লিওনেল মেসির দক্ষিণ এশিয়া আগমন | পাঠক ভাবনা | DW | 02.09.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

লিওনেল মেসির দক্ষিণ এশিয়া আগমন

ডয়চে ভেলে থেকে প্রচারিত চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের সাক্ষাৎকারে সড়ক দুর্ঘটনা রোধে তার প্রচেষ্টার প্রমাণ পাওয়া গেলো৷ তবে এ বিষয়ে সরকারের আন্তরিকতার অভাব আমাদের অবাক করেছে৷

 তবে ইলিয়াস কাঞ্চনের মত অন্যান্য অভিনেতা, সাংবাদিক, শিল্পী বুদ্ধিজীবী মহল যদি এ আন্দোলনে অংশগ্রহণ করতেন তবে তা আরো জোরালো হত বলে মনে করেন কপিলমুনির শ্রোতাবন্ধু চন্দন কুমার দে৷ তিনি এরকম একটি চলমান সমস্যার ওপর প্রতিবেদন ও সাক্ষাৎকার প্রচার করার জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ দিয়েছেন৷

এই বন্ধু আরো লিখেছেন বিশ্ববরেণ্য ফুটবলার লিওনেল মেসির দক্ষিণ এশিয়া আগমনে আমরা রোমাঞ্চিত৷ এবারে গোটা বিশ্ব অবাক হয়ে দেখবে ক্রিকেট পাগল দক্ষিণ এশিয়ার মানুষের ফুটবল প্রীতি৷ ড্রিবলিংয়ের যাদুকর মেসির অসাধারণ নৈপুণ্য দেখার আশায় দিন গুনছেন৷

অনুষ্ঠান নিয়মিত শুনছি৷ ওয়েবসাইট ক্লিক করছি মতামতও পাঠাচ্ছি৷ কিন্তু ওয়েবসাইট এর মতামত পাতায় আমার মতামত স্থান পাচ্ছেনা৷ লিখেছেন বাপি দেবনাথ, শহীদ মুক্তিযোদ্ধা ডিএক্সিং ক্লাব, ঘোষনগর, তালা থেকে৷

সেপ্টেম্বর অক্টোবর মাসের বিশেষ ধাঁধায় পুরস্কার ২৫টি রেডিও, এটি বিশাল ব্যাপার  আমার মনে হয়, সবাই খুশি হয়েছেন৷ আমিও খুশি হয়েছি৷ মন্তব্য গাইবান্ধা থেকে শ্রোতাবন্ধু  ফেরদৌস হাসান নাজমুলের৷

 আশাকরি পরম করুণাময়ের কৃপায় ভালই আছেন৷ প্রতিদিনের অনুষ্ঠানে যে আপনাদের মতামত নামের যে পর্বের আয়োজন করে থাকেন তা অবশ্যই প্রশংসার দাবিদার৷ তবে আমার মনে হয় এর থেকে যদি প্রত্যেক ফিচার পর্বের শেষে ঐ ফিচার সংক্রান্ত চিঠিপত্র বিষয়ে আলোচনা করেন তাহলে অনুষ্ঠানের মান আরো ভাল হবে বলে আমার বিশ্বাস৷ ৩১ তারিখে আপনাদের মতামত ওয়েবসাইটে না পেয়ে আমরা ব্যথিত৷এর কারণ কি আশা করি অনুষ্ঠানে জানাবেন৷ আশাকরি আমার প্রস্তাবটি বাস্তবে রূপ দেবেন৷ কাজল রঞ্জন ঘোষ, কপিলমুনি, খুলনা৷

গতকাল রাতে মিডিয়াম ওয়েভে অনুষ্ঠানে শ্রবণমান ছিলো খুবই ভালো ৷ জানিয়েছেন হাট শিমলা, বর্ধমান থেকে শ্রোতাবন্ধু প্রদীপ বসাক৷

একই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে পরিবেশনাটি খুব ভাল লেগেছে, মন্তব্য ঘোষনগর, তালা থেকে  অম্বিকা দেবনাথের৷

মহোনপুর, রাজশাহী থেকে শ্রোতাবন্ধু সুব্রত সরকার ডয়চে ভেলেকে ধন্যবাদ দিয়েছেন আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্যাচ সম্পুর্কে বিস্তারিত জানানোর জন্য৷  

জলবায়ু পরিবর্তন সারা বিশ্বের জন্য বিপদজনক৷ ওয়েবসাইটে যেমন দেখলাম অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন জলবায়ু পরিবর্তনের ফলে সেখানে বিভিন্ন ধরনের মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে, মানুষের মধ্যে অপরাধবোধ বৃদ্ধি পাচ্ছে৷ আমি মনে করি উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের ফলে যতটা সমস্যায় পড়বে তার তুলনায় দরিদ্র দেশগুলোর অনেক বেশি সমস্যা হবে৷ আর এই কারণেই উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তন সমস্যা মোকাবিলার ক্ষেত্রে তেমন উদ্যোগ নেয়না৷ এই সমস্যাকে সকলের সমস্যা মনে করে কাজ করতে পারলেই এর সফলতা পাওয়া যাবে৷ এমএ রশীদ চৌধুরী, ব্লুস্কাই রেডিও লিসনার্স ক্লাব, চৌধুরী পাড়া, আজমপুর, কুষ্টিয়া৷

সড়ক দুর্ঘটনা সম্পর্কে ইলিয়াস কাঞ্চনের সাক্ষাৎকার প্রচারের জন্য ধন্যবাদ৷ এই বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ৷ বিএম ফয়সাল আহমেদ, ঘোড়াদাইর, সুলতানশাহী, গোপালগঞ্জ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক