‘সরকারের বানানো নির্বাচন কমিশন আর কী করবে'? | পাঠক ভাবনা | DW | 16.01.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘সরকারের বানানো নির্বাচন কমিশন আর কী করবে'?

জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল দেয়ার অভিযোগ পেয়েছে বলে দাবি টিআইবির৷ এ সম্পর্কে পাঠকদের প্রতিক্রিয়া উঠে এসেছে ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

ভোটের অনিয়মের সাথে নির্বাচন কমিশনই জড়িত বলে মনে করেন পাঠক রবিন হোসেন৷ আর বিপ্লব তালুকদারের মতে  টিআইবি সঠিক প্রতিবেদনই প্রকাশ করেছে৷

তবে পাঠক রাজু কিন্তু নির্বাচনের পুরো প্রক্রিয়া নিয়ে খুবই হতাশ, তিনি শুধু লিখেছেন, ‘‘ আরো পাঁচ বছর অপেক্ষা করতে হবে'' আর  রোকনুজ্জামানও তাই মনে করেন৷ তাঁর মন্তব্য ‘‘সরকারের বানানো নির্বাচন কমিশন আর কী করবে৷''

অন্যদিকে  সাজ্জাদ হোসেন দুঃখ করে লিখেছেন ‘‘ ড. বদিউল আলম মজুমদারের প্রতিষ্ঠান সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে কোনো গঠনমূলক প্রতিবেদন দেয় নাই, যা তাদের কাছে প্রত্যাশা ছিল!''

পাঠক ওবায়দুর রহমান কিন্তু সাজ্জাদ হোসেনের মন্তব্যকে  ‘‘১০০% সঠিক'' বলে সমর্থন করেছেন৷

যদিও পাঠক আতাউর রহমান বেশ আতঙ্কিত হয়ে ডয়চে ভেলের ফেসবুক পাতায় প্রশ্ন রেখেছেন,  ‘‘তাহলে কি মিথ্যা সত্য হিসেবে প্রতিষ্ঠিত থেকে যাবে ?'' রাসেল দিদার সোজাসুজিই প্রশ্নটির উত্তরে জানিয়েছেন, ‘‘কিছুই করার নাই, এটা ছিল তাদের মাস্টার প্ল্যান৷''

সবশেষে ডয়চে ভেলের পাঠক রহিম শাহ নির্বাচন বিষয়ক তথ্য প্রকাশ করার জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ দিয়েছেন৷ সেইসাথে অনুরোধ এবং আশা করেছেন,‘‘ডয়চে ভেলের মতো সংবাদমাধ্যম সবসময় সত্য খবরটি  জানানোর মধ্য দিয়ে  বাংলাদেশের জনগণের জন্য পরিবর্তন আনতে পারে৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন