স্মার্ট ফোনের মাধ্যমে চিকিৎসা | পাঠক ভাবনা | DW | 25.01.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

স্মার্ট ফোনের মাধ্যমে চিকিৎসা

রাতের অনুষ্ঠানে চীনাদের ড্র্যাগন বছর সম্পর্কে শুনলাম৷ এবং এই একই বিষয়ে ওয়েবসাইটে পড়ে আরো ভালভাবে জানতে ও বুঝতে পারলাম৷ জানলাম চীনারা ১২ বছর অন্তর অন্তর ড্র্যাগন বছর পালন করে৷ বিষয়টি বেশ মজার৷

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি সাগরদাঁড়িতে৷ কবির ১৮৮ তম জন্মদিন উপলক্ষে এখানে মধুমেলার আয়োজন করা হয়েছে৷ যেহেতু কবির জন্মদিন ২৫ জানুয়ারি কিন্তু সামনে ছেলে মেয়েদের এসএসসি পরীক্ষা থাকার কারণে গত ২১ জানুয়ারি হতে এই মেলার আয়োজন করা হয়েছে৷ আমিও সেখানে গিয়েছি৷ প্রতিদিন মঞ্চানুষ্ঠানে উপস্থিত থাকছেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ৷ এই মেলায় দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন দর্শক উপস্থিত হচ্ছেন৷ সব মিলে এখানে প্রচুর ভিড়৷ আমি ডয়েচে ভেলের সাথে থাকছি সকাল এবং রাত ৮ টায়৷ আর ওয়েবসাইটে প্রায় সারা দিনই ক্লিক করছি আমার ছোট্ট মোবাইল ফোনে৷ আর হ্যাঁ, আমি ডয়েচে ভেলেকে একটা প্রস্তাব দিয়েছিলাম যে এই মহাকবির জীবনী নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে৷ এবং সেটা হবে বলে আপনারা ইনবক্সে আলোচনা করেছিলেন৷ এই প্রতিবেনটি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আয়োজন করবেন৷ ধন্যবাদান্তে বাপি দেবনাথ, শহীদমুক্তিযোদ্ধা ডি এক্সিং ক্লাব, ঘোষনগর, তালা, সাতক্ষীরা৷

রাতের অনুষ্ঠানের সব ক'টি বিষয় ছিল মনোমুগ্ধকর ও মনরাঙানো৷ তার মধ্যে বিজ্ঞান ডটকম পর্বে কোরিয়ান বিজ্ঞানীদের নতুন স্মার্ট ফোনের গবেষণা প্রতিবেদনটি অসাধারণ লেগেছে৷ কারণ এটি সামগ্রিক গবেষণার প্রথম ধাপ বলে আমি মনে করি৷ বর্তমানে স্মার্ট ফোনের যুগে এর টাচস্ক্রিন এর মাধ্যমে চিকিৎসার সব ধরনের সুযোগ সুবিধার কথা জেনে সত্যিই অবিশ্বাস্য লাগছে৷

২৫ শে জানুয়ারী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম জয়ন্তী৷মহাকবির জন্ম জয়ন্তী উপলক্ষে তার জন্মস্থান যশোর জেলার সাগরদাড়ি গ্রামে মধুমেলার আয়োজন করা হয়েছে৷ কালজয়ী এ কবির জন্ম জয়ন্তী উপলক্ষে ডয়চে ভেলের কাছ থেকে অগ্রিম কোন বার্তা পাচ্ছিনা৷ তাই আমাদের ডয়চে ভেলের কাছে আকুল আবেদন যে মহাকবি সম্পর্কে বিষদ তথ্য যেন আমরা জানতে পারি৷ সজল রঞ্জন ঘোষ, কপিলমুনি, খুলনা থেকে৷

ভারতে চিকিৎসা ভ্রমণ নিয়ে পরিবেশনাটি ভীষণ ভালো লাগলো৷ সিরিয়ার চলমান পরিস্থিতি নিয়ে প্রতিবেদনটি খুব তথ্যপূর্ণ ছিল ৷ চীনা নববর্ষ নিয়ে পরিবেশনা গুলো খুব ভালো লেগছে৷ এসব বিষয়ে নিয়ে আরও পরিবেশনা শুনতে চাই পরিবেশনা৷ অনুরোধ গোপালগঞ্জ থেকে শ্রোতাবন্ধু ফয়সাল আহমেদের৷

ডয়েচে ভেলে থেকে প্ৰচারিত সকল পরিবেশনাই ভাল লাগে জানিয়েছেন খায়েরহাট, ৱাজশাহী নাসির উদ্দিন৷ আমাদের পাঠানো উপহারসামগ্রী হাতে পেয়েছেন সেটাও জানিয়েছেন তিনি৷

পুরানো শ্রোতা তবে অনেকদিন যোগাযোগ করতে পারেননি, লিখেছেন দাউকান্দী, রাজশাহী থেকে এনামুল হক৷ কথা দিয়েছেন এখন থেকে আবার লিখবেন৷

- তাহলে অপেক্ষায় রইলাম, আর হ্যাঁ শুধু শ্রোতাবন্ধু এনামুল হক নয়৷ সবার কাছ থেকেই আমরা পেতে চাই আমাদের অনুষ্ঠান এবং ওয়েবসাইট সম্পর্কে সুচিন্তিত মতামত৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক