‘‘এটা সরকারের নতুন চাল'' | পাঠক ভাবনা | DW | 20.01.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘‘এটা সরকারের নতুন চাল''

দীর্ঘ ১৭ দিন পর বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের সামনে থেকে পুলিশের ভ্যান, অতিরিক্ত পুলিশ সদস্যদেরও প্রত্যাহার করার পরও কার্যালয় ছাড়ছেন না খালেদা৷ এ নিয়ে ফেসবুক দুই নেতার পক্ষে-বিপক্ষে পাঠকদের নানা জনের নানা মত৷

গত ৫ই জানুয়ারি খালেদা জিয়া ‘অবরুদ্ধ' অবস্থায়ই গুলশান কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করেন৷ তিনি নয়াপল্টনে বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবসের' একটি কর্মসূচিতে যোগ দিতে চাইছিলেন৷ কিন্তু তাঁকে বের হতে দেয়া হয়নি৷ এরপর সেদিন বিকেলে ৬ই জানুয়ারি থেকে সারাদেশে লাগাতার অবরোধ কর্মসূচির ঘোষণা দেন খালেদা জিয়া৷ এই অবরোধ কর্মসূচি এখনো চলছে৷

এদিকে পুলিশ প্রত্যাহারের পর সোমবার দুপুরে খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান জানান,‘ পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়া গুলশান কার্যালয় থেকে বের হবেন না৷'

আর খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘খালেদা জিয়ার গুলশানের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সরিয়ে নেয়া সরকারের নতুন চাতুরী ছাড়া আর কিছুই নয়৷''

অন্যদিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত সোমবার বলেছেন, ‘‘সংলাপের দাবি করার আগে নাশকতা বন্ধ করতে হবে৷'' তিনি নাশকতা প্রতিরোধে সরকারকে জনসম্পৃক্ততা বাড়ানোরও পরামর্শ দিয়েছেন ৷

ডয়চে ভেলের ওয়েবসাইট পাঠক ও ফেসবুক বন্ধু মোস্তফা কামাল ও শেখ ফরিদ জানিয়েছেন, ‘‘এটা সরকারের নতুন চাল৷'' অন্তহীন পলাশ মনে করছেন, ‘‘এটা উনার কৌশল৷''

পাঠক সুমিত তাহেরের পাল্টা প্রশ্ন, খালেদা জিয়া এখন বাসায় যায়না কেন ?

দেশের রাজনীতিকদের রাজনীতি নিয়ে সন্দিহান মাহমুদুল হাসান৷ ডিডাব্লিউ-র ফেসবুকে তাঁর মন্তব্য, ‘‘এতদিন তো বলছে পুলিশ নাকি বের হতে দেয়না৷ এখন

কিসের সমস্যা? হায়রে দেশের রাজনীতি, এরা নাকি দেশের ভাল চায়!''

এ বিষয়ে ফেসবুকে জুয়েল জাহির বলছেন ‘‘উনি অবরুদ্ধ ছিলেন না৷ অবরুদ্ধ হলে দলের লোকজন দেখা করলো কী ভাবে, খাওয়া ভেতরে গেল কী ভাবে? আসলে সবই ভণ্ডামি৷ মিথ্যার একটা সীমা থাকা উচিত৷''

মজিবর রহমান দেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে খুবই চিন্তিত৷ তাঁর প্রশ্ন ‘‘গণতন্ত্র ও ভোটের অধিকারের কী হবে?''

পাঠক নিশ্চুপ রকিকে মনে হচ্ছে তিনি বর্তমান সরকারের পতন নিয়ে অনেকটাই নিশ্চিত৷ তিনি বলছেন ‘‘হাসিনার পতন হবেই, ইনশাল্লাহ৷''

আহমেদ তাহমেদের অনুরোধ, ‘‘বুবু, আপনার নাটক বন্ধ করুন৷''

দিদার শেখের সহজ প্রশ্ন ‘‘তিনি কার্যালয়ে থাকলে সরকারের কী দোষ?''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন