রোনাল্ডোর মন্তব্যে আপ্লুত ডয়চে ভেলের বহু পাঠক | পাঠক ভাবনা | DW | 20.02.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

মতামত

রোনাল্ডোর মন্তব্যে আপ্লুত ডয়চে ভেলের বহু পাঠক

টুইটারে ফুটবলস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো নিজের শিশুদের ছবি আপলোড করে ‘রোহিঙ্গা শিশুরাও আমার শিশুর মতো' এই মন্তব্য করায় টুইটটি যেমন ভাইরাল হয়েছে, তেমনি ডয়চে ভেলের বহু পাঠক খুশিতে আপ্লুত বলে জানিয়েছেন ফেসবুক পাতায়৷

Cristiano Ronaldo mit Sohn Cristiano Jr.

নিজের এক সন্তানের সঙ্গে রোনাল্ডো (ফাইল ফটো)

‘‘আমরা প্রত্যেকে আমাদের শিশুদের ভালোবাসি৷ আসুন, পাশে দাঁড়াই রোহিঙ্গা শিশুদের'' ক্রিস্টিয়ানো রোনাল্ডোর এই মন্তব্যে ফেসবুক পাতায় জিনাত মহল মিশর লিখেছেন, ‘‘তিনি বরাবরই নির্যাতিত, বঞ্চিত শিশুদের পাশে থাকেন৷'' আর জেরিন খানের ভাষায়, ‘‘রোনাল্ডো তাঁর রোজগারের একটা অংশ গরীব শিশু এবং গরীব মুসলমানদের দান করেন৷''

‘‘রোনাল্ডো বিশ্বের একজন বড় নেতা'' - এই মন্তব্য মাহবুব হাসানের৷ আর মো.সাদ্দাম হোসেন খুব গর্বের সাথে লিখেছেন, রোনাল্ডো তাঁর পছন্দের একজন খেলোয়াড়৷

পাঠক দেলোয়ার হোসেন খুবই মুগ্ধ৷ তিনি তো ফেসবুক পাতায় লিখেই ফেলেছেন, ‘‘রোনাল্ডো, আই লাভ ইউ৷'' ইসমাইল হোসেন লিটনও ধন্যবাদ দিয়েছেন রোনাল্ডোকে৷

টুইটারে ফুটবলস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো নিজের শিশুদের ছবি আপলোড করে ‘রোহিঙ্গা শিশুরাও আমার শিশুর মতো' এই মন্তব্য করায় আল মামুনুর রশীদ বলছেন, ‘‘গ্রেট জব রোনাল্ডো!''  আর নবী নেওয়াজ বিনয়ের সাথে বলছেন, ‘‘গ্রেটরা এমনই হয়৷'' আর রোনাল্ডোকে ‘ভালো মানুষ' বলে মন্তব্য পাঠক মো.রফিকের৷ ফেসবুক পাতায়  পাঠক রিমনও রফিকের সাথে একমত প্রকাশ করেছেন৷

‘‘রোনাল্ডো সত্যিই কিংবদন্তি'' -মন্তব্য  শুভজিত দাসের৷

আর আসাদ রাজু, মারুফ খান, আবদুল কুদ্দুস সকলেই খুব খুশি রোহিঙ্গা শিশুদেরকে রোনাল্ডো তাঁর নিজের সন্তানের মতো ভাবায়৷ 

সংকলন: নরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন