সাকিবকে ফেসবুকে  ‘লাভ' আর ‘লাইক' দিয়ে অভিনন্দন | পাঠক ভাবনা | DW | 25.06.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সাকিবকে ফেসবুকে  ‘লাভ' আর ‘লাইক' দিয়ে অভিনন্দন

আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সাকিবের৷ অভিনন্দন সাকিব ! দুর্দান্ত খেলা দেখে সাকিবকে নানাভাবে অভিনন্দন জানিয়েছেন ডয়চে ভেলের বাংলার ফেসবুক পাতার অনেক পাঠক৷

পাঠক মজিবুর রহমান ফেসবুকে  দু'দুটো লাভ দিয়ে সাকিবকে অভিনন্দন জানিয়েছেন৷ আবুল হোসেন , নজরুল ইসলাম সম্রাটসহ অনেকেই  লাইক দিয়ে অভিনন্দন জানিয়েছেন৷

‘সাকিবের মতো একজন কিংবদন্তীকে  নিয়ে আমরা গর্বিত'- মন্তব্য শফিক আহমেদ ভুইয়ার৷

ফাদার অফ অল-অলরাউন্ডার –শান্ত ইসলাম৷

সাকিবকে অভিনন্দন জানিয়েছেন মাসুদ রানা৷ তিনি  লিখেছেন ,‘আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সাকিবের'৷

 ‘‘সাকিব আল হাসান গত ১০ বছর ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে অনেক দিয়েছে৷ ও কখনোই নিজের জন্য না, দেশের জন্য খেলেছে৷ তা না হলে ওয়ানডে ও টেস্ট উভয় ফর্মেটে ওর আরও ১০-১৫টা করে সেঞ্চুরি থাকতো ! অথচ এই সোনার ছেলেটিকে এই দেশের অনেকে কত গালিগালাজ ও অসভ্য কথা-বার্তায় তুচ্ছ-তাচ্ছিল্য করেছে৷ সব সময় আমার দোয়া থাকবে সাকিব সহ বাংলাদেশের জাতীয় দল ও জাতীয় দলের বাইরের সবক্রিকেটারের প্রতি৷সব খেলাধুলার খেলোয়াড়রা দেশের মুখ উজ্জ্বল করুক''

এই মন্তব্য ডয়চে ভেলের পাঠক মঈন আহমেদের৷

 ‘গ্রেটরা সঠিক সময়ে জ্বলে উঠে'- গতকালের খেলা দেখার পর সাকিবকে নিয়ে ফেসবুক পাতায় নজরক আলীর এই মন্তব্য৷

আর পাঠক সুদীপ মুখার্জি খুব গর্ব করে লিখেছেন, ‘‘আর বেশিদিন নেই, বাংলাদেশ ক্রিকেট বিশ্ব কাপ জিতবে নিশ্চয়৷''

আর তানজিল আহমেদের মতে সাকিব কিন্তু প্রত্যাশার চেয়েও বেশি করছে৷

তবে পাঠক সুমন পালের মতে সাকিবের আইপিএল-এ খেলা উচিত নয় কারণ তারা সাকিবকে কোনো সুযোগ দিবেনা৷ আর সেটা সাকিবকে বুঝতে হবে৷ 

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: খালেদ মুহিউদ্দীন

নির্বাচিত প্রতিবেদন