সেবিট মেলা সম্পর্কে জানলাম | পাঠক ভাবনা | DW | 07.03.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সেবিট মেলা সম্পর্কে জানলাম

ডয়চে ভেলে থেকে প্রচারিত অনুষ্ঠান ইন্টারনেটে নিয়মিত শুনছি এবং উপভোগ করছি৷ আকর্ষণীয় ওয়েবসাইটও দেখছি নিয়মিত৷ এভাবেই লিখেছেন দৌলতপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শ্রোতাবন্ধু রতন কুমার পাল৷

ডয়চে ভেলের ওয়েবসাইটে পাকিস্তানের পথ শিশুদের ছবিগুলো দেখলাম, যা বাংলাদেশের ঢাকা বা অন্য বড় শহরগুলোতেও দেখা যায়৷ আজ সকালেও অনুষ্ঠান শুনলাম৷ কিন্তু মতামত পাঠাতে চাইনা কারণ ওয়েবসাইট বা অনুষ্ঠানে উত্তর পাইনা৷ তবে একেবারে যে পাইনা তাও নয়৷ বিধান চন্দ্র টিকাদার, ভয়েস অব জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ থেকে লিখেছেন৷

হানিফ শাহ, ঈদগাহ, সিলেট থেকে লিখেছেন আপনার এসএমএস পড়া হয়না কেন? এসএমএস পড়লে আপনি নিশ্চন্ত হবেন লিখেছেন৷

গতকাল সকালের অনুষ্ঠানে হ্যানোভার সেবিট মেলার দ্বার উন্মোচন সম্পর্কিত প্রতিবেদনটি থেকে মেলার খবর জানলাম৷ লিখেছেন বিকাশ ভট্টাচার্য, জলিরপাড়, গোপালগঞ্জ থেকে৷

আজ সকালের অনুষ্ঠান খুলনা বেতার থেকে খুব স্পষ্ট ভাবে শুনলাম৷ মোনালিসা পর্বে জাহানারা কামালের সাক্ষাৎকার এবং বার্সার প্লেয়ারদের বল পাস করার সুদক্ষ কৌশল সম্পর্কে জেনে খুব ভালো লাগলো৷ এতো সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ মো. রাসেল সিকদার, জ্ঞান বিকাশ কেন্দ্র রেড়িও ক্লাব, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর৷

আমরা ক্লাবের উদ্যোগে সাগর সরওয়ার ও রুনির আত্মার শান্তি ও কল্যাণের জন্য এক মিলাদের আয়োজন করেছিলাম গতকাল৷ সেখানে ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন৷ মিলাদ শুরুর আগে এক মিনিট নিরবতা পালন করা হয়৷ আমরা তাঁদের হত্যাকারীদের শাস্তি চাই৷ আবদুর রাজ্জাক, সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাব, নিমাইদিঘী, ছাতিনগ্রাম, বগুড়া৷

রাশিয়ার সদ্য সমাপ্ত নির্বাচনের খবর নিয়মিত প্রচার করার জন্য ধন্যবাদ দিয়েছেন গোপালগঞ্জ থেকে শ্রোতাবন্ধু ফয়সাল আহমেদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ