সরকার করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে ব্যস্ত | পাঠক ভাবনা | DW | 13.04.2020
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সরকার করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে ব্যস্ত

সরকার করোনা নিয়ন্ত্রণ না করে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে ব্যস্ত৷ মন্তব্যটি একজন পাঠকের৷ বাংলাদেশে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর হিসেব নিয়ে পাঠকদের মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

ডয়চে ভেলের পাঠক মোহাম্মদ রুবেল হাসান লিখেছেন,  ‘‘যেখানে সবাই বলছে করোনা থেকে পরিত্রাণের একটাই উপায় আর সেটা হচ্ছে পরীক্ষা, পরীক্ষা এবং পরীক্ষা৷ আসলে আমাদের সরকারের মন্তব্যই শুরু হয় অস্বীকারের মনোভাব নিয়ে, সেখানে সত্যটা সাধারণ মানুষ জানবে কিভাবে? ''

কিন্তু পাঠক রুবেল হাসানের সাথে একমত নন পাঠক আরিফ আহমেদ ৷ তিনি মনে করেন কিছু মিডিয়া বাংলাদেশে করোনা আক্রান্ত ও করোনায় মৃত্যুর হিসেব নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে৷

এদিকে পাঠক সুজায়েত শামীম সুমন বাংলাদেশের বেশকিছু পত্রিকা ও এবং টিভি চ্যানেলের নাম উল্লেখ করেছেন, যেসব মিডিয়া গত একমাসে করোনায় মৃত্যুর নানা ঘটনার নিউজ করেছে৷ আর সেকারণেই সুমনের কাছে  হয়তো খবরগুলো  বিভ্রান্তিকর  মনে হয়নি ৷

বাংলাদেশে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে অনেকের৷ মৃত্যুর আগে এদের কারো করোনা টেস্ট করা হয়নি৷ স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম জানিয়েছে, চলতি বছরের মার্চ মাসে  শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১১ হাজার ৯৩০ জন, যা ২০১৯ সালে ছিল ৮২০ জন, ২০১৮ সালে এক হাজার ১০ জন এবং ২০১৭ সালে ছিল ১৪১ জন৷ এ প্রসঙ্গে  পাঠক গোলাম রব্বানির মন্তব্য, ‘‘সারাবিশ্বে চলছে করোনায় লাশের মিছিল, আর বাংলাদেশে চলছে জ্বর আর সর্দি কাশিতে মৃত্যু মিছিল৷ আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হিসেব  বিশ্বাস করি না৷''

‘‘এই দেশে সব কিছুতেই পলিটিক্স৷ সরকার করোনা নিয়ন্ত্রণ না করে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে ব্যস্ত৷'' ফেসবুক পাতায় এই মন্তব্য যুবায়ের হোসেনের৷

আর পাঠক মিথিলা মনি এবং  তামিম অবশ্য করোনা ভাইরাস মোকাবেলায় সরকাররের নেয়া পদক্ষেপগুলোর  খুবই প্রশংসা করেছে৷

তবে মিনহাজ চৌধুরীর মতে বেশিরভাগ মানুষ নাকি করোনা আতঙ্কে মারা যাচ্ছে৷ সামান্য সর্দি কাশিতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে৷ পাঠক রিপনের ধারণাও তাই৷

এই মুহূর্তে সব খবরে কান না দিয়ে সকলে একত্রিত হয়ে করোনা পরিস্থিতি থেকে বের হয়ে আসার পরামর্শ ডয়চে ভেলের পাঠক আফসার উদ্দিনের৷ পাঠক ইয়াসমিন খানও  আফসার উদ্দিনের সাথে একমত পোষণ করেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: খালেদ মুহিউদ্দীন

নির্বাচিত প্রতিবেদন