‘এভাবেই ঘরে ঘরে ছড়িয়ে দাও বাংলার সংস্কৃতিকে’ | পাঠক ভাবনা | DW | 15.03.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘এভাবেই ঘরে ঘরে ছড়িয়ে দাও বাংলার সংস্কৃতিকে’

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বৈশাখী আড্ডা’র খবরটি জেনে ভালো লাগলো৷ প্রবাসী বাঙালিদের দ্বারা আয়োজিত এই ধরনের সাংস্কৃতিক আয়োজনের প্রয়াস প্রশংসনীয়৷

এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা একে অপরের সাথে মেলামেশা ও ভাব বিনিময়ের সুযোগ পেয়ে থাকে, তার সাথে মনোরঞ্জন৷ ‘দেশ সাংস্কৃতিক গোষ্ঠি'র সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি বাংলা ভাষা শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়াসটিও প্রশংসার দাবি রাখে৷ এই গোষ্ঠীর আরও সাফল্য কামনা করছি৷

ভিটামিন ‘এ' ক্যাপসুল নিয়ে গুজব' এবং 'প্রাথমিক মনোনয়নে শাহবাগের প্রাধান্য' প্রতিবেদন দুইটি ‘বিজ্ঞান পরিবেশ' ও ‘ব্লগ ওয়াচ' উভয় ওয়েব পেজেই দেখানো হওয়ার কারণ বুঝলাম না৷ ভিটামিন 'এ' ক্যাপসুল নিয়ে গুজব বিষয়টি নিয়ে বিভিন্ন ব্লগেও লেখালিখি হয়েছে, তবে প্রাথমিক মনোনয়নে শাহবাগের প্রাধান্য বিষয়টির সাথে বিজ্ঞানের যোগসূত্র খুঁজে পাচ্ছি না৷ অবশ্য দুইটি পরিবেশনই খুবই সুন্দর ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ৷ সুভাষ চক্রবর্তী৷

আমি জানুয়ারি/ফেব্রুয়ারি মাসের ধাঁধা বিজয়ী৷ ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ পুরস্কার কি পাঠিয়েছেন? জানাবেন৷

আপনারা জানেন, আমি ডয়চে ভেলে বাংলা বিভাগের নিয়মিত শ্রোতা ছিলাম৷ বর্তমানে আমি প্রতিদিন ডয়চে ভেলে বাংলা বিভাগের ওয়েবসাইট ভিজিট করি৷ আমি গত ১৯৮৯ সাল থেকে প্রতি দিন বাংলা অনুষ্ঠান শুনছি আসছিলাম৷ গত ৯ তারিখ থেকে যা ইতিহাস হয়ে গেলো৷

ডয়চে ভেলের ওয়েবসাইট যেন জ্ঞানের ভাণ্ডার৷ বিশ্বের যেখানেই যে ঘটনা ঘটুক না কেন, ডয়চে ভেলে সেখানেই পৌঁছায় সঙ্গে সঙ্গে৷ তরতাজা টাটকা খবর, বিজ্ঞান, জীবনযাত্রা, ইতিহাস, অর্থনীতি, বিভিন্ন নিদর্শন, ফ্যাশন জগতের খবর সবই জানতে পারি ডয়চে ভেলে বাংলা ওয়েবসাইট থেকে৷ দেওয়ান রফিকুল ইসলাম, ফ্রেন্ডস রেডিও ক্লাব, পাটালির মোর, নওগাঁ৷

যারা নিয়মিত আমাদের ওয়েবসাইটে পাঠক বন্ধুদের লেখা মতামত পড়ে থাকেন এবং ফেসবুকেও ঢোকেন তারা অবশ্যই লক্ষ্য করে থাকবেন যে বেশ কয়েকজন বিজয়ী বন্ধু তাদের পুরস্কারের প্রাপ্তিসংবাদ জানিয়েছেন৷ আমরা আগেই জানিয়েছিলাম, প্রায় ১০০জন বন্ধুর জন্য রেজিষ্ট্রি ডাকে রেডিও পুরস্কার পাঠানো শুরু হয়েছে৷ প্রতি সপ্তাহেই কিছু কিছু করে পাঠানো হচ্ছে, তাই অনুরোধ করবো আপনারা লক্ষ্য রাখবেন কখন ডাক পিওন আসে৷ লেখার জন্য ধন্যবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন