সৌদি আরবে বাংলাদেশের গৃহকর্মী নির্যাতন, নিন্দা | পাঠক ভাবনা | DW | 29.08.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

মতামত

সৌদি আরবে বাংলাদেশের গৃহকর্মী নির্যাতন, নিন্দা

সৌদি আরবে বাংলাদেশি গৃহকর্মীকে প্রতিদিন ছ্যাঁকা দিয়ে নির্যাতনের কথা জেনে অনেক পাঠক সৌদিদের প্রতি নানা ক্ষোভ ও তাদের বিচারের দাবি জানিয়েছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

‘‘আমি সৌদি আরবে থেকে দেখেছি, এরা যে কী অমানুষ সে কথা ভাষায় বলে বোঝানো যাবে না৷ তারা এতটাই নারীলোভী কী বলবো, যা লিখতেও লজ্জা লাগে৷ আমরা যেভাবে ধর্মকে বা নবীকে দেখি, তারা সেভাবে দেখে না৷''  সৌদি আরবে বাংলাদেশি গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের খবর জেনে এই মন্তব্যটি করেছেন পাঠক এজাজ মাহমুদ৷

আর ফেসবুক বন্ধু রনি পাটোয়ারী এরকম  নির্যাতিতদের সাহায্য করার আহ্বান জানিয়ে লিখেছেন, ‘‘আসুন সারা বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রগুলো সৌদি সরকারের বিরুদ্ধে জেগে উঠি, রক্ষা করি মুসলিম নির্যাতিত ভাই ও বোনদেরকে৷ জঙ্গি তৈরি করার হাতিয়ার সৌদি সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করি, কারণ, তাদের মতো মুসলিমদের কারণে আজ ইসলামের বদনাম হচ্ছে৷''

মো.আবুল হাসান বলছেন, ‘‘আরবরা মুসলমান ভাইদের মিসকিন বলে খোটা দেয়, নানাভাবে নির্যাতন করে৷''

তবে পাঠক নাহিদ মনে করেন, শুধু সৌদি না , আরব দেশের মানুষগুলোই নাকি এমন৷ তিনি বলছেন, ‘‘এরা নামে শুধু মুসলিম, কিন্তু এদের ব্যবহার এবং কাজকর্ম  ইহুদিদের চেয়েও খারাপ৷''

ডয়চে ভেলের ফেসবুক পাতায় পাঠক রবিনহুড চৌধুরীর দাবি ‘‘সৌদি আরবের মানুষদের এরকম অসভ্য, নোংরা, বর্বর আচরণের বিচার চাওয়া উচিত আন্তর্জাতিক মহলে৷'' 

বিমান কর্মকার লিখেছেন, সমাজবিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী চরাঞ্চল ও মরু অঞ্চলের লোকরা সৃষ্টিশীল কাজ ও শিল্পবিমুখ হয়৷ তাই তাদের মধ্যে মায়া-দয়া কম হয়, অনেক অসভ্য হয়৷ এবং হিংস্রতাও তাদের বেশি৷ মরুর কীট এরা৷ অথচ  অন্যদিকে এরাই আবার বলে,  নারীকে দেওয়া হয়েছে সর্বোচ্চ সম্মান৷ আসলে যে যত ধার্মিক, সে তত অত্যাচারী৷ মরুবাসীর ক্ষেত্রে এটা ১০০% সত্য, কারণ, তাদের কাছে নারী ভোগের পণ্য৷

‘‘সৌদিরা মানুষ নামের কলংক৷ দেখতে মানুষের চেহারা হলেও আদতে তারা জানোয়ার-'' ডয়চে ভেলের ফেসবুক পাতায় এই মন্তব্য পাঠক আনন্দ দাসের৷ প্রায় একই মত সুমন হোসেন, মির্জা শাহজাহান ও দেওয়ান কিবরিয়ার৷

তবে এত লেখালেখির পর‌ও কেন বাংলাদেশিরা সৌদি আরবে দেশে যায়, তা বুঝতে পারছেন না পাঠক  সাহাবুদ্দিন খান৷

‘‘সৌদিরা তো নিজেদের শ্রেষ্ঠ জাতি মনে করে! এত নিষ্ঠুর কাজ কিভাবে করে! কুলাঙ্গার৷'' সৌদি আরবে গৃহকর্মী নির্যাতনের খবর পড়ে এই মন্তব্য ডয়চে ভেলের পাঠক রবিন রায়ের৷

সৌদি আরবে বাংলাদেশিগৃহকর্মীদের নির্যাতনের করুণ কাহিনীর কথা জেনে খান সাঈদ শুধু একটি কথাই লিখেছেন,‘‘ ওরা কি মানুষ?  ছিঃ !''

বাংলাদেশ সরকারের প্রতি যেন কিছুট বিরক্ত তানজির আহমেদ৷ তাঁর প্রশ্ন, ‘‘এরকম পরিস্থিতিতে সরকার কী করে! ''

অন্যদিকে পাঠক ওয়াহেদুজ্জামান খান মনে করেন, শরিয়া প্রধান দেশে নারীকর্মী পাঠানো বন্ধ করা উচিত৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন