যৌতুক বিরোধী আন্দোলন | পাঠক ভাবনা | DW | 16.11.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

যৌতুক বিরোধী আন্দোলন

ফারজানা ইয়াসমিন নিপার দুঃসাহসিক সিদ্ধান্ত হাজার ফারজানার মনোবল বাড়িয়ে দেবে৷ খবর ও নানা তথ্য দিয়ে সাজানো ছিলো গতকালের পুরো অনুষ্ঠান৷

সবশেষে নবান্নের খবর দিয়ে শেষ করার জন্য ধন্যবাদ৷ তাপস নাথ, কলকাতা৷

অভিনন্দন ফারজানা ইয়াসমিন নিপাকে৷ যৌতুক বিরোধী আন্দোলনে আমরা সবাই তার সঙ্গে আছি৷ যৌতুক লোভীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন দাকোপ, তিলডাঙ্গা থেকে শ্রোতাবন্ধু মুকুল সরদার৷

আজ সকালের অনুষ্ঠান শুনলাম, বাংলাদেশের একটি আলোড়োন সৃষ্টিকারী সংবাদ৷ স্বামী যৌতুক দাবি করার কারণে বিয়ের আসরে তালাক দিয়ে বিয়েকে অস্বীকার করার মত খবর আগে আর কখনো শুনিনি৷ ফারজানা ইয়াসমিন নিপার সাক্ষাৎকারটি আমার খুবই ভাল লাগলো৷ এই সাক্ষাৎকার নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ৷ এম এ রশিদ চৌধুরী, ব্লু স্কাই রেডিও লিসনার্স ক্লাব, চৌধুরী পাড়া, আজম পুর, কুষ্টিয়া৷

আমি শাকিল, সিলেটের গোলাপগন্জ থেকে লিখেছি, আমি ডয়চে ভেলের নতুন বন্ধু৷ সিলেট থেকে খুব ভাল অনুষ্ঠান শুনতে পারি তাই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি৷

মিঠাপুকুর, রংপুর থেকে শ্রোতাবন্ধু রোকনুজ্জামান লিখেছেন ডয়চে ভেলে থেকে প্রচারিত অনুষ্ঠান খুব ভালো লাগে৷

হলিউড তারকা বিলি ক্রিস্টাল সম্পর্কে জানতে এবং পপ তারকা কাইলি মিনগের গান শুনতে চেয়েছেন গোপালগঞ্জের বন্ধু ফয়সাল আহমেদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক