‘সরকার আছে, শাষন নেই, আছে শোষণ’ | পাঠক ভাবনা | DW | 16.01.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘সরকার আছে, শাষন নেই, আছে শোষণ’

নিরাপত্তা এবং ক্ষতিপূরণের বিষয় জানতে চায় হাইকোর্ট – এই ছিল প্রতিবেদনটির শিরোনাম৷ বাংলাদেশে দশম সংসদ নির্বাচনের পরে সংখ্যালঘু নির্যাতনের যে ঘটনা ঘটে – তা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে আমাদের ফেসবুক পাতায়৷

সংখ্যালঘু নির্যাতনের ঐ বীভৎস ঘটনায় তাঁদের ক্ষতিপূরণ ও নিরাপত্তায় কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা নিয়েই ছিল আমাদের প্রশ্ন৷ আমরা আমাদের ফেসবুক বন্ধুদের জিজ্ঞাসা করেছিলাম, বাংলাদেশের আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খানের একটি উক্তির সূত্র ধরে৷ প্রশ্ন ছিল: নূর খান ডয়চে ভেলেকে বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে বলে তাঁর মনে হয় না৷ আপনারও কি তাই মনে হয়?

অসংখ্য উত্তরের মধ্যে কয়েকটি এখানে তুলে দেয়া হলো৷ বলা বাহুল্য অনেকেই ফেসবুকে ছদ্মনাম ব্যবহার করে থাকেন, তাঁদের মন্তব্য এখানে রাখা হয়নি৷

সানিয়াত ইসমত, দুর্জয় মাহমুদ সাব্বির, মোহাম্মদ আলী রিফা, মোহাম্মদ আলমগীর এবং শেখ মোহাম্মদসহ অনেকে নূর খানের বক্তব্যের সঙ্গে একমত৷ তাঁরাও মনে করেন সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়নি৷

মনির হোসেন লিখেছেন, ‘সরকার আছে, শাষন নেই৷ তবে আছে শোষণ৷'

উজ্জ্বল দাস লিখেছেন, ‘‘ হিন্দুদের উপর হামলার বিচার চাই !''

অরূপ বিশ্বাস অনিমেষ বলছেন, ‘সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে – এটা কখনোই সম্ভব নয়৷ কারণ, সরকারদলীয় সন্ত্রাসীরাই এই কাজগুলো করে৷'

মাহমুদ মিয়াজি লিখেছেন, ‘শুধুমাত্র সংখ্যালঘু হিন্দুদের মানবাধিকার নিয়ে ভাবলে হবে? ব়্যাব-পুলিশের হত্যাকাণ্ড নিয়েও ভাবুন!'

শোয়েব আলাম লিখেছেন, ‘...আরে সরকারি দলের লোকজনই তো এই কাজ করেছে৷ তা নিরাপত্তা দেবে কেমনভাবে?'

নুরুল ইসলাম নাহিদ মনে করেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ করা আপাত দৃষ্টিতে সম্ভব নয়৷ তাঁর মতে, বাংলাদেশে আসলে কেউই নিরাপদ নয়৷ নুরুল ইসলাম নাহিদের ভাষায়, ‘যতক্ষণ রাজাকার আছে, দেশে কেউ নিরাপদ না৷'

আবুল বাশার খান মনে করেন, ‘যে আওয়ামী সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সংখ্যালঘু নির্যাতন করে, তারা সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে এ আশা যারা করে তারা হয় বোকার রাজ্যে বাস করে, নয়ত...৷'

সংকলন: দেবারতি গুহ

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন