ল্যাপটপ দোয়েল | পাঠক ভাবনা | DW | 21.09.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ল্যাপটপ দোয়েল

ডয়চে ভেলে থেকে জানতে পারলাম পদ্মা সেতু নির্মাণ অনিশ্চয়তা দূর করার কাজ চলছে৷ আমরা অচিরেই পদ্মার সেতু কামনা করছি৷ আরও জানতে পারলাম তিস্তা চুক্তি হবেই৷

 আমরা কামনা করি অচিরেই তিস্তা চুক্তি স্বাক্ষরিত হোক৷ এসব তথ্য জানানোর  জন্য ধন্যবাদ দিয়েছেন ডয়চে ভেলেকে শ্রোতাবন্ধু অসিত কুমার দাশ মিন্টু , চট্টগ্রাম থেকে৷

নন্দন বেতার শ্রোতাসংঘ, মধ্য আলীপুর, ফরিদপুর থেকে শ্রোতাবন্ধু আলভী মাশরুর খান চিঠিতে লিখেছেন এখন এফএম তরঙ্গে মোবাইলের মাধ্যমে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনছেন৷

নিরপেক্ষভাবে চলমান পরিস্থতির খবরাখবর ডয়চে ভেলে থেকে জানতে পারছি৷ ডয়চে ভেলের দারণ উপহার হলো প্রতিদিনের অনুষ্ঠানে থাকে একটি করে ভিন্ন স্বাদের গান৷ নিবিড় শান্ত অবসর রাতে মিডিয়াম ওয়েভে ফাঁকা জায়গায় গিয়ে পুরো অনুষ্ঠানই শুনি৷ হরিপুর, চাটমোহর, পাবনা থেকে হলুদ পোষ্টকার্ডে ঠিক এভাবেই লিখেছেন শ্রোতাবন্ধু মেহফতাহুল আরেফীন কাফী৷

পরের পোষ্টকার্ডে কোদালিয়া, দৌলতপুর, কুষ্টিয়া থেকে শ্রোতাবন্ধু খোকন হোসেন লিখেছেন, আপনাদের অনুষ্ঠান ভীষণ ভালো লাগে৷ এ অনুষ্ঠান থেকে পাওয়া  তথ্যগুলো আমার ছাত্র জীবনে অনেক কাজে লাগে, উপকৃত হই৷

 আমাদের কাছে আরো যারা ডাকে চিঠি পাঠায়েছেন তারা হলেন, গুপ্তপাড়া, রংপুর থেকে হোসেন আবেদ আলী৷ মিঠিপুকুর , রংপুর থেকে শ্রোতাবন্ধু আল-হাসান সরকার৷ শামীমা নাসরীন মুর্শিদাবাদ থেকে৷ এম এ মজনু বিশ্বাস কুষ্টিয়া থেকে৷

পাংকা, বাগাতিপাড়া, নাটোর থেকে শ্রোতাবন্ধু জুয়ালুর রহমান লিখেছেন, আমাদেরই নাটোরের বীর মুক্তিযোদ্ধা শাহাদাতের সাক্ষাৎকার শুনে খুব ভালো লাগলো৷ বন্ধু জুয়ালুর রহমান তার এলাকার মুক্তিযোদ্ধার কথা ডয়চে ভেলে থেকে শুনতে পেয়ে  খুবই গর্বিত৷ তাই ডয়চে ভেলেকে ধন্যবাদ দিয়েছেন৷

মুক্তিযোদ্ধা শাহাদাতের সাক্ষাৎকার শুনে অনুপ্রাণিত হলাম -একথা জনিয়েছেন ননামাটিয়াল, দূর্গাপুর, রাজশাহী থেকে শ্রোতাবন্ধু মমিনুল ইসলাম মাহাবুর৷

গতকালের মোনালিসা পর্বে মেঘনা গুহ ঠাকুরতার সাক্ষাত্কার খুব ভাল লাগল৷ লিখেছেন অম্বিকা দেবনাথ, ঘোষনগর, তালা, সাতক্ষীরা থেকে৷

মেঘনা গুহ ঠাকুরতার সাক্ষাৎকার থেকে অনেক কিছু জানতে পারলাম, লিখেছেন গোপালগঞ্জ থেকে ফয়সাল আহমেদ শিপন৷ এই সাক্ষাৎকার প্রচারের জন্য দুজনই ধন্যবাদ দিয়েছেন ডয়চে ভেলেকে৷ 

ইয়েমেনের রাজধানী সানায় মঙ্গলবার তৃতীয় দিনের মতো বিক্ষোভ সহিংসতায় অন্তত ছয় জন নিহত হয়েছে৷ অর্থাৎ, গত তিনদিনের সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৬০'এ৷ এ সংবাদে আমরা স্তম্ভিত৷ তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি৷ অহিংসার পূজারী মহাত্মা গান্ধীর দেশ ভারত থেকে জার্মানির সুরে সুর মিলিয়ে তীব্রতম নিন্দা জানাচ্ছি আমরাও৷

ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের একটা অন্যতম প্রধান পদক্ষেপ হিসেবে দোয়েল চিহ্নিত হয়ে থাকবে৷ দোয়েলকে লোকপ্রিয় করতে এর দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে বলে মনে করেন শ্রোতাবন্ধু সিদ্ধার্থ সরকার ও শ্রীমতি চৈতালী সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ থেকে৷

 ডয়চেভেলের বাংলা অনুষ্ঠান প্রতিদিন নিয়মিত শুনছি৷ কন্ঠ শুনে আসামি ধরা নিয়ে পরিবেশনাটি শুনে একটু অবাকই হলাম৷ আঙ্গেলিকা ব্রাউন জার্মানির ট্রিয়ার বিশ্ববিদ্যালয়ে ফোনেটিকস'এর একজন অধ্যাপিকা৷ তিনি মানুষের কন্ঠ পরীক্ষা করে পুলিশকে আসামি ধরতে সহায়তা করেন৷ এটি একটি অভিনব পদ্ধতি,  খুব ভালো লাগল৷

বাংলাদেশের তৈরি সর্ব প্রথম ল্যাপটপ ‘দোয়েল' নিয়ে পরিবেশনাটি ও বেশ ভালো লাগল৷ ধন্যবাদ তথ্যপূর্ণ প্রতিবেদিনগুলির জন্য৷ মহ. হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী, বর্ধমান থেকে লিখেছেন৷

বিশিষ্ট চলচ্চিত্রকার ও কথাশিল্পি হুমায়ূন আহম্মদের সুস্থতা কামনা  করছি আমাদের ক্লাবের  পক্ষ থেকে৷ অমিত বসু,জননী রেডিও লিসেনার্স ক্লাব, ঘোষনগর, তালা, সাতক্ষীরা৷

বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি, ভারতে ভূমিকম্প বিষয় নিয়ে আজকে প্রতিবেদন ভালো লাগলো৷ দেশমাতৃকা প্রসাদ রায়, মাম্পী রায় ও দেদীপ্যমান রায়, ওয়াল্ড রেডিও লিসনার্স ক্লাব, পাইকর বীরভূম, ভারত৷

 রাতের অনুষ্ঠানে হেল্থলাইন পরিবেশনাটি আমার কাছে খুব ভাল লেগেছে৷ এমন সব নিত্যনতুন পরিবেশনার আয়োজন করে বলেই ডয়েচে ভেলে আমাদের কাছে অন্যতম সংবাদ মাধ্যম৷ বিশ্বজিৎ দেবনাথ, শহীদমুক্তিযোদ্ধা ডি এক্সিং ক্লাব, ঘোষনগর, তালা, সাতক্ষীরা৷

বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে  বাংলাদেশও যে পিছিয়ে নেই সেটা প্রমাণ করে এই পাখীর নাম দোয়েল ল্যাপটপের উদ্যোগ৷ খালিদ হাসান, ইয়াং স্টার রেডিও ক্লাব, আজমপুর, কুষ্টিয়া৷

রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত পরিবেশনায় রবীন্দ্র সংগীতের রিমেক সম্পর্কে অনিন্দ্য বাবুর সাক্ষাৎকারে এর স্বরূপ প্রকাশিত হয়েছে৷ রবীন্দ্র সংগীতের এ রিমেক তার স্বকীয়তার প্রতি হুমকিস্বরূপ৷ তাই আমরা চাই রিমেকের নামে এর বিকৃতি বন্ধ হোক৷ মূল ধারার রবীন্দ্রসংগীত চর্চার প্রবণতা বৃদ্ধি পাক শিল্পীদের মধ্যে৷

এছাড়া ক্যাম্পাস জার্মানিতে পড়াশোনার বিষয়ে বিস্তারিত তথ্যের যোগান দিল৷ জার্মানিতে পড়তে আগ্রহীদের জন্য এটা বিশেষ সহায়তা করবে৷ অন্যদিকে দেশীয় যন্ত্রাংশে প্রস্তুত ল্যাপটপ দোয়েল বাজারে আসার খবর আনন্দের উপলক্ষ এনে দিল৷ প্রযুক্তি বাজারে তোলপাড় তুলে এ ল্যাপটপ ছড়িয়ে পড়বে বাংলাদেশের সকল মানুষের কাছে৷ প্রযুক্তিতে উন্নতির শিখরে আরোহণ করবে দেশ৷ এ প্রত্যাশায়-চন্দন কুমার দে, কপিলমুনি, খুলনা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক