‘সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, শিশুরা যেন নিরাপদ থাকে' | পাঠক ভাবনা | DW | 10.07.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, শিশুরা যেন নিরাপদ থাকে'

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোর ফুটবলারদের নিয়ে ডয়চে ভেলের পাঠকদের অনেকেই বেশ চিন্তিত৷ যারা এখনো গুহায় আটকে আছে তাদের সম্পর্কে সর্বশেষ খবর জানতে আগ্রহীরা সেই চিন্তার কথাই জানিয়েছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

ইমাম হোসেন রাব্বি'র মতে, প্রথমবার শিশুদের উদ্ধার করার কাজটিই বেশি কঠিন ছিল৷ এখন তুলনামূলকভাবে সহজ, কাজেই বাকিদেরও গুহা থেকে বের করে আনা সম্ভব হবে বলে তিনি মনে করেন৷

পুরনো বন্ধু পাঠক হাফিজুর রহমান এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে ডয়চে ভেলে থেকে আপডেট খবর পেতে আগ্রহী৷

আর পাঠক  টুডু'র মতে, ‘‘উদ্ধারকারী দলের লোকেরা যদি তাদের ঠিকমতো সহযোগিতাকরে তাহলে শিশুরা অবশ্যই ফিরতে পারবে৷''

হানিফুর রহমান আশা করছেন আটকে পড়া সকলেই ফিরে আসবে৷ তবে তিনি মনে করেন, প্রতিটি শিশুকে অক্সিজেন ট্যাংক কাঁধে নিয়ে প্রশিক্ষণ দিলে শিশুদের ফিরে আসা সহজ হতো৷ 

মোহাম্মদ আরিফুর রহমান লিখেছেন, ‘‘কোচসহ তারা যেন সবাই সুস্থভাবে গুহা থেকে বের হতে পারে, তাই মনে প্রাণে আশা করছি৷''

পাঠক আলী হোসেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন আটকে পড়া শিশুরা যেন নিরাপদ থাকে৷

এদিকে মোহাম্মদ নয়ন বলছেন, ‘‘অসম্ভব বলে কিছু নেই , এরকম পরিস্থিতিতে শুধু ধৈর্যশীল হতে হয়৷''

ডয়চে ভেলের ফেসবুক বন্ধু মিল্টন শিপলু হালদার, আখন এবং  জহুরুল আলমও আশাবাদী যে ২৩ জুন থাইল্যান্ডের গুহায় আটকে পড়া বাকি কিশোর ফুটবলার ও কোচ ভালোভাবেই গুহা থেকে ফিরে আসবে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী