রাত জেগে খেলা দেখার বিষয়টি সার্থক হয়েছে | পাঠক ভাবনা | DW | 28.05.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

রাত জেগে খেলা দেখার বিষয়টি সার্থক হয়েছে

রোমের স্টাডিও অলিম্পিকো-তে অনুষ্ঠিত ইউরোপের সর্ব কালের সেরা ফুটবল টুর্নামেন্ট - ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড-কে ২-০ গোলে উড়িয়ে দিয়ে স্প্যানিশ বার্সেলোনা ..

চ্যাম্পিয়ন হওয়ায় আমরা আনিন্দত শুধু তাই নয় আমাদের প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি তার দুর্দান্ত হেডের মাধ্যমে গোল করায় তাতেও আমরা অনেক আনন্দ পেয়েছি৷ বলা যায় আমাদের রাত জেগে খেলা দেখার বিষয়টি সার্থক হয়েছে৷ এই খেলা নিয়ে প্রতিদিন ডয়চে ভেলে নিয়মিত তার ইথারে এবং ওয়েবসাইটে নানান রকম তথ্য দিয়ে আপডেট রাখায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ডয়চে ভেলের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে৷ আমরা আশা করবো আগামীতেও ডয়চে ভেলে আমাদেরকে এভাবে তরতাজা তথ্য দিয়ে আপডেট রাখবে৷ দিদারুল ইকবাল তাছলিমা আক্তার লিমা, সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী- ৩৩৬, সেকশন- , রোড- , মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ

এসপ্তাহের জার্মানি-ইউরোপ পরিবেশনায় ইউরোপীয় নিউনিয়নের পার্লামেন্টের সদস্যদের নির্বাচন পদ্ধতি এবং এ বিষয়ে বিপরীত মনোভাবসম্পন্ন সাংসদদের বক্তব্য সম্বলিত প্রতিবেদনটি খুব ভালো লাগলো৷ ইউরোপীয় ইউনিয়ন সমগ্র বিশ্বের কাছে আদর্শ সরূপ৷ এশিয়াতে এমন একটি ইউনিয়ন গঠন সুদূরপরাহত৷ তবে এমন একটি ইউনিয়ন তৈরী হলে তা এশিয়ার দেশগুলিতে আনবে যুগান্তকারী পরিবর্তন৷ লিসা ব্যানার্জী, ঠাকুরপুকুর রোড, কলকাতা,ভারত৷