সুবোধের পালানো নিয়ে পাঠকদের ভাবনা | পাঠক ভাবনা | DW | 25.10.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সুবোধের পালানো নিয়ে পাঠকদের ভাবনা

ঢাকার দেয়ালে খাঁচাবন্দি সূর্য হাতে পালিয়ে বেড়ানো গ্রাফিতি ‘সুবোধ'কে  নিয়ে তৈরি ছবিঘরটি দেখে পাঠকদের নানা মজার মন্তব্য উঠে এসেছে ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷ 

কে এই ‘সুবোধ'?  আর কেনই বা সে পালাচ্ছে? ঢাকার আগারগাঁও-মহাখালী লিংক রোডে পুরনো বিমানবন্দরের দেয়ালের চিত্রটি সম্পর্কে পাঠক সালেক মাহমুদ লিখেছেন, ‘‘সুবোধের বোধোদয় হয়েছে৷ সে এখন দেওয়ালে লেখা ছেড়ে দিয়েছে৷ তাঁর প্রশ্ন ছিল HOBEKI ? হ্যাঁ, হয়েছে৷ সে ভালো হয়েছে, আর চিন্তা নেই৷''

তবে কবির আকবর পলাশের অবশ্য একটু ভিন্ন মত, তার মতে, সুবোধের মতো মানুষরা নাকি পরের খায় আর রাষ্ট্রের বদনাম করে৷

আর সুবোধ পালানোর গ্রাফিতিটি দেখে পাঠক জাফরুল আহমেদের মনে হচ্ছে, সেটা পলিটিকাল পোস্টারের চেয়ে অনেক ভালো৷

তবে সুকান্ত বড়ুয়ার ধারণা, দেশ থেকে এখন নাকি ‘সব সুবোধ' পালিয়ে গেছে৷ তাঁর মতে, বাংলাদেশ এখন কাঠমোল্লাদের দখলে৷

আর ঢাকার দেয়ালে খাঁচাবন্দি সূর্য হাতে পালিয়ে বেড়ানো গ্রাফিতি ‘সুবোধ'কে  নিয়ে তৈরি ছবিঘরটি দেখে পাঠক আলী মোস্তফা তো রীতিমতো উত্তেজিত৷ তিনি এই গ্রাফিতির সুবোধ সম্পর্কে আরো বেশি জানতে চান৷ ডয়চে ভেলের ফেসবুক পাতায় তাঁর মন্তব্য,  ‘‘ কে এই সুবোধ? কারা এঁকেছে? নিউজ পড়ে তো রহস্য আরও বেড়ে গেল৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

 

নির্বাচিত প্রতিবেদন