‘সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা’ | পাঠক ভাবনা | DW | 13.04.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা’

বৈশাখে নববর্ষের আগমনে, নব বার্তা জাগুক প্রাণে৷ বৈশাখ মানেই মায়ের হাসি, কৃষক বধুর চপল চোখ৷ বৈশাখ মানেই প্রাণের পরশ, ছোট্ট আমার বাংলামুখ৷

এভাবেই নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ফেটগ্রাম, নওগাঁর সেতু ডি-এক্স ক্লাব থেকে শ্রোতাবন্ধু অঞ্জনা পারভীন৷

বাঙ্গালির দেশীয় আচার অনুষ্ঠানকে রক্তে ধারণ করে নববর্ষের শুভ সূচনায় প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আসুন আমরা দেশকে সমুন্নত রাখি৷ শেখ জিয়াউর রহমান, খড়িতলা কালিগঞ্জ, সাতক্ষীরা৷

নিমাইদিঘী, বগুড়া থেকে শ্রোতাবন্ধু আবদুর রাজ্জাক লিখেছেন, নতুন বছর আপনাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি আর এই শান্তি সবার মাঝে ছড়িয়ে পড়ুক৷

বিসিএএস, গুলশান ঢাকা থেকে মো. জিয়া উদ্দিন লিখেছেন, বাংলা নববর্ষ ১৪১৯ সালের শুভেচ্ছা থাকলো ডিডাব্লিউ পরিবারের সকলের প্রতি৷

ঝিনাইদহ থেকে শুভেচ্ছা জানিয়েছেন সাজ্জাদ হোসেন রিজু৷

ডয়চে ভেলে ফ্যান ক্লাব সুজানগর পাবনা থেকে বহু পুরনো বন্ধু এসএম আবদুল্লাহ রানা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাংলা বিভাগের সবাইকে এবং কামনা করেছেন ১৫ই এপ্রিল বাংলা অনুষ্ঠানের জন্মদিন শুভ হোক৷

বর্ধমান থেকে প্রদীপ বসাক নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনগুলোতে সবার জন্য মঙ্গল কামনা করেছেন৷

রংপুর থেকে শ্রোতাবন্ধু আরিফ ডয়চে ভেলে পরিবারের সকলকে নবর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এসএমএস'এ৷

গ্লোবাল রেডিও লিসনার্স ক্লাব, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে প্রফেসার আশরাফুল ইসলাম ডয়চে ভেলের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন৷

নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন ফ্রেন্ডস অনলাইন ডিএক্স অ্যাসোসিয়েশন, সিরোইল, ঘোড়ামারা, রাজশাহী থেকে শ্রোতাবন্ধু এ কে এম নূরুজ্জামান৷

Flash-Galerie Symbolbild Briefkasten

রেড লেটার বক্স

ডয়চে ভেলে পরিবারকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কলকাতা থেকে শ্রোতাবন্ধু খোকন নস্কর৷ গোল্ডেন ডি-এক্স ক্লাব, জিয়াগঞ্জ থেকে ডা. সিদ্ধার্থ, চৈতালী ও সৌরদীপ সরকার৷

বাংলা নববর্ষের আরো শুভেচ্ছা জানিয়েছেন চৌমহুনী, রাজশাহী থেকে শ্রোতাবন্ধু কামরুন নাহার শীলা ও সালাউদ্দিন ডলার৷

বগুড়া থেকে সাইফুল ইসলাম৷ তিলডাঙ্গা, খুলনা থেকে মুকুল সরদার৷

জলিরপাড়, গোপালগঞ্জ থেকে ১৪১৯ সালটি সুখ আর শান্তির হোক - ই-মেল'এ এই কামনা করেছেন শ্রোতাবন্ধু কানন রানী টিকাদার ও বীনা পানি বাগচী৷

হরিপুর, পাবনা থেকে ডাক্তার এসএমএ হান্নান নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এভাবে...নতুন দিন, নতুন মাস, নতুন বছর নতুন আশা, বয়ে আনুক সবার জন্য অনাবিল শান্তি৷

নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পাটালীর মোর, নওগাঁ থেকে দেওয়ান রফকুল ইসলাম রানা৷

কলকাতা থেকে তাপস নাথ লিখেছেন শুভ নববর্ষ৷

হামিদুর রহমান জানিয়েছেন জার্মান ভাষা, জার্মানিতে উচ্চশিক্ষা এবং জার্মনি ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কে গড়ে তুলতে ডয়চে ভেলে সেতুবন্ধন হিসেবে কাজ করছে৷

সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিস, গুলশান, ঢাকা থেকে গোলাম জিলানীর লিখেছেন, ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটটি অন্যান্য বাংলা বেতারের ওয়েবসাইট থেকে সম্পূর্ণ আলাদা এবং প্রচুর খবরে পূর্ণ৷ চলমান ঘটনা থেকে শুরু করে শিক্ষা, বিনোদন, খেলাধুলা সমস্ত তথ্য থাকে৷ এমন ওয়েবসাইটের জন্য আপনারা ধন্যবাদ পাবার যোগ্য৷

বস্তুনিষ্ঠ সংবাদ, ইনবক্স এবং অন্য সব পরিবেশনা ভালো লাগে৷ এসব প্রচারের জন্য অনেক ধন্যবাদ দিয়েছেন খুলনা থেকে শ্রোতাবন্ধু বিশ্বজিৎ কুমার মৃধা৷

শাহানগর, মুর্শিদাবাদ থেকে শ্রোতাবন্ধু কাঞ্চন কুমার চ্যাটার্জী লিখেছেন, ওয়েবসাইট আমাদের সবার মন কেড়েছে৷ কী নেই সেখানে! আরো লিখেছেন, আমরা আশা করবো নতুন বছরে ওয়েবসাইটে পর্যটন বিষয়ে একটি পাতা দেবার চেষ্টা করবেন৷ তাহলে জার্মানির দর্শনীয় স্থানগুলো সম্পর্কে বন্ধুরা জানতে পারবেন৷

- বন্ধুরা, ওয়েবসাইটের একেবারে ওপরে বাঁদিকে ‘বিষয়ে-এ' ক্লিক করলেই দেখতে পাবেন ‘আবিষ্কার করুন জার্মানি'৷ চলে যান সেখানে৷ দেখবেন, পেয়ে যাবেন বেশ কিছু তথ্য৷ এই যেমন ‘ওপরে আকাশ, মাঠে শয্যা, ‘গাছেই নীড়, তবে পাখীর নয়, মানুষের'৷ ‘জলে ভাসা বাড়িতে বসবাসের সুযোগ'৷ ‘রাজ বাড়িতে, রাজার হালে বসবাসের সুযোগ' ইত্যাদি৷

সূচনা সমাজ কল্যাণ সংঘ মশীপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে শ্রোতাবন্ধু মিজানুর রহমান লিখেছেন, আপনাদের ওয়েবসাইট যতো দেখছি ততোই ভালো লাগছে৷ নতুন নতুন ফিচার, বিজ্ঞানের টাটকা সংবাদ আমাদের আরও মুগ্ধ করছে৷

আজ পাঠক ভাবনায় প্রদীপ বসাকের বন্ধুপ্রীতি আমার খুব ভালো লাগলো৷ আমার এখান থেকে ডি ডাব্লু ১০২ এফএম ব্যান্ড ধরছে না কিম্বা এখন আর শোনা যাছে না৷ আপনাদের সহায়তায় প্রদীপ বসাকের ফোন নম্বর কিম্বা মেল আড্রেস পেলে আমি ওনার সঙ্গে যোগাযোগ করি৷

ভূমিকম্পের ব্যপারে বিস্তারিত তথ্য বাংলাদেশ ছাড়া অন্য জায়গার বিবরণ ওয়েবসাইটে দেখতে পাচ্ছি না৷ আপনাদের কুশল কামনায় সুহৃত ব্যানার্জী, ফোন- ৮১০০৪৫৬২৯৬, ৯০৯৩৩৩৭৭৫১ , ০৩৪৫১২৭৯০২৭৷

আশা ও বিশ্বাস ভালো আছেন বিভাগীও সকলে৷ ক্লাবের পক্ষ হতে শেষ বসন্তের শুভেচ্ছা গ্রহণ করবেন৷ আসছে বাংলা নববর্ষ যাতে আমাদের জীবনে মহা আনন্দের ছোঁয়া দিয়ে আসে৷ ডয়চে ভেলের সকল কর্মকর্তা ও সকল শ্রোতাদের প্রতি রইল আমার পক্ষ হতে নববর্ষের অগ্রীম বার্তা৷ আশাকরি নতুন বছর সবার ভালো কাটবে - সেই আশায় বাপি দেবনাথ, ঘধোষনগর, তালা সাতক্ষীরা৷

‘বয়স বৃদ্ধি ও স্বাস্থ্য, সুস্বাস্থ্য আয়ু বাড়ায়' - সুস্বাস্থ্যের জন্য প্রত্যেকের উচিৎ শরীরের প্রতি উপযুক্ত যত্ন নেওয়া ও নিয়মিত শরীরচর্চা করা৷ প্রতিবেদনটি থেকে আনুষঙ্গিক নানা অজানা তথ্য জানা সম্ভব হওয়ায় ডয়চে ভেলেকে আন্তরিক কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না৷

‘ইনবক্স' অনুষ্ঠানে আমার ই-মেল'এ পাঠানো পত্রের উত্তর পেয়ে ভীষণ ভীষণ খুশি হয়েছি৷ আপনাদের ওয়েবসাইট আমি নিয়মিতভাবে দেখে থাকি৷ ওয়েবসাইটে দেওয়া প্রতিবেদনগুলো এতো উন্নতমানের যা বলে বোঝানো যাবে না৷ এছাড়া ছবিঘরে দেওয়া ইস্টার-এর বিচিত্র রংবাহারী দৃষ্টিনন্দন ছবিগুলির প্রশংসা না জানিয়ে পারছি না৷ বিশ্বনাথ মণ্ডল, ওয়ার্ল্ড রেডিও ক্লাব, চক হড়হড়িয়া, ইসলামপুর, মুর্শিদাবাদ থেকে এই লম্বা ই-মেল'টি পাঠিয়েছেন৷

নতুন ফেসবুক সফটওয়্যার ওয়েভি বাজারে আসার খবর শুনলাম৷ এই প্রজন্ম পর্বে আবু সুফিয়ানের সাহসী ব্লগের কথা এবং সনজীদা খাতুনের সাক্ষাত্কার ভালো লাগল৷ মন্তব্য ভোলা থেকে শ্রোতাবন্ধু এম এইচ রনির৷

প্রায় দু'বছর আগে ডয়চে ভেলে থেকে পাঠানো সুদৃশ্য ‌‘টর্চ লাইট'-টি আজও আমাকে অন্ধকারে পথ দেখায়৷ ঘুটঘুটে অন্ধকারেও ডয়চে ভেলে আমার সাথেই থাকে৷ বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের পর, ‘‘ছবি খুঁজুন, পুরস্কার জিতুন''-এর বিজয়ীর তালিকায় নিজের নাম দেখে অদ্ভুত এক ভালোলাগা আমাকে ছুঁয়ে গেল৷ এভাবেই সুন্দর করে লিখেছেন সিরাজগঞ্জ থেকে কম্পিউটার অপারেটর শ্রোতাবন্ধু এসএম আনোয়ার কবীর৷

ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব, ঢাকা থেকে শ্রোতাবন্ধু সোহেল রানা হৃদয় লিখেছেন সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের প্রতিবাদ হিসেবে বাংলাদেশের ব্লগারদের উদ্যোগকে স্বাগত জানাই৷

শ্রোতা বন্ধু রাসেল শিকদারের মতো আমারও দাবি, ডয়চে ভেলের সকল শ্রোতবন্ধুরা মিলে বড় একটা প্রতিবাদ সমাবেশ করা উচিত৷ এছাড়াও তিনি গ্রিসের অর্থনৈতিক অবস্থা, টাইটানিক জাহাজটি উদ্ধারের ঘটনা, খ্যাতিমান শিল্পী শাম্মি আকতারের সাক্ষাৎকারসহ বিভিন্ন পরিবেশনা ভালো লাগার কথা জানিয়েছেন৷

- প্রিয় বন্ধুরা, সবাইকে মতামত ও নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য অনেক অনেক ধন্যবদ৷

নতুন বছর আমাদের বন্ধুদের সবার জন্য আনন্দের বার্তা বয়ে আনুক, সারা বছর আমাদের সঙ্গী থাকুন - এই কামনায় রইলো বাংলা বিভাগ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ