সাগর, রুনি হত্যার বিচার চাই | পাঠক ভাবনা | DW | 14.02.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সাগর, রুনি হত্যার বিচার চাই

দু’জন তরুণ সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে যে রকম নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই৷

অবিলম্বে প্রকৃত খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সরকারের কাছে দাবি জানাই৷ লিখেছেন অভিনেত্রী এবং সংসদ সদস্য সারাহ কবরী৷

সাংবাদিক সাগর সরোয়ার ও তার স্ত্রী মেহেরুন রুনির মর্মান্তিক মৃত্যুতে আমরা মর্মাহত, শোকাহত৷ আমাদের বাকশক্তি রুদ্ধ হয়ে গেছে৷ এ ধরণের মর্মান্তিক ও পৈশাচিক ঘটনা যেন আর না ঘটে৷ ডয়েচে ভেলে শ্রোতা সংঘ ও কচুয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানাই৷ লিখেছেন শ্রোতাবন্ধু তুষার রায় রনি৷

সাগর সারোয়ার ও তার স্ত্রীর অকাল মৃত্যুর সংবাদ শুনে আমরা খুবই খুবই ব্যথিত ও হতবাক হলাম৷ কী ছিল তাদের অপরাধ যার জন্য হারাতে হল তাদের ফুলের মত নিষ্পাপ প্রাণকে৷ স্বাধীন দেশে আমরা আর কত শান্তিপ্রিয় মানুষের জীবন হারাবো৷ তাই তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি৷ সজল রঞ্জন ঘোষ৷

সাগর সরোয়ার এবং তার স্ত্রী হত্যার সাথে জড়িতদের কঠিন শাস্তি আশা করেন আনন্দ দেবনাথ, ঘোষনগর, তালা, সাতক্ষীরা থেকে৷

সাগর-রুনি দম্পতির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই৷ হত্যাকারীদের দূষ্টান্তমূলক শাস্তি দাবি করি৷ মুকুল সরদার, তিলডাংগা, দাকোপ, খুলনা থেকে৷

সাগর সারোয়ার ও মেহেরুন রুনির মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীর শোকাহত৷ খালিদ হাসান, ইয়াং স্টার রেডিও ক্লাব, কুষ্টিয়া৷

সাগর সারোয়ার ও তার স্ত্রীর অকাল মৃত্যু নিয়ে বিস্তারিত সাক্ষাত্কার ভিত্তিক সংবাদ শুনে আমরা খুবই মানসিকভাবে ভেঙে পড়েছি৷ ...আমাদের কানে এখনও সবুজ পৃথিবী পর্বে তাঁর গলার স্বর যেন শুনতে পাচ্ছি অথচ তিনি এই জগতে আর নেই৷ আমরা হতবিহ্বল, বাকশক্তিহীন হয়ে যাচ্ছি এটা ভেবে দেশে এটা কি ঘটছে ? এভাবে মানুষের জীবন নিয়ে আর কত রক্তখেলা চলবে ? আমরা তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি৷ ডা.বিকাশ রঞ্জন, খুলনা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক৷