রবার্ট এঙ্কে | পাঠক ভাবনা | DW | 11.11.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

রবার্ট এঙ্কে

জার্মান জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন রবার্ট এঙ্কের আত্মহত্যা করার সংবাদ ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইট থেকে দেখলাম যা দেখে খুব খারাপ লাগলো ও কষ্ট পেলাম...

তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি৷ কানন রানী টিকাদার ও সদস্যবৃন্দ, ভয়েস অব জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, বাংলাদেশ৷

এসপ্তাহের হেল্থলাইন খুব ভালো লাগলো৷ অকাল মৃত্যু রোধ বিষয়ে বস্তুনিষ্ঠ পরিবেশনাটি খুব সময়োপযোগী ও প্রয়োজনীয় মনে হয়েছে, ধন্যবাদ৷ আশরাফুল ইসলাম, অন্বেষা রেডিও লিসনার্স ক্লাব, জয়সিদ্ধি, ইটনা, বাংলাদেশ ৷

স্বাস্থ্য বিষয়ক নতুন অনুষ্ঠান 'হেলথ লাইন' ফিচার পর্বের ১০ নভেম্বর রাতের আয়োজনে অকাল মৃত্যু রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা এবং ই- কোলি ব্যাকটেরিয়া সংক্রমণ নিয়ে আলোচনা শুনে বেশ কিছু নতুন তথ্য পেলাম৷ আগামী কোনো এক অনুষ্ঠানে কুষ্ঠ রোগ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করবার অনুরোধ করছি৷ যদিও আমরা জানি যে কুষ্ঠ রোগ মোটেই ছোয়াঁচে রোগ নয়, তবু আমরা কেন পথেঘটে কোনো কুষ্ঠ রোগী দেখলে নিজেকে দূরে সরিয়ে নিই ? এই প্রশ্নের উত্তর ডয়চে ভেলের অনুষ্ঠানের মাধ্যমে জানতে আগ্রহী৷ শুভেচ্ছা রইলো৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত

অকাল মৃত্যু রোধে ডাব্লিউ এইচ ও এর রিপোর্ট একদম সঠিক, এতে যে পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছে তার সবগুলোই মৃত্যুর প্রধান কারণ৷ আমাদের সবার উচিত এই পাঁচটি কারণ থেকে সাবধান থাকা৷ দেওয়ান রফিকুল ইসলাম, ফ্রেন্ডস রেডিও ক্লাব, পাটালীর মোর, হাট নওগাঁ, বাংলাদেশ৷