‘ফতোয়া একটি সামাজিক ব্যাধি’ | পাঠক ভাবনা | DW | 23.11.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ফতোয়া একটি সামাজিক ব্যাধি’

আমাদের বাংলাদেশে প্রতি বছর অনেক লোক এই রোগের নির্যাতনে (ফতোয়া) মারা যায়, যার খুব কম সংখ্যক মানুষই তার বিচার পাই৷ অনেক সময় দেখা যায়, গ্রাম্য বিচারে তাদের উপর নেমে আসে অমানুষিক নির্যাতন আর অপবাদ৷

হিল্লা বিয়ের নামে নানা জায়গায় চলে এই একঘরে করে রাখার ঘটনা৷ যার কারণে অনেক বাবা-মা আত্নহত্যার মতো কাজ করে থাকে৷ এটা আসলে একটা সামাজিক ব্যাধি, যার মূলে রয়েছে কিছু গোড়া ধর্মীয় মানুষ, যারা নিজেদেরকে জাহির করে নানাভাবে৷ এটার প্রতিরোধ করা একজন সুস্থ মানুষের দায়িত্ব বলে আমি মনে করি৷ তবে বর্তমানে এই ফতোয়ার পরিমাণ কিন্তু অনেক কমেছে, জানিয়েছেন মো. সোহেল রানা হৃদয়, ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব, ঢাকা সেনানিবাস, ঢাকা থেকে৷

ইসরায়েলের মিসাইল প্রতিরোধ ব্যবস্থা ‘আয়রন ডোম' সম্পর্কে ডয়চে ভেলের প্রতিবেদন ভালো লাগলো৷ বিস্তারিত জানতে পারলাম ‘আয়রন ডোম' কী? কীভাবে এই ডিফেন্স সিস্টেম কাজ করে এবং কতখানি কার্যকরী এই ব্যবস্থা?

নতুন দিল্লিতে এখন সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়ে গেছে৷ প্রতিটি মন্ত্রণালয়ে বেড়ে গেছে কাজের চাপ৷ আমি যে দফতরে কাজ করি, সেখানেও আগামী ডিসেম্বর পর্যন্ত কাজের চাপ থাকবে বেশি৷ এরই মধ্যে সময় করে দেখে নিতে হবে প্রতিদিনের প্রতিবেদন৷ যদি নিয়মিত না লিখতে পারি আপনারা যেন আমাকে ভুল বুঝবেন না৷ আমি ডয়চে ভেলের সাথে সব সময় আছি আর থাকবো৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি৷

সাগর সরোয়ারের সাক্ষাৎকার ভিত্তিক পুরনো ‘ইনবক্স'টি শুনে আবার মনে পড়ে গেল সেই পুরনো দিনগুলোর কথা৷ বহু প্রতিক্ষায় ছিলাম সাগর-রুনির হত্যাকারীর বিচার দেখার জন্য৷ কিন্তু দিন যতই যাচ্ছে, ততই বালুচরে ঢাকা পড়ে যাচ্ছে তাদের বিচার৷ ছোট শিশু মেঘকে আমরা কী উত্তর দিবো? ডয়চে ভেলের সকল শ্রোতাদের কাছে অনুরোধ, আসুন আমরা সবাই মিলে একটি আন্দোলন গড়ে তুলি৷

শুভেচ্ছান্তে, মো.রাসেল সিকদার, জ্ঞান বিকাশ কেন্দ্র রেডিও ক্লাব, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন