়াটা বাবা-মায়ের পক্ষ থেকে শত্রুর মতো কাজ৷''

সুলতানা গাঙ্গুলির মতে ‘‘মেয়েরা মেয়েদের শত্র- কথাটা অপ্রিয় হলেও সত্যি৷''

তবে জিসান শাহরিয়ার কিন্তু ‘মেয়েরা মেয়েদের শত্রু' এ কথা পুরোপুরি মানতে রাজি নন৷ তিনি বলছেন, মেয়েরা মেয়েদের উন্নতির পথে অন্তরায় বা প্রতিবন্ধক হতে পারে, তবে শত্রু নয়৷

তবে শহীদুল ইসলাম ইমন খুব জোর দিয়ে লিখেছেন, ‘‘মেয়েরা মেয়েদের শত্রু- এ কথা প্রমাণিত৷'' অনন্যা হাসান, ফারজানা পারভিন শম্পা, লিটা দত্ত, পারভিন সুমী, মনির খান, আক্তার ফাতেমা, লাকি আক্তারসহ অনেকে্ই শহীদুল ইসলাম ইমনের সাথে গলা মিলিয়ে বলেছেন, ‘‘মেয়েরাই মেয়েদের শত্রু৷''

ঝুমু শারমিন মনে করেন, ‘‘এ কথা ‘পুরোটা না হলেও অনেক ক্ষেত্রে সত্যি৷''

তবে পাঠক মহিউদ্দিন অবশ্য বলছেন, এসব নাকি পরিবারের মধ্যে বোঝার ভুল৷ আর নাজনীন আহমেদ ও  মাহবুব সাগরের মতে,  বেশিরভাগ পরিবারে নারীই নারীর বিরোধিতা করে থাকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

 

নির্বাচিত প্রতিবেদন