ল্যাপটপ পুরস্কার পেয়ে আনন্দিত! | পাঠক ভাবনা | DW | 24.10.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ল্যাপটপ পুরস্কার পেয়ে আনন্দিত!

আমার স্ত্রী রওশন আরা লাবু আপনাদের ফেইসবুক প্রতিযোগিতায় ল্যাপটপ বিজয়ী হয়েছে৷ এতে আমরা সবাই খুব খুশি৷ দূতাবাসের মাধ্যমে পুরস্কার পাঠালে নিশ্চিতভাবে হাতে পারবো বলে মনে করি৷ তাই ঠিকানা জানিয়ে দিলাম৷

ল্যাপটপ পুরস্কার পেয়ে আনন্দিত !

আমার স্ত্রী রওশন আরা লাবু আপনাদের ফেইসবুক প্রতিযোগিতায় ল্যাপটপ বিজয়ী হয়েছে৷ এতে আমরা সবাই খুব খুশি৷ দূতাবাসের মাধ্যমে পুরস্কার পাঠালে নিশ্চিতভাবে হাতে পারবো বলে মনে করি৷ তাই ঠিকানা জানিয়ে দিলাম৷

এভাবেই পুরস্কার পাওয়ার সংবাদ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রওশন আরা লাবু, মো. সোহেল রানা হৃদয়, আইজিএসএন্ডসি, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬, থেকে৷

আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন বিভাগীয় সকলেই৷ আশাকরি ভালো আছেন৷ এ বছর পর পর ছয় মাসের মাথায় প্রথমে মাতৃদেবী, পরে পিতৃদেবকে হারিয়ে যখন দিশেহারা হয়ে পড়েছিলাম, তখন প্রিয় ডয়চে ভেলে পুরস্কারটি দিয়ে যেন জীবনে কিছুটা শান্তির পরশ বুলিয়ে দিল৷ ডয়চে ভেলেকে আমি আমার হৃদয় দিয়ে ভালোবেসে এসেছি, যার প্রতিদান ডয়চে ভেলে আমাকে দুহাতে করে দিয়েছে৷ প্রশ্ন হলো, কোন প্রক্রিয়ায় আমরা এটি হাতে পাবো? যদি রেজিস্ট্রি ডাকে পাঠান, তাহলে বাংলাদেশ শুল্ক কর্তৃপক্ষ এমন ট্যাক্স ও ভ্যাট আরোপ করবে যে ল্যাপটপ পাওয়ার আনন্দ চলে যাবে৷ ল্যাপটপটি রাস্তায় হাওয়া হয়েও যেতে পারে৷ তবে আপনারা যদি এটি জার্মান দূতাবাসের মাধ্যমে পাঠান তাহলে আমি নিশ্চিত যে সেটা হাতে পেয়ে যাব৷ এভাবেই খুলনা, বাংলাদেশ থেকে লিখেছেন ডাঃ বিকাশ রঞ্জন ঘোষ৷ তিনি অবশ্য টেলিফোন মারফতও আমাদের পুরস্কার পাওয়ার পর তাঁর আনন্দের কথা জানিয়েছেন৷

আশা নয় বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন৷ অন্বেষণ কুইজের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে৷ কুইজে বিজয়ী হতে না পেরে মনটা ভারাক্রান্ত হয়েছিল, কিন্তু এখন আর নেই৷ তবে আবার কুইজের আয়োজন করলে আবার অংশগ্রহণ করব৷ তখন হয়ত বিজয়ীও হতে পারবো৷ যাই হোক, এসব কথা এখন থাক৷ বরং মূল কথায় আসি৷ যাঁরা অন্বেষণ কুইজে বিজয়ী হয়েছেন তাঁদের সকলকে আমাদের ক্লাবের পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ধন্যবাদান্তে, অমিত বসু, ঘোষনগর, গোনালি নলতা, তালা, সাতক্ষীরা থেকে৷

প্রীতিময় ভালবাসা ও শুভেচ্ছা নেবেন৷ আশাকরি সবাই ভালো আছেন৷ আমি ও আমার বন্ধুরা ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইট, ফেসবুক এবং টিভি অনুষ্ঠান অন্বেষণ-এর পাঠক ও দর্শক৷ অন্বেষণ কুইজে বিজয়ীদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন৷ বিজয়ী হওয়া বড় কথা নয়, অংশগ্রহণ করাই বড় কথা৷ লটারিতে সবাই তো ভাগ্যবান হয় না! তবে ডয়চে ভেলের বিভিন্ন প্রতিবেদন থেকে অনেক কিছু শিখতে পারছি, এটাই আমার বড় পাওয়া৷ তাই তো ডয়চে ভেলের সাথে ছিলাম, আছি এবং থাকবো৷ সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন – এ প্রত্যাশায়, ডা. এস এম এ হান্নান, হরিপুর, চাটমোহর, পাবনা৷

এছাড়াও পুরস্কার পাওয়ার খবর পেয়ে আমাদের ধন্যবাদ জানিয়েছেন নতুনবার্তার সাংবাদিক রওশন আরা মুক্তা৷

- বন্ধুরা, লেখার জন্য এবং ধাঁধায় অংশগ্রহণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ৷ আমরা আমাদের ‘মার্কেটিং বিভাগ'-কে অনুরোধ করবো দূতাবাসের মাধ্যমে পুরস্কারগুলি পাঠানোর জন্য৷ যেহেতু প্রতিযোগিতাটির আয়োজক মার্কেটিং বিভাগ৷ তবে এ ব্যাপারে কোনো কথা বাংলা বিভাগের তরফ থেকে দিতে পারছি না৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন