৬০তম ফ্রাংকফুর্ট বই মেলা প্রসঙ্গে অনেক কিছু জানতে পারলাম৷ | পাঠক ভাবনা | DW | 15.10.2008
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

৬০তম ফ্রাংকফুর্ট বই মেলা প্রসঙ্গে অনেক কিছু জানতে পারলাম৷

এ সপ্তাহের সুধী সমাজ অনুষ্ঠনের প্রশ্নের উত্তরে জানাই NGO -গুলোর সরাসরি রাজনীতিতে আসা ঠিক হবেনা৷ হায়দার মাষ্টার, চুয়াডাঙ্গা, বাংলাদেশ৷

জার্মানি - ইউরোপ অনুষ্ঠানে আজ বিশ্বে আর্থিক সঙ্কট নিয়ে পরিবেশনা ছিলো সময়োপযোগী৷ দেবপ্রিয় ভট্টাচার্যের সাক্ষাত্‌কার একদম বাস্তব সম্মত৷ ব্যাংকে টাকা রেখে আমরা কেউ নিশ্চন্ত থাকতে পারিনা, দেওলিয়া হতে পারে এই ভেবে৷ দেওয়ান রফিকুল ইসলাম রানা, নওগাঁ, বাংলাদেশ৷

জার্মানি - ইউরোপ পরিবেশনা অত্যন্ত ভালো লাগলো৷ আন্তর্জাতিক আর্থিক সঙ্কট সারা বিশ্বে ভয়ঙ্কর আকার ধারণ করেছে৷ এ অবস্হায় ব্যাংকে টাকা রাখা আমাদের তথা সবার জন্য অবশ্যই চিন্তার বিষয়৷ এম সবুজ মাহমুদ, জামালপুর, বাংলাদেশ৷

১৫ই অক্টোবরের অনুষ্ঠানে ৬০তম ফ্রাংকফুর্ট বই মেলা প্রসঙ্গে অনেক কিছু জানতে পারলাম৷ খুব ভালো লাগলো, ধন্যবাদ৷ হাফিজুর রহমান, বর্ধমান, ভারত৷

গ্রুনডিগ রেডিওটি হাতে পেয়ে ভীষণ ভালো লাগছে৷ ভালো শোনা যাচ্ছে৷ আমাদের সবার খুব পছন্দ হয়েছে৷ আনিসুর রহমান, সাতক্ষীরা, বাংলাদেশ৷

সুধী সমাজ অনুষ্ঠানে বাংলাদেশের এনজিও এবং রাজনৈতিক পরিস্হিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও সাক্ষাত্‌কার শুনলাম৷ নির্বাচনের পূর্বে আমরা এ ধরনের অনুষ্ঠান আরো আশা করি ডয়চে ভেলের কাছ থেকে ৷ মোঃ সাইফুল ইসলাম, বগুড়া, বাংলাদেশ৷

আমি এক সাধারণ গৃহবধু৷ কর্মব্যস্ত স্বামী বা স্কুলপড়ুয়া পুত্রকে সারাদিন কাছে পাইনা৷ আমার একাকিত্ব দূর করে ডয়চে ভেলের ওয়েবসাইট৷ ডয়চে ভেলের ওয়েবসাইট আমাকে একঘেয়েমি আর অবসাদ থেকে মুক্তি দিচ্ছে৷ চৈতালী সরকার, জিয়াগঞ্জ, পঃবঃ ভারত৷