‘ঘরে বসেই ওয়েবক্যাম স্ক্যানারের মাধ্যমে পোশাকের মাপ’ | পাঠক ভাবনা | DW | 22.11.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ঘরে বসেই ওয়েবক্যাম স্ক্যানারের মাধ্যমে পোশাকের মাপ’

শাবাশ বাংলাদেশ! পুরো পৃথিবী অবাক তাকিয়ে রয়৷ জ্বলে পুড়ে ছারখার, তবু মাথা লড়বার নয়৷ আমরা বীরের জাতি, আমরা জানি কীভাবে ছিনিয়ে আনতে হয় বিজয়৷ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানব উন্নয়নে আমরাই এগিয়ে৷

বিশ্বব্যাংকের এই প্রতিবেদনটি শুনে গর্বে বুকটা ভরে গেল৷

চলতি মাসে মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর চুক্তি সই হবে৷ এটি বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক৷ জীবিকার খোঁজে নিজের সম্বলটুকু বিক্রি করে অনেকে পাড়ি জমায় বিদেশের মাটিতে৷ কিছু অসাধু আদম ব্যবসায়ী লোভ দেখিয়ে ভালো কাজ দেওয়ার নাম করে বিদেশে নিয়ে কঠোর কাজ করায়৷ এমনকি অনেক সময় জীবন-মৃত্যুর কাছে সোপে দিয়ে পাড়ি দিতে কাটা তারের বেড়া৷ ওদেরকে আমরা দালাল নামেই চিনি৷ এই চুক্তির মাধ্যমে দালালদের অনেকটাই কোণঠাসা করে দেয়া যাবে বলে আমার বিশ্বাস৷

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলাদেশের সাথে৷ এই পুরুষটির জন্ম না হলে পূথিবীর বুকে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের জন্ম হতো না৷ এই যে আজ বাংলা শব্দে মনের মতো করে ডয়চে ভেলেতে লিখছি, তাও সম্ভব হতো না৷ বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বে দেশ পেল স্বাধীনতা৷ অর্থনৈতিক স্বাধীনতার জন্য যখন যখন পুরো জাতিকে নিয়ে ঐক্যের ডাক দিয়ে মাঠে নামলো৷

তখন এক দল পাকিস্তানের টাকায় কেনা ক্ষমতা লোভী বাঙলার রক্ত চোষা বাদুড় সপরিবার বঙ্গবন্ধুকে হত্যা করলো৷ বাংলাদেশ হারালো তার সুযোগ্য সন্তানকে৷ রাজনৈতিক কোন্দলের কারণে আজ ও তাঁর হত্যার বিচার করা সম্ভব হয় নি৷ কোন রাজনৈতিক দলের দিক থেকে না দেখে আজ আমাদের সবার ঐক্যবদ্ধ হতে হবে৷ সরকারের কাছে অনুরোধ, অপরাধীদের শাস্তি দিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করুন৷

বিজ্ঞান প্রযুক্তি শিরোনামে ঘরে বসে পোশাকের মাপ বলে দেবে ওয়েবক্যাম স্ক্যানার প্রতিবেদনটি আমার কাছে খুব ভালো লেগেছে৷

Jemma Pixie Hixon

আজকাল ঘরে বসে ওয়েবক্যাম মারফত দেশ-বিদেশ কথা বলছে অনেকেই...

ডয়চে ভেলে শ্রোতাদের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে৷ এতো দ্রুত শ্রোতাদের মূল্যায়ন করে তা অবাক করার মতো৷ গতকাল অভিযোগ করেছিলাম ‘ছবি খুঁজুন পুরস্কার জিতুন' শিরোনামে ঢোকা যাচ্ছে না৷ অবাক করার মতো আজ ছবি খুঁজুন পুরস্কার জিতুন শিরোনামে ঢোকা যাচ্ছে৷ ধন্যবাদ ডি ডাব্লিউকে৷

আমার একটি প্রশ্ন – শ্রেষ্ঠ পত্র লেখক হতে হলে কীভাবে লিখতে হবে? শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর থেকে প্রশ্নসহ এই ই-মেলটি পাঠিয়েছেন শ্রোতাবন্ধু রাসেল শিকদার৷

- গত অক্টোবর মাস থেকে শুরু হয়েছে শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচন৷ তাই গতমাসের প্রায় প্রতিটি ইনবক্স-এ এই বিষয়ে কম বেশি আলোচনা করা হয়েছে৷ আপনি চাইলে আবারও আগামী ১লা ডিসেম্বরের ইনবক্স-এ বলা যেতে পারে৷

আমার সালাম ও শুভেচ্ছা রইলো ৷ আশাকরি ভালো আছেন৷ ডয়চে ভেলের সবাই ভালো আছেন৷ চুয়াডাংগার পল্লীতে বসে ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত এফএম ৯৭.৬ মেগাহার্তস-এ তুলনামূলক ভাবে রাতের বেলার চেয়ে সকালের অনুষ্ঠান ভালো শোনা যাচ্ছে৷

১৯.১১.১২ তারিখের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মিয়ানমার সফর সংক্রান্ত রিপোর্ট এবং ২০.১১.১২ তারিখে বাংলাদেশের সংসদ সদস্যদের নিয়ে টিআইবি'র রিপোর্ট বিষয়ে সাক্ষাৎকার ভালো লেগেছে৷ মোহাম্মদ আবদুল্লাহ, মিতালী ইন্টারন্যাশনাল ডয়চে ভেলে লিসনার্স ক্লাব, উথলী বাজার, চুয়াডাঙ্গা৷

আজকে প্রাপ্ত নিউজলেটারে সর্বাধিক আকর্ষণীয় লেখাটি ছিলো মুক্তিযোদ্ধা রাবেয়া খাতুনকে নিয়ে৷ এই প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম৷ মাইকেল হালদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ৷

খুনের দায়ে আজমল কাসাবের ফাঁসির রায় কার্যকর নিয়ে রিপোর্টটি গুরুত্বপূর্ণ ছিল৷ যে কোন হত্যাকাণ্ডের বিচার অবশ্যই কাম্য৷ তবে এই মামলার বিচার কাজ আরও স্বচ্ছতার সাথে করা যেত বলে মনে করি৷

ওবামার সদ্যসমাপ্ত মিয়ানমার সফরের ব্যাখ্যা, বিশ্লেষণধর্মী খবর শ্রোতাদের কাছে ভীষণভাবে প্রশংসিত হয়েছে, ধন্যবাদ৷ বিএম ফয়সাল আহমেদ, লিপন স্মৃতি রেডিও লিসনারস ক্লাব, ঘোড়াদাইড়, সুলতানশাহী, গোপালগঞ্জ থেকে জানিয়েছেন৷

গ্রিসের ঋণভার সামলানো নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা – বিষয়টি পড়ে বিস্তারিত জানা গেলো৷ এই বিষয়টি নিয়ে স্থানীয় সংবাদপত্রে কোনো রিপোর্ট সাধারণত দেখতে পাইনা৷

একটি গুরুত্বপূ্র্ণ বিষয় ডয়চে ভেলে বাংলা ওয়েবসাইট এখন পর্যন্ত এড়িয়ে গেছে, যা ডয়চে ভেলের হিন্দী ওয়েবসাইটে দেখতে পাওয়া গেল৷ অবশ্য ডয়চে ভেলের ইংরেজি ওয়েবসাইটেও ঘটনাটি এখনও তুলে ধরেনি৷ কারণটি বুঝতে পারা গেল না৷ গত পরশু এই ই-মেলটি পাঠিয়েছেন দিল্লি থেকে সুভাষ চক্রবর্তী৷

- ধন্যবাদ সবাইকে৷

নির্বাচিত প্রতিবেদন