শাজাহান খানকে নিয়ে পাঠকদের ভাবনা | পাঠক ভাবনা | DW | 19.02.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

শাজাহান খানকে নিয়ে পাঠকদের ভাবনা

পরিবহণ সেক্টরে বহুল সমালোচিত সাবেক নৌমন্ত্রী শাজাহান খানকে এবার করা হয়েছে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটির প্রধান৷ এ নিয়ে পাঠকদের অনেকেই ডয়চে ভেলের ফেসবুক পাতায় সমালোচনা ও বিরূপ মন্তব্য করেছেন৷

সাখাওয়াত হোসেন রবি লিখেছেন, ‘‘হায়রে আমার দেশ, যোগ্য লোকের জায়গায় অযোগ্য লোক বসানোই আমাদের কাজ৷''

শাজাহান খানকে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটির প্রধান করায় মোটেও খুশি নন জাকির হোসেন, সোহাগ খান, সুমন সারোয়ার, মিন্টু রশিদ সহ অনেকেই৷

চিত্রনায়ক এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রধান ইলিয়াস কাঞ্চন ডয়চে ভেলেকে বলেন, ‘‘ সাবেক নৌমন্ত্রী শাজাহান খানেরসমালোচনা কারা করেন? সাধারণ মানুষ৷ তাঁর প্রতি কাদের আস্থা নেই? সাধারণ মানুষের৷ কিন্তু সরকারের তো আস্থা আছে৷'' তাঁই এই বক্তব্যকে পুরোপুরি সমর্থন করেছেন পাঠক জাকির হোসেন বিন জীবন৷ তিনি লিখেছেন, তিনি (ইলিয়াস কাঞ্চন) ঠিকই বলেছেন৷

এদিকে, সোহেল গফুরের মন্তব্য, ‘‘আবার শুরু তামাশা৷'' পাঠক আবু নোয়া হাসিব আহমেদ, আবু আজাদ জামি সামস, হুমায়ূন কবিরও এ ব্যাপারে একই মত পোষণ করেছেন৷

শাহীন মিয়া দুঃখ করে শুধু লিখেছেন, দেশটা তো জনগণের!

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক