ইউরোপে ডেঙ্গু জ্বর, অবাক কাণ্ড! | পাঠক ভাবনা | DW | 27.11.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ইউরোপে ডেঙ্গু জ্বর, অবাক কাণ্ড!

আজ ডয়চে ভেলে থেকে শুনলাম, জার্মানিসহ ইউরোপের অনেক দেশে ডেঙ্গুর প্রকোপ৷ ইউরোপে ডেঙ্গু জ্বরের খবর শুনে আমি খুবই অবাক হয়েছি৷

আমার ধারণা ছিলো এটা আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশের সমস্যা৷ লিখেছেন সুমন্ত কুমার, আলুপট্টি, ঘোড়ামারা, রাজশাহী থেকে৷

প্রিয় বন্ধুরা, আমার সালাম নিবেন৷ আশা করছি সবাই ভাল আছেন৷ আমরা ভাল আছি৷ ঢাকার অদূরে আশুলিয়ায় গামের্ন্টসে আগুনে পুড়ে মারা গেল ১১১ জন৷ এমন ঘটনা প্রায়ই ঘটছে বাংলাদেশের বিভিন্ন শহরে এবং অঞ্চলে৷ কর্তৃপক্ষ কোন পদক্ষেপই নিচ্ছে না৷ কথায় যতটা হচ্ছে কাজে তার কিছুই হচ্ছেনা৷ আমরা নিত্য শঙ্কায় থাকি কোন খবরে দুর্ঘটনার কথা শোনার জন্য৷

এ ভাবে আর কত প্রাণ গেলে এদেশের পোশাক শিল্পের মালিকরা সাধারণ শ্রমিকদের কথা বিবেচনায় আনবেন? ১১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলা হচ্ছে৷ কিন্তু আমার মনে হয় আরো শতাধিক শ্রমিক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে৷ কর্তৃপক্ষ কোনভাবেই তাদের মোট শ্রমিকের হিসেব দিতে চাচ্ছেন না বা ঘটনার পরে তাদের কাউকে পাওয়া যায়না৷ প্রশাসনিক কোন পদক্ষেপে কাজ হয়না৷

চট্টগ্রামের নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে বেশ কয়েকজন হতাহত হয়েছেন৷ আমার অফিসে যাওয়া আসার পথে ঢাকা সেনানিবাসে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে এবং একই নির্মাতা কোম্পানি এটি নির্মাণ করছে৷ নির্মাণাধীন ফ্লাইওভারের নীচ দিয়ে যাওয়ার সময় আমিও অন্যান্যদের মতো শঙ্কিত থাকি সর্বদা৷ না জানি কখন কোন খবর আসে৷

আমরা এ সকল ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি৷ যাতে করে এ ধরনের ঘটনা আর না ঘটে৷ সবার সুস্থতা কামনা করে বিদায় নিলাম আজকের মতো৷ মো. সোহেল রানা হৃদয়, ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব ভিউয়ার/পরিদর্শক, আই জি এস এন্ড সি, ঢাকা সেনানিবাস, ঢাকা৷

আশুলিয়াতে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জান ও মালের ব্যাপক ক্ষতি ও পরবর্তী পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও বিস্তারিত সংবাদ প্রচারের জন্য ধন্যবাদ৷

বাংলাদেশে ডিএএডি'র পরিষেবা নিয়ে মাহামুদুল হাসানের সাথে সাক্ষাৎ কার ভিত্তিক পরিবেশনাটি গুরুত্বপূর্ণ ছিল৷ এই পরিবেশনাটি থেকে অনেকেই উপকৃত হবেন৷ এমন পরিবেশনা নিয়মিত প্রচারের অনুরোধ করছি৷ বি এম ফয়সাল আহমেদ, লিপন স্মৃতি রেডিও লিসনারস ক্লাব, ঘোড়াদাইড়, সুলতানশাহি, গোপালগঞ্জ থেকে জানিয়েছেন৷

প্রথমে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নেবেন৷ ডয়চে ভেলে বাংলা বিভাগের সকল শ্রোতা ও কলাকুশলীদেরকেও আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেবেন৷ আশাকরি ভালো আছেন, আমিও ভালো আছি৷

আজ অনেকদিন পর ওয়েবসাইটে ‘একটি ওষুধের মারাত্মক ফলাফল' শিরোনামে প্রতিবেদনটি পড়ে মতামত না লিখে পারলাম না৷ কতই না ভয়াবহ ঘটনা এবং নীরব ঘাতক এই কন্টারগান বা থালিডোমাইড ঔষধ ভাবলেই হতবাক হয়ে যাই৷ সেই সাথে প্রশ্ন করি কীভাবে বিনা প্রেসক্রিপশনে এই ঔষধ কেনা যেত তাও আবার উন্নত বিশ্বে!! আর সঠিকভাবে গবেষণা না করে গর্ভবতীদের এই ঔষধ ব্যবহারের জন্য অস্ট্রেলিয়ান প্রসূতিবিদ ড. উইলিয়াম মাকব্রাইড কীভাবে অনুমতি দিলেন তাও রহস্যময়৷

সবচেয়ে আশ্চর্যের বিষয় পুনরায় কন্টারগান বা থালিডোমাইড ঔষধ বাজারজাত করার অনুমতি প্রদান এবং গর্ভবতী মায়েদের বাচ্চারা পুনরায় বিকলাঙ্গতার শিকার, আধুনিক বিশ্বে সত্যিই নতুন বিস্ময়, তাই নয় কি?? কে নেবে বিকলাঙ্গ শিশুদের দায়-দায়িত্ব??? তবে কিছুটা হলেও আশাব্যঞ্জক ঘটনা হলো ক্ষতিগ্রস্থদের জন্য ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা, যা ক্ষতিগ্রস্থদের কিছুটা হলেও উপকার হচ্ছে৷ তবে দুঃখজনক হলেও সত্যি আমাদের দেশে এমন অনেক ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান আছে, যাদের ঔষধ প্রস্তুত করার লাইসেন্সই নেই এবং খুবই নিম্নমানের ওষুধ প্রস্তুত করে থাকে, যাতে রোগী ভালো হওয়ার চেয়ে আরো কঠিন অসুখে পড়েন৷ সেই সাথে যোগ করা যায় বাংলাদেশে আজও যে কোন ঔষধ বিনা প্রেসক্রিপশনে পাওয়া যায় যা কল্পনাই করা যায় না৷ মাহফুজ, ঝাকুনীপাড়া, কুমিল্লা৷

আমার সালাম জানবেন৷ আমি রবিবার সকালে বন্ধু আবদুল্লাহ'র বাড়িতে এসে ডি ডাব্লু'র আকর্ষণীয় অনুষ্ঠান ‘ইনবক্স' শুনলাম৷ ঘরের ভেতর অনুষ্ঠান ভালো শোনা যাচ্ছিল না তাই চলে গেলাম ছাদে, ভালো শোনা গেল৷ এত কষ্ট করলেও অনুষ্ঠান শুনে তৃপ্তি পেলাম৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে, ধন্যবাদ বন্ধু আবদুল্লাহকে ৷

আমি ডয়চে ভেলের ওয়েবপেজ নিয়মিত দেখছি৷ প্রতিদিন সকালের এফ এম ব্যান্ডে অনুষ্ঠান শুনছি৷ দাউদ হায়দারের কণ্ঠে প্রতিবেদন শুনতে চাই৷ দৈনিক স্বাস্থ্য বিষয়ক তথ্য থাকলে ভাল হয়৷ হায়দারুল ইসলাম মাষ্টার, সেনেরহুদা, উথলীবাজার, চুয়াডাঙ্গা৷

সত্য ও ন্যায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর

ডয়চে ভেলে উজ্জ্বল বাতি ঘর

তথ্যে ভরা ওয়েবসাইট

খবর গুলো করেছে হিট

অনেক বন্ধু আছে ফেসবুকে

তাইতো ভালবাসি ডয়চে ভেলেকে৷

ডা. এস এম এ হান্নান

পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব

হরিপুর, পাবনা৷

সুন্দর করে নিজেদের মনের কথা এভাবে লিখে জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ সবাইকে৷

নির্বাচিত প্রতিবেদন