‘মোবাইলের প্রতি অনীহা’ | পাঠক ভাবনা | DW | 03.06.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘মোবাইলের প্রতি অনীহা’

‘মোবাইল ফোন ব্যবহার ক্যান্সারের কারণ হতে পারে’ প্রতিবেদনটি পড়ে ভীতু হয়ে পড়লাম৷ মো. জিয়াউদ্দিন ও বিধান চন্দ্র টিকাদার,গুলশান, ঢাকা৷

মোবাইল থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে জেনে ভয় করছে৷ প্রতিবেদনটি পড়ে মোবাইলের প্রতি অনীহা চলে আসছে৷ তবে এটা ভালো যে ইমেল করলে কোন ক্ষতির সম্ভাবনা নেই৷ সে কারণেই ডয়চে ভেলেতে মতামত পাঠাতে পারবো৷ কাঞ্চন কুমার চ্যাটার্জী, শাহানগর, মুর্শিদাবাদ, ভারত৷

সচেতনতাই কেবল পারে মানুষকে মাদক সেবন থেকে বিরত রাখতে৷ আইন করে বা জোর করে কখনই মাদক সেবন প্রতিরোধ করতে পারে না৷ এর জন্য চাই সবার সহযোগিতা ও নেশা জাতীয় দ্রব্য বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ৷ এই নিষেধাজ্ঞা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে৷ আমাদের দেশে আইন আছে ঠিকই কিন্তু আইনের ব্যবহার নেই৷ তাই আইন প্রণয়নের পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে৷ তবেই এই ধরনের মাদক সেবন থেকে মানুষদের দূরে রাখা সম্ভব হবে বলে আমি মনে করি৷ মোঃওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ, আমলা, মিরপুর, কুষ্টিয়া৷

বাংলাদেশে নামমাত্র গণতন্ত্র প্রচলিত৷ সুষ্ঠু গণতন্ত্রের চর্চা এখানে নেই আর বর্তমান স্পিকার সংসদকে তো মাছের বাজার বলে আখ্যায়িত করেছেন ইতিপূর্বে৷ এই দেশে সংসদ ও রাজনৈতিক নেতাদের বাড়ির মধ্যে তেমন কোন পার্থক্য নেই৷ সরকারি দল ও বিরোধী দল উভয়েই সংসদের পরিবেশ নষ্ট করে কেউ কাউকে ছাড় দিতে নারাজ আবার দোষ স্বীকার করতেও নারাজ৷ দুই দলের কর্মফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে আর আজকাল কিছু রাজনৈতিক নেতাকে দেখছি যার মারামারি হরতাল ছাড়া আর কোন শব্দ বোঝেনা৷ কিভাবে দেশের জনগণ ভাল থাকবে এই লক্ষ্য তাদের নেই এরা আত্মসুখের জন্য মরিয়া৷ কিভাবে ক্ষমতা দখল করে চিরস্থায়ী ভাবে চেয়ার দখল করা যাবে এগুলোই এই সব রাজনীতিক দলের লক্ষ৷ আমি এই মনোভাবাপন্ন রাজনৈতিক নেতাদের বলতে চাই জনগণের কথা কখনো ভেবেছেন কি ? জনগণ কি উদ্দেশ্যে আপনাদের নির্বাচিত করে আর তারা কি পায় ? স্বাধীনতার ৪০ বছর পেরিয়ে গেছে কিন্তু এদেশ স্বাধীন করে দিয়ে জনগণ কি পেয়েছে ? জনগণকে কিছু তো দিতে পেরেছেন আর সেটা উত্তপ্ত সংঘাতময় রাজনীতি, দ্বিধা আর সংঘাতময় জীবন৷ খালিদ হাসান, ইয়াং স্টার রেডিও ক্লাব, আজমপুর, কুষ্টিয়া৷

কিছুক্ষণ পরই ফিরে আসছে ‘এন্ডেভার' এবং পৃথিবীতে ফিরে এলো মার্কিন নভোখেয়া ‘এন্ডেভার' শিরোনামে বিজ্ঞান ডটকমের পরিবেশনা দুটি দারুণ তথ্যপূর্ণ ছিল৷ ১৬ দিন পর আবার পৃথিবীর মাটি স্পর্শ করল মার্কিন মহাকাশ ফেরি ‘এন্ডেভার'৷ এটাই তার শেষ ফেরা৷ কেননা, আর কখনো সে যাবে না মহাকাশে৷ বরং এই ‘শাটল' কর্মসূচি শেষে এন্ডেভার'কে পাঠিয়ে দেয়া হবে জাদুঘরে৷ মার্কিন নভোখেয়া ‘এন্ডেভার' সমন্ধে বিস্তারিত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ৷ মোবাইল ফোনের ব্যবহার ক্যানসারের কারণ হতে পারে, এতদিন ধরে অনেকেই এই দাবি করে আসছিল৷ এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বললেন, মোবাইল ফোন ব্যবহারকারীদের মস্তিষ্কে ক্যানসার হওয়ার যথেষ্ট ঝুঁকি রয়েছে৷ তবে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ এখনো পাওয়া যায় নি৷ তবু আমাদের সকলেরই মোবাইল ফোনের ব্যবহার সম্বন্ধে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে৷ ইউরোপের ‘মোস্ট ওয়ান্টেড ম্যান' বসনীয় সার্ব সেনাবাহিনীর প্রধান রাটকো ম্লাদিচ এখন হেগ'এর আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি হওয়ার অপেক্ষায়৷ চলতি ঘটনায় এই নিয়ে প্রতিবেদন শুনলাম৷ প্রায় আট হাজার মুসলমানকে হত্যার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷ তার অপরাধ আসলেও ক্ষমার অযোগ্য৷ আকর্ষণীয় ও বস্তুনিষ্ঠ পরিবেশনাগুলির জন্য ধন্যবাদ৷ মহ. হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী, পূর্বস্থলী, বর্ধমান৷

‘জার্মানি তথা ইউরোপে ছড়িয়ে পড়ছে ইকোলাই জীবাণু' এই প্রতিবেদনটি আমাদের আতঙ্কগ্রস্ত করেছে কারণ আমরা জার্মানদের থেকে কাঁচা শাক সবজি বেশি পরিমাণে খেয়ে থাকি৷ জার্মানরা যখনই নিরামিষ খেতে আগ্রহ বোধ করছে ঠিক তখনই এই অঘটন ঘটলো৷ এ ব্যাপারে কিছু একটা রহস্য আছে আশাকরি আপনাদের ওয়েবসাইটে এর খোঁজ পাবো৷ সুহৃত বন্দোপাধ্যায়, বর্ধমান৷

গ্রিসের টালমাটাল আর্থিক অবস্থা নিয়ে এক নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ আকর্ষণীয় পরিবেশনা শুনলাম৷ ও দেশের সাধারণ মানুষের বেদনায় আমরাও সমব্যাথী৷ জানতে চাচ্ছি ও দেশের নেতা মন্ত্রীরা কেমন আছেন? দাতা দেশগুলো এ বিষয়ে নজর দেন কি? চৈতালী ও সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক