শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা | পাঠক ভাবনা | DW | 30.09.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা

বৃষ্টি ভেজা শরৎ আকাশ, শিউলি ফুলের গন্ধ৷ মা আসছেন আবার ঘরে, দরজা কেন বন্ধ? পুজো এলো তাইতো আবার বাজনা বাজায় ঢাকী৷ গুনে দেখো পুজো আসতে আরো দু’দিন বাকি৷

‘শুভ শারদীয়' বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর৷

ডয়চে ভেলে পরিবার ও প্রিয় শ্রোতা বন্ধুদের শারদীয়ার আন্তরিক প্রীতি , শুভেচ্ছা ও অভিনন্দন জানাই৷ পূজা সবার ভালো কাটুক এই কামনা৷

      নীল আকাশে সাদা মেঘে 

          আনন্দেরই মেলা,

     দুর্গা মায়ের আগমনে 

          কাশ ফুলের খেলা৷

     ভালো হোক , সুখের হোক

         দুর্গা মায়ের পূজা, 

     সকলকে জানাই আমি

         প্রীতি ও শুভেচ্ছা৷

     মহ.হাফিজুর রহমান

ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী, বর্ধমান৷

এসেছে শরৎকাল, এসেছে দেবী দুর্গা মাকে বরণ করার শুভলগ্ন৷ আসুন জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগদান করি এ মহা উত্সবে৷ সকলকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা ও আমন্ত্রণ রইল৷ সজল রঞ্জন ঘোষ, কপিলমুনি, খুলনা৷ 

আমার প্রাণপ্রিয় ডয়চে ভেলের ভাই ও বোনদের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা৷ শ্যামল কুমার পাল, সিলেট৷

আমি ডয়চে ভেলের নিয়মিত শ্রোতা৷ গতকাল দিয়া মির্জার খবর আমাকে মুগ্ধ করেছে৷ তবে দেশি খবর আরো একটু বাড়ালে খুশি হবো৷ ইঞ্জিনিয়ার সাইফ, সিটি পলিটেকনিক, খুলনা৷

পশ্চিমের জানালায় ভারতে জার্মান ভাস্করের পূজায় অংশগ্রহণ  ভারত জার্মানির সহযোগিতা পূর্ণ  আন্তঃ সম্পর্কে প্রাণ সঞ্চার করবে এটাই স্বাভাবিক৷ এছাড়া দিল্লীর মেট্রো রেলের কার্বন ক্রেডিট প্রাপ্তি বিশ্বে পরিবেশ বান্ধব মেট্রো রেলের প্রসারে অগ্রণী ভূমিকা পালন করবে এটা সহজেই অনুমেয়৷ বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে যদি এ প্রযুক্তি ব্যবহার করা যায় তবে ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসনে তা কার্যকর ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস৷ ধন্যবাদ এ ধরনের প্রতিবেদন প্রচারের মাধ্যমে আমাদের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করার জন্য৷ চন্দন কুমার দে, কপিলমুনি, খুলনা৷

আপনাদের প্রতিটি অনুষ্ঠান আমার ভালো লাগে৷ বিশেষ করে আপনাদের তথ্যবহুল সংবাদ, বিজ্ঞান ও প্রযুক্তি, হেল্থলাইন ইত্যাদি৷ মো. রায়হান কবির সোনা, রংপুর৷ 

রাতের অনুষ্ঠান উপভোগ করলাম, জানতে পারলাম যে ৫বছর এর মধ্যে রাশিয়া মহাকাশে হোটেল স্থাপন করতে যাচ্ছে৷ এবং এটাও জানতে পারলাম যে এই হোটেলে ৪টি কেবিন থাকবে এবং এক এক কেবিনে ৭জন থাকতে পারবে৷ কত সুন্দর তাইনা? আসলে বিজ্ঞান যে এত এগিয়ে গেছে তা জানতে পারছি এক মাত্র ডয়েচে ভেলের কাছ হতে৷ এমন সব তাজা খবর আমাদের জ্ঞানভান্ডারকে প্রসারিত করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে৷ বিজ্ঞান বিষয়ক এইসব ধারণা জনসাধারণের কাছে প্রতিনিয়ত তুলে ধরার জন্য ডয়েচে ভেলেকে অসংখ্য ধন্যবাদ৷  বাপি দেবনাথ, সভাপতি শহীদ মুক্তিযোদ্ধা ডি এক্সিং ক্লাব, ঘোষনগর, তালা, সাতক্ষীরা৷

মেঘনা গুহঠাকুরতার সাক্ষাৎকার শুনে জানতে পারলাম যে সেই ১৯৭১ সালে হানাদার বাহিনী কীভাবে বাঙালিদের বিশেষ করে হিন্দু ছেলেমেয়েদের উপর অস্বাভাবিক নির্যাতন চালিয়েছে৷ তাই এই বাংলার মাটিতে অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি৷ ধন্যবান্তে বাপ্পা দেবনাথ, ঘোষনগর, সাতক্ষীরা৷

কলকাতায় জার্মান উৎসব-এর কথা জানলাম মাল্টিমিডিয়া ডয়চে ভেলের নয়নাভিরাম ওয়েবসাইট থেকে৷ দারুণ খুশির খবর৷  আসছেন জার্মান শিল্পী গ্রেগর শ্নাইডার৷

আরো জানলাম - কলকাতায় জার্মান সাংস্কৃতিক কেন্দ্র মাক্স ম্যুলার ভবনের মধ্যস্থতায় দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত পুজো-উদ্যোক্তা একডালিয়া এভারগ্রিন ক্লাবের সঙ্গে দুর্গা পুজোয় জার্মান শিল্পী গ্রেগর শ্নাইডারের সম্পৃক্ততা৷

জানলাম - শ্নাইডার এই ইন্দো-জার্মান সাংস্কৃতিক প্রকল্পটির নাম দিয়েছেন – ‘ইটস অল রাইট'৷ জার্মানির যে গ্রামে শ্নাইডার জন্মেছেন এবং বড় হয়েছেন, যেখানে শিল্প এবং ভাস্কর্যে তাঁর হাতেখড়ি, সেই গ্রামের নাম রাইট৷ একডালিয়ার পুজোমন্ডপে সেই গ্রামের একটি ছবিই তুলে ধরছেন শ্নাইডার৷

জেনে ভালো লাগলো - ইন্দো-জার্মান মৈত্রীর ৬০ বছর উপলক্ষে যে আন্তর্দেশীয় সাংস্কৃতিক কর্মসূচি নেওয়া হয়েছে, এই পুজো মন্ডপকে তারই অংশ হিসেবে দেখছে মাক্স ম্যুলার ভবন কর্তৃপক্ষ৷ তারা এ নিয়ে এতটাই উৎসাহিত যে যেদিন এই মন্ডপের উদ্বোধন, সেদিন থেকেই কলকাতায় জার্মান উৎসবের সূচনা বলে মনে করছেন তাঁরা৷ ধন্যবাদ বর্তমান পরিচালক ড. ভেলডে৷ জানতে চাইছি – ডয়চে ভেলে কি আসবে এপার বাংলার মানুষের সঙ্গে সখ্যতা বাড়াতে, এই সুযোগে?

সাত্যকি সরকার,  গোল্ডেন ডিএক্স ক্লাব, জিয়াগঞ্জ থেকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন