‘ঈদের শুভেচ্ছা’ | পাঠক ভাবনা | DW | 18.08.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ঈদের শুভেচ্ছা’

প্রিয় বন্ধুরা, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর এই খুশি আর আনন্দ আমাদের প্রিয় বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিতেই সাজানো হয়েছে আমাদের রবিবারের ‘ইনবক্স’৷

ডয়চে ভেলে পরিবার এখন অনেক বড়৷ শুধু বাংলাদেশ আর ভারতে নয় ৷ ইন্টারনেটের সুবাদে আমাদের বন্ধুরা ছড়িয়ে রয়েছেন বিশ্বের নানা প্রান্তে৷ সব্বাইকে জানাচ্ছি বাংলা বিভাগের সবার পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা৷ ‘ঈদ মোবারক'৷

সারা মাস রোজা রাখার পর ঈদ যেন হয় সবার জন্য অনেক অনেক আনন্দময় এটাই আমাদের কামনা৷

বন্ধুরা, আমরা ইমেল, এসএমএস, টেলিফোন, ভয়েসমেল এবং ফেসবুকের মাধ্যমে ঈদের অনেক শুভেচ্ছা বার্তা পেয়েছি, সেজন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ৷

যারা শুভেচ্ছা জানিয়েছেন সবার নামই আমরা এখানে তুলে দেবার চেষ্টা করছি, তবে কারো নাম কোন কারণে বাদ পড়ে গেলে আমরা আন্তরিকভাবে দুঃখিত৷

ই-মেলে রাজশাহী থেকে প্রফেসর সাইফুল ইসলাম থান্দার লিখেছেন, ঈদ বিশ্বময় শান্তির বার্তা বয়ে আনুক৷ ডয়চে ভেলে পরিবার এবং সকল শ্রোতাবন্ধুকে শুভেচ্ছা জানাই৷

আসমডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে প্রফেসর আশরাফুল ইসলাম লিখেছেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর৷ এক মাস কঠোর সিয়াম সাধনার পর আবার আমাদের দ্বারপ্রান্তে এসেছে মহা খুশির ঈদ! এই শুভ মুহূর্তে বাংলা বিভাগের বন্ধুদের জানাই আন্তরিক ঈদ শুভেচ্ছা! ঈদ মোবারক!

শ্রোতাবন্ধু হায়দার মাষ্টার ভয়েসমেল এবং টেলিফোনেও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন৷ টেলিফোনে জানিয়েছেন, প্রথমবারের মতো আমাদের ওয়েবসাইট দেখেছেন এবং খুব ভালো লেগেছে৷

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দাকোপ, খুলনা থেকে শ্রোতাবন্ধু মুকুল সরদার৷ দক্ষিণ দিনাজ পুর থেকে রতন কুমার পাল৷ নিমাইদিঘী, বগুড়া থেকে রওশন আরা, রাজশাহীর শ্রোতাবন্ধু আশিক ইকবাল টোকন, বগুড়া শ্রোতাবন্ধু সাইফুল ইসলাম, খুলনার বিকাশ রঞ্জন ঘোষ, জামালপুরের কামরুন নাহার শিলা, কলকাতার বন্ধু স্বপন চক্রবর্তী৷

ভয়েস মেলে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মধুখালী, ফরিদপুর থেকে গোলাম সারোয়ার, বগুড়ার বন্ধু সামসুল ইসলাম৷ এরা দু'জন টেলিফোনও করেছেন৷

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলা বাজার, ঢাকা থেকে রেজাউল করিম৷ মুর্শিদাবাদ থেকে চৈতালী সরকার, অপর্ণা চ্যাটার্জী৷

পানপাড়া, নদীয়া থেকে শ্রোতাবন্ধু সুনীল বরম দাস লিখেছেন, ঈদের দিনে সবাই খুশি, সবার মুখে ফুটুক হাসি৷

ঘুরে ফিরে ঈদ আসে ঈদ চলে যায়, ঈদ হাসতে শেখায়, ভালবাসতে শেখায়, শেখায় ত্যাগের মহিমা৷ ঈদ সবার জন্য আনন্দময় হয়ে উঠুক, কামনা করেছেন মোঃ মিজানুর রহমান, সিরাজগঞ্জ থেকে৷

রাজশাহী থেকে শ্রোতাবন্ধু সালাউদ্দিন ডলার৷ চাঁপাই নবাবগঞ্জ থেকে ফাহিম শাহরিয়ার৷ গোপালগঞ্জ থেকে ফয়সাল আহমেদ৷ নওগাঁ থেকে দেওয়ান রফিকুল ইসলাম৷

সুজানগর, পাবনা থেকে শ্রোতাবন্ধু আবদুল্লাহ রানা লিখেছেন, ঈদ ডয়চে ভেলে পরিবারের সকলের জীবনকে সুন্দর ও ছন্দময় করুক৷

অ্যামেরিকার নিউইয়র্ক থেকে শুভেচ্ছা বার্তা এসেছে৷ নিউইয়র্কের উডসাইড থেকে শ্রোতাবন্ধু হাফিজুর রহমান লিখেছেন, এখানেও এসেও আমি ডয়চে ভেলের অত্যন্ত সুন্দর অনুষ্ঠান শুনছি এবং উপভোগ করছি৷

আরো শুভেচ্ছা জানিয়েছেন, আলীপুর, ফরিদপুর থেকে আফজাল আলী খান৷ আলতাফ নগর, বগুড়া থেকে শাহিনূর আলম৷ এসএম নাসির হায়দার, গোপালগঞ্জ৷ জিয়াউর রহমান, খড়িখালি, সাতক্ষীরা থেকে৷ নিমাই দিঘী, বগুড়া থেকে আবদুর রাজ্জাক৷ পীরগাছা, রংপুর থেকে নাজমুল হুদা৷ আবু সাঈদ, রায়াপুর, বাগমারা থেকে৷ ঝিনাইদহ থেকে সাজ্জাদ হোসেন রিজু ও হাবিবুর রহমান৷

গান্দাছি, কুমিল্লা থেকে শ্রোতাবন্ধু সোহাগ বেপারী লিখেছেন, আসবে আমার বাড়িতে, বসতে দেবো পিড়িতে, খাইতে দেবো হাড়িতে, আসতে যদি না পার ঈদ মোবারক গ্রহণ করো৷

ঈদের আরো শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁর বন্ধু ফিরোজ আহমেদ৷ নরসিংদী থেকে জাহাঙ্গীর কবির৷ ঈদের দিনটি রঙিন হোক কামনা করেছেন শ্রোতাবন্ধু অমিত বসু৷

-সবাইকে অনেক অনেক ধন্যবাদ ৷ এভাবেই সবসময় আমাদের সাথে থাকবেন - এ আশাই করছি আমরা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন