৩৪ মিলিয়ন মানুষ এইডস-এ আক্রান্ত | পাঠক ভাবনা | DW | 29.06.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

৩৪ মিলিয়ন মানুষ এইডস-এ আক্রান্ত

ডয়চে ভেলের ওয়েবসাইটের ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ পাতায় লক্ষ করলাম আফ্রিকার দেশ উগান্ডাতে দিনদিন এইডস আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে এবং সারা পৃথিবীতে আফ্রিকার দেশগুলোর অবস্থান সবার শীর্ষে৷

সারা বিশ্বে ৩৪ মিলিয়ন মানুষ এইডস-এ আক্রান্ত৷ কিন্তু মানুষকে সচেতন করার জন্য প্রচার প্রচারণা কম হচ্ছে না৷ এতকিছুর পরও নতুন করে বাড়ছে এইডস আক্রান্ত রোগীর সংখ্য৷ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অনেক লোক এইডসে আক্রান্ত হওয়ার কারণ সেখানকার পরিবেশ, পরিস্থতি৷ বাংলাদেশেও এ সংখ্যা কম নয় ৷ আমি মনে করি এইডস থেকে বাঁচতে হলে নিজেকে, পরিবারকে ও সমাজকে সচেতন করতে হবে এবং কঠোরভাবে কিছু নিয়ম মেনে চলতে হবে৷ বিশেষকরে প্রত্যেকের উচিত নিজ নিজ ধর্মীয় বিধি মেনে চলা ও অত্যন্ত সচেতনার সাথে কাজ করা৷ মারণব্যাধি এইডস’এর রোগীর সংখ্যা কমাতে এমনটাই দরকার বলে মনে করেন শ্রোতাবন্ধু খালিদ হাসান৷

স্বেচ্ছামৃত্যু নিয়ে পরিবেশিত হেল্থলাইন শুনলাম৷ সেইসব রোগী যারা আর কখনো সেরে উঠবেনা তাদের অযথা কষ্ট দেওয়া কেন? বরং তাদের মৃত্যুকে আইনী সিদ্ধতা দেওয়া হোক৷

‘মিশরে নারীর জন্য বেতার'- অনুসঙ্গে এক অসাধারণ পরিবেশনা শুনলাম, ভীষণ ভালো লাগলো৷ আশাকরি এই বেতার মিশরী নারীদের মুক্তির পথ দেখাবে৷ চৈতালী ও ডা.সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ৷

প্রযুক্তির এই যুগে বেতার এখনো সবার শীর্ষে৷ সমাজ জীবন পাতায় লক্ষ্য করলাম জার্মানির গাড়ি নির্মাতা কো. বি এম ডাবলু মিশরীয় বেতার আমানি এল টুনসিকে দিয়েছে লিডার্স অ্যাওয়ার্ড৷ মিশরে নারীর প্রতি মনোভাব বদলাতে আমানি এল টুনসি নামে একটি বেতার চালু হয়েছে৷ এই প্রতিবেদনে বলা হয়েছে নারী দ্বিতীয় শ্রেণীর নাগরিক কিনা৷ প্রতিবেদনটি পড়ে মনে হল সেখানে নারীদের আবস্থান অনেক নীচে৷ আরো জানলাম এই বেতার নারীর প্রতি মনোভাব পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে এবং এই বেতারের সবাই নারী অর্থাত্‍ নারীদের একক প্রচেষ্টায় গড়ে উঠেছে এই বেতার৷ আরো জানলাম এই বেতার মিশরে সরকার বিরোধী সংগ্রামে জনগণকে উত্‍সাহিত করেছে৷ আসলে বেতার অন্য যে কোন মাধ্যমের তুলনায় শক্তিশালী ও সেরা - মনে করেন শ্রোতাবন্ধু এম এ রশিদ চৌধুরী, ব্লু স্কাই রেডিও লিসেনার্স ক্লাব, আজমপুর, কুষ্টিয়া, বাংলাদেশ৷

গ্রামের বাড়ি থেকে রাজশাহীতে এসেছি পড়াশোনার তাগিদে৷ তাই এখন আর বিন্দুমাত্র সমস্যা হয়না আপনাদের সঙ্গী হতে৷ এখন রাজশাহী থেকে এফএম ব্যান্ডে প্রচারিত আপনাদের অনুষ্ঠান খুবই ভাল শুনতে পাচ্ছি৷ রাজশাহীতে একবার শ্রোতাসম্মেলন করার অনুরোধ করছি৷ ডয়েচে ভেলে যে এফএমএ শোনা যায় সেরকম কিছু বিজ্ঞাপন সমৃদ্ধ স্টিকার চাই আপনাদের কাছ থেকে৷ সেগুলো আমাদের এলাকার বিভিন্ন স্কুল কলেজে লাগিয়ে দিলে শ্রোতা সংখ্যা বাড়বে বলে আমি মনে করি৷ একথা লিখেছেন শ্রোতাবন্ধু মীর রাসেল, বাউশা, বাঘা, রাজশাহী থেকে৷

ডয়চে ভেলে আমার নিত্য সঙ্গী৷ এখন আমার বিএ পরীক্ষা থাকায় অনুষ্ঠান শোনা থেকে বিরত আছি৷ পরীক্ষা শেষ হলে আবার ডয়চে ভেলের সাথে নিয়মিত জুড়ে থাকব৷ দাদা, দিদিরা আশীর্বাদ করবেন৷ চিন্ময় রায়, পদমপুর, লাউজোড়, বীরভূম, ভারত৷

গ্রিসে অনুষ্ঠিত প্রতিবন্ধীদের ‘স্পেশাল অলিম্পিক্স ওয়ার্ল্ড গেমস ২০১১'-তে সোনা জিতলেন বাংলাদেশের মাসুদ ও ব্রোঞ্জ জিতলেন নুরুন্নাহার৷ ডয়চে ভেলের অনুষ্ঠানে এখবর জানতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত৷ ডয়চে ভেলেকে অনেক ধন্যবাদ৷ ডা.এসএস ভট্টাচার্য্য, বেলদা, পশ্চিম মেদিনীপুর, ভারত৷

সংকলন: নুরুননহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক