সাগর সরওয়ার আর নেই | পাঠক ভাবনা | DW | 13.02.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সাগর সরওয়ার আর নেই

সকালে এক সহকর্মীর ফোনে ঘুম ভাঙে৷ তিনি জানান, টিভি স্ক্রলে দেখাচ্ছে- সাগর সরওয়ার সস্ত্রীক খুন হয়েছেন৷ এক লাফে ঘুম থেকে ওঠে টিভি অন করি৷

ভাবতে ভীষণ কষ্ট হচ্ছে, আমাদের প্রিয় সাগর ভাই আর নেই৷ জল্লাদের হাতে এভাবে তো তার প্রাণ যাবার কথা নয়৷ তবে কেন এ নৃশংসতা? এর কোন উত্তর জানা নেই৷ বুকের ভিতরে ঠিকই মর্মজ্বালা হচ্ছিল৷ বুঝলাম, প্রিয়জন হারানোর ব্যথাটাই বুকে বাজছে৷ অনেক কিছু লিখতে চাইলাম৷ কিন্তু রক্তাক্ত সাগর ভাইয়ের চেহারাটা বার বার সবকিছু ওলট-পালট করে দেয়৷ এমন পৈশাচিক ঘটনার নিন্দা জানিয়ে কোন সান্ত্বনা খুঁজতে চাই না৷ বর্বর এ হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই৷ আশরাফুল ইসলাম, জেলা প্রেসক্লাব, গৌরাঙ্গ বাজার মোড়, কিশোরগঞ্জ৷

সাগর সরওয়ার ও রুনির হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার চাই৷ শাহ নাজমুল পলাশ, গাইবান্ধা৷

আমাদের প্রিয় ভাই/বন্ধু সাগর সারওয়ার এবং তার সহধর্মিনী রুনি আপার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত৷ সন্ত্রাসীদের বর্বর-নৃশংস-নারকীয় এ হত্যাকাণ্ডের শিকার হয়ে এতো তাড়াতাড়ি এ পৃথিবী থেকে বিদায় নেবে প্রস্ফুটিত দুটি ফুল তা আমরা ভাবতেই পারিনা৷

২০১০ সালে ঢাকাস্থ ধানমন্ডীর জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সাগর সারওয়ারের সরব উপস্থিতি আর দুর্দান্ত উপস্থাপনায় আমরা মোহিত হয়েছিলাম৷ ডয়চে ভেলেতে কাজ করার সময় তার সরব উপস্থিতি আমরা বেতার শুনে বুঝতাম তিনি কত ভাল মানুষ৷ যে মানুষ এত ভাল কাজ করে জানিনা কেন সন্ত্রাসীরা তার মতো মানুষকে হত্যা করার সাহস দেখালো৷ আমরা সবাই শোকাহত-মর্মাহত৷ শোক সন্তপ্ত পরিবারের প্রতি রইলো আমাদের গভীর সহমর্মিতা-সমবেদনা৷ রওশন আরা লাবনী, সোহেল রানা হৃদয়, রওশন মুরাদ মুগ্ধ সহ ক্লাবের সকল সদস্য৷ ফ্রেন্ডস সার্কেল এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফসিএবি), ভিউয়ার, আই জি এস এন্ড সি, ঢাকা সেনানিবাস, ঢাকা৷

জার্মান বেতার তরঙ্গের সাবেক কর্মী সাগর সরওয়ার ও তার স্ত্রী মেহেরুন রুনির মর্মান্তিক মৃত্যু সংবাদে আমি গভীর ভাবে শোকাভিভূত৷ ডয়েচে ভেলেতে সাগর সরওয়ার এর উপস্থাপনায় অনেক অনুষ্ঠান শুনেছি৷ বিশেষ করে পরিবেশ বিষয়ক অনুষ্ঠানগুলিতে যে সাক্ষাৎকার প্রচার করা হতো সেগুলি ছিল আকর্ষণীয়৷ আমি তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি৷ এ মর্মান্তিক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি৷ মুনির আহম্মদ, ২০ মুন্সী পাড়া ৩য় লেন (৩য় তলা) খুলনা৷

সাগর ভাই ও তাঁর স্ত্রীর মৃত্যুতে আমরা গভীর শোকাহত৷ সাগর ভাই খুবই শ্রোতাপ্রিয় ছিলেন৷ সাগরভাই ও তাঁর স্ত্রীর মৃত্যুতে বাংলাদেশ নিষ্ঠাবান দু'জন সাংবাদিক হারালেন যা অপূরণীয় এক ক্ষতি৷ আমরা ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি৷ হত্যাকারীদের উপযুক্ত বিচার চাই৷ আবদুর রাজ্জাক, ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাব, নিমাইদিঘী, ছাতিনগ্রাম, বগুড়া৷

সাগর ও রুনির মর্মান্তিক মৃত্যুর খবর শুনে গভীর শোকাহত৷ টেলিফোনে জানালেন শ্রোতাবন্ধু, হায়দার মাষ্টার৷ মনির হোসেন, মাষ্টার তুহিন মনির হোসেন৷ গোলাম সারোয়ার৷

মানুষ দিনদিন এতো নিষ্ঠুর হচ্ছে কেন ? ঐসব জঘন্য হত্যাকারী তথা নরকের কীটগুলো এই পৃথিবীতে কেন আসে ? সাগর ও রুনির আত্মা শান্তি পাক কামনা করি৷ সৈয়দ মো. মুসা৷

মনটা খুব খারাপ৷ যে সাগর ভাইয়ের লেখা ডয়চে ভেলের ওয়েব সাইটে নিয়মিত পড়তাম এবং কন্ঠ নিয়মিত শুনতাম, গতকাল সেই সাগর ভাই এবং তার স্ত্রীর মর্মান্তিক হত্যাকাণ্ডের খবরও পড়তে হলো ডয়চে ভেলের এই ওয়েবসাইটে এবং শুনতে হলো রেডিওতে৷ পৃথিবীর ভালো মানুষগুলোর সাথেই কেন এমন হয়? আক্ষেপ করে বলতে ইচ্ছা করে, কেন আরো কিছু দিন ডয়চে ভেলেতে থেকে গেলে না সাগর ভাই৷ তাহলে হয়তো আমদের তোমাকে এত দ্রুত এই ভাবে হারাতে হতোনা৷ হয়তো এটাই নিয়তির লিখন ছিল৷ আমরা সেইদিনের অপেক্ষায় থাকবো, যেদিন ডয়চে ভেলের ওয়েব সাইটে দেখব সাগর ভাই এবং তার স্ত্রীর হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে৷ আমাদের এই সোনার বাংলায় আমরা কি তা দেখতে পারবো? মাহফুজ, ঝাকুনীপাড়া, কুমিল্লা৷

১১ তারিখ সকালে ঘুম থেকে উঠে টেলিভিশনে দেখলাম শুক্রবার রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হয়েছেন ডয়চে ভেলে বাংলা বিভাগের সাবেক সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি! খবরটি দেখে এবং শুনে নিজের চোখ এবং কানকে কোন মতেই বিশ্বাস করাতে পারছিলামনা যে আমি কি আমার চোখে ঠিকমত দেখতে পারছি এবং কানে ভালোভাবে শুনতে পারছি? সাথে সাথে একের পর এক টিভি চ্যানেলে রিমোট দিয়ে পরিবর্তন করতে লাগলাম৷ এবং শেষ পর্যন্ত আমার চোখের দেখা এবং কানে শোনার কাছে যুদ্ধে বিদ্ধস্ত এবং পরাজিত সৈনিকের মত আত্নসমর্পণ করতে হলো যে আসলে ঘটনাটি সত্যি৷ কোন মতেই মেনে নিতে এবং মনকে বুঝাতে পারছিলামনা যে আমাদের ডয়চে ভেলে বাংলা বিভাগের সাবেক সম্পাদক সাগর সরোয়ার আর জীবিত নেই! কখন যে মনের অজান্তে দু'চোখ বেয়ে পানি পরতে লাগলো বুঝতেই পারিনি৷

বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, ওয়েবসাইট এবং ব্লগে জানতে পারলাম গোয়েন্দাদের ধারণা, এ হত্যা পরিকল্পিত, খুনিরা পূর্ব পরিচিত৷ ...

২০০৮ সালের জুন মাসে ডয়চে ভেলেতে কাজ করতে সাগর সারওয়ার জার্মানিতে এসেছিলেন কয়েক বছর রেডিওতে কাজ করার পর গত বছরের শুরুতে দেশে ফিরে মাছরাঙায় যোগ দেন ৩৬ বছর বয়সি সাগর সারোয়ার৷ এর আগে সংবাদ দৈনিক যুগান্তর ও ইত্তেফাকেও কাজ করেছেন তিনি৷ আর এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার রুনি এর আগে সংবাদ, যুগান্তর ও চ্যানেল আইতেও কাজ করেছেন৷

সাগর সরোয়ার ও তাঁর স্ত্রী রুনির হত্যাকাণ্ডের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি৷ আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত খুঁজে বের করাসহ উপযুক্ত শাস্তি কামনা করছি৷ দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, সাউথ এশিয়া রেডিও ক্লাব, সেকশন- ৭, রোড- ২, মিরপুর, ঢাকা৷

ডয়চে ভেলের সাবেক সম্পাদক নিহত হওয়ায় আমরা গভীর ভাবে শোকাহত৷ মো. সুলতান আলী, বি-কোম্পানি, দক্ষিণ বিভাগ, পিওএম পুলিশলাইন, মিরপুর-১৪, ঢাকা৷

সাগর সরওয়ার এবং মেহেরুন রুনীর হত্যার খবর আমাকে খুবই কষ্ট দিয়েছে৷ আমি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি৷ বকতিয়ার, রাজশাহী৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক