হাসিনা/ ম্যার্কেলকে শুভেচ্ছা | পাঠক ভাবনা | DW | 26.10.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

হাসিনা/ ম্যার্কেলকে শুভেচ্ছা

জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে খুব ভালো লাগল৷ দুই নেত্রীকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা৷ এভাবেই ই-মেলে জানিয়েছেন খুলনা থেকে শ্রোতাবন্ধু এম এইচ স্বাধীন৷

আর বগুড়া থেকে শ্রোতাবন্ধু আবদুর রাজ্জাক লিখেছেন, শেখ হাসিনা আঙ্গেলা ম্যার্কেলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন জেনে ভালো লাগলো৷

ডয়চে ভেলের সবাইকে দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন শ্রোতাবন্ধু প্রদীপ বসাক, অজয় সরকার, সিদ্ধার্থ সরকার৷

বিজ্ঞান ডটকম পর্বে প্রযুক্তি জগতের দিকপাল, অ্যাপলের প্রাণপুরুষ স্টিভ জবসের জীবনী জানার সুযোগ হলো৷ তাঁর অনুপস্থিতিতে তাঁর উত্তরাধিকারিদের তাঁরই প্রদর্শিত পথে এগোতে হবে তবেই আরো উন্নত ও প্রসারিত হবে প্রযুক্তি দুনিয়া৷

এছাড়া হেলথলাইনে ব্যথা সারাতে উন্নত প্রযুক্তির পেসমেকার ব্যবহার বিষয়ক প্রতিবেদনে বর্তমান প্রযুক্তির অগ্রগামীতার প্রমাণ পেলাম, ভাল লাগল৷ আমাদের জ্ঞান প্রদানের মহান ব্রতে পরিচালিত ডয়চে ভেলে, তোমায় অসংখ্য ধন্যবাদ৷ সজল রঞ্জন ঘোষ, কপিলমুনি, খুলনা৷

ডয়চে ভেলের মুক্তিযুদ্ধ ভিত্তিক পরিবেশনায় কুমিল্লার মুক্তিযোদ্ধা নিঝুম এর সাক্ষাৎকার শুনলাম৷ অনুষ্ঠান শুনে মনে পড়ল সেসব ভয়াল দিনের কথা৷ মুক্তিযুদ্ধ ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান প্রচার করায় ডয়চে ভেলেকে অনেক অনেক ধন্যবাদ৷

ডয়চে ভেলে থেকে আরও জানতে পারলাম শতবর্ষে ম্যারাথন সম্পন্ন করে ভারতীয় বংশোদ্ভূত ফৌজা সিং এর রেকর্ডের বিষয়৷

মহাকাশ থেকে আচমকা কৃত্রিম উপগ্রহ পতিত হচ্ছে৷ আমার মনে হয় এতে প্রাকৃতিক বিপর্যয় বেড়ে যাবে এবং জলবায়ু দূষণ বেড়ে যাবে৷ তথ্য নির্ভর প্রতিবেদন প্রচার করায় ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ অসিত কুমার দাশ মিন্টু, ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব, চট্টগ্রাম৷

রাতের অনুষ্ঠানে হেল্থলাইন পর্বে ব্যথা নিয়ে আলোচনা শুনে খুব ভাল লাগল৷ এমন সব নিত্য নতুন পরিবেশনা ডয়েচে ভেলে প্রতিনিয়ত আয়োজন করে আমাদের জন্য প্রচার করছে৷ যার জন্য ডয়েচে ভেলেকে অসংখ্য ধন্যবাদ৷ বাপি দেবনাথ, শহীদ মুক্তিযোদ্ধা ডিএক্সিং ক্লাব, ঘোষনগর, তালা৷

২৫ অক্টোবর সকালের অনুষ্ঠান এফ এম ৯৭.৬ এ ভালো শুনলাম৷ রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্ম বার্ষিকী উপলক্ষে ধারাবাহিকে সাহাজাদপুরের কুঠিবাড়ি ও সেই সময়কার কবির অনেক স্মৃতির কথা জানলাম৷ বিধান চন্দ্র টিকাদার, জলিরপার, গোপালগঞ্জ৷

আমি ডয়চে ভেলের অনুষ্ঠান শুনি৷ আপনারা যদি সপ্তাহে একদিন জার্মানির শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি অনুষ্ঠান করেন তাহলে আমাদের মতো ছাত্রদের জন্য খুব ভালো হয়৷ আশাকরি বিষয়টি বিবেচনা করবেন৷ ওয়েবসাইটের ঠিকানা দেবেন৷ মো.আশিরুল আজাদ৷

‘বুড়ো-বুড়িদের দেখভাল নিয়ে সমস্যায় পড়েছে জার্মানি' আপনাদের এই প্রতিবেদনটি পড়ে আমার মনে একটি প্রশ্ন জেগেছে৷ উত্তর পেলে ভালো হয়৷ আধুনিক চিকিৎসা বিদ্যার কল্যাণে মানুষের আয়ু বাড়া সমাজের পক্ষে অভিশাপ না আশীর্বাদ কোনটা প্রযোজ্য হবে? যদি আশীর্বাদ হয় তাহলে সমাজ এদের বংশধরকে কি করতে বলবে আর অভিশাপ হলে এদের কি মৃত্যুর দিকে ঠেলে দেবে? মধুমিতা ব্যানার্জী, জৌগ্রাম , বর্ধমান৷

আমার এসএমএস-এর এর প্রাপ্তিস্বীকার শুনে খুবই ভালো লাগলো, ধন্যবাদ৷ দাদা ও আপুদের বলছি, আপনাদের এত মিষ্টি কণ্ঠ আমাকে খুবই আকৃষ্ট করে৷ মো. মাহফুজর রহমান(মানিক) নব্দীগঞ্জ, রংপুর৷

রেডিও শোনা হয়না কিন্তু ওয়েবসাইটে আপনাদের ফলো করি প্রতিনিয়ত৷ তাই ওয়েবসাইটে বাংলাদেশের সংবাদ আরও বেশি করে তুলে ধরলে ভীষণ খুশি হবো৷ আলী আজগর আবীদ৷

‘হলিউডে আসছে টিনটিন' সত্যি এ এক ভীষণ মন ভালো করা খবর৷ আমার মতো শিশু-কিশোরদের কাছে ভীষণ জনপ্রিয় এই অ্যাডভেঞ্চারপ্রিয় কমিক চরিত্র টিনটিন৷ জেনে খুশি হলাম -এবার টিনটিনকে হলিউডের বড় পর্দায় নিয়ে আসলেন প্রখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ৷ ওঁকে আন্তরিক অভিনন্দন৷ সৌরদীপ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ৷

মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর অভিজ্ঞতার কথা শুনলাম, খুব ভালো লাগলো৷ ধন্যবাদ কাদের সিদ্দিকী৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে চমৎকার পরিবেশনার জন্য৷ প্রদীপ বসাক, হাটশিমলা, সমূদ্রগড়, বর্ধমান৷

পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের মিডিয়া এখন কতটা এগিয়ে গেছে তা নিয়ে একটি অনুষ্ঠান করার অনুরোধ রইলো৷ সৈয়দ মো. মুসা, শাহাবাজার, হুগলী৷

‘হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়াতে পারে লবণ' কম্পিউটারের তথ্য-উপাত্ত ধারণ করার ক্ষমতা বাড়াতে বিজ্ঞানীরা সদা তৎপর৷ সিঙ্গাপুরের বিজ্ঞানীরা এই কাজে সফল হতে খুবই সাধারণ এক জিনিস ব্যবহার করেছেন৷

‘বার্লিনেও দীপাবলী, তবে অন্য মেজাজে' ভারতীয় উপমহাদেশ এখনো দীপাবলীর সাজে সাজতে শুরু করেনি৷ কিন্তু পিছিয়ে নেই বার্লিন৷ বুধবার রাতে বার্লিন মেতে উঠছে আলোর উৎসবে৷ শেষ হবে ২৩শে অক্টোবর, দীপাবলীর ঠিক আগে৷ খুব ভালো লেগেছে৷ ধন্যবাদ সুন্দর প্রতিবেদনের জন্য৷ শাহানী রমেশ, খুলনা৷

আমি এক সময় আপনাদের ওয়েবসাইটে নিয়মিত ঢুকে সংবাদ পড়তাম এবং ছবি খুঁজতাম৷ বর্তমানে আপনাদের ওয়েবসাইটে রাত ১২টার পর থেকে নতুন খবর সংযোজন করা হচ্ছে না৷ আমার অনুরোধ আগের মতো আমরা ঘুম থেকে উঠেই যেন পরের দিনের সংবাদ না পড়ে ঐ দিনেরই সংবাদ পড়তে পাড়ি৷ মোঃ রাসেল শিকদার,সভাপতি, জ্ঞান বিকাশ কেন্দ্র রেডিও ক্লাব, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর৷

আপনাদের অনুষ্ঠান আমার ভালো লাগে৷ বিশেষ করে ভালো লাগে বিজ্ঞান ডটকম৷ আল-আমিন, নারায়নগঞ্জ৷

প্রিয় ডয়চে ভেলে, বহুদিন থেকে ডয়চে ভেলের রেডিও অনুষ্ঠান শুনছি এবং ধাঁধায় অংশগ্রহণ করছি৷ কিন্তু আজ পর্যন্ত ধাঁধায় বিজয়ী হয়ে কোন পুরস্কার পাইনি৷ শর্টওয়েভে অনুষ্ঠান প্রচার বন্ধ করাটা মোটেও ভালো করেন নি৷ একটু ভেবে দেখবেন৷ মো.রূহুল আমিন, করিমনগর, বেলআমলা, জয়পুরহাট৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন