‘ওয়েবসাইট দেখুন, আর কথা বলুন ফেসবুকে’ | পাঠক ভাবনা | DW | 01.10.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ওয়েবসাইট দেখুন, আর কথা বলুন ফেসবুকে’

বর্তমানে ডয়চে ভেলের ওয়েবসাইট থেকে খুবই তরতাজা সংবাদ পাচ্ছি৷ কক্সবাজারের রামুয়ার সংবাদ, মহানবীর ব্যঙ্গচিত্র সম্বলিত ভিডিও এবং এ সম্পর্কিত হিট নিউজগুলো আমরা ডয়চে ভেলের ওয়েবসাইট থেকে পাচ্ছি নিয়মিতই৷

এ কারণেই সুপ্রিয় ডয়চে ভেলের বাংলা বিভাগের সব্বাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন মো. গোলাম রসুল, সোনার বাংলা রেডিও ক্লাব হরিপুর, খড়িখালী ঝিনাইদহ থেকে৷

আশা ও বিশ্বাস ভালো আছেন বিভাগীয় সকলে৷ ক্লাবের পক্ষ হতে ডয়চে ভেলে সবার জন্য রইল পুকুরে ফুটে থাকা লাল শাপলা ফুলের শুভেচ্ছা৷ আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি যে বেশ কিছুদিন যাবত অনুষ্ঠান শুনতে ও মতামত পাঠাতে পারছি না৷ সামনে আমার অ্যাডমিশন টেস্ট পরীক্ষা৷ যার কারণে পড়াশুনায় খুব ব্যস্ত আছি আর সে কারণেই ঠিক মতো অনুষ্ঠান শুনতে পারছিনা৷

কিন্তু ডয়চে ভেলের ওয়েবসাইট দেখতে একদম ভুল করছিনা৷ কারণ ডয়চে ভেলের ওয়েবসাইটে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিভিন্ন তথ্য৷ যাই হোক আগামী ৪ তারিখে আমার প্রথম পরীক্ষা, তাই ডয়চে ভেলে এবং ডয়চে ভেলের সকল শ্রোতাদের কাছে আমি আশীর্বাদ চাইছি, যেন আমি ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো বিষয়ে পড়াশুনা করতে পারি৷ শুভেচ্ছান্তে বাপি দেবনাথ শহীদ মুক্তিযোদ্ধা ডি এক্সিং ক্লাব, ঘোষনগর, তালা, সাতক্ষীরা৷

এই প্রজন্ম অনুষ্ঠানে চাকমা রাজা ত্রিদিব রায়ের মরদেহ বাংলাদেশে আনা প্রসঙ্গে পরিবেশনাটি শুনলাম৷ আমি মনে করি মি. রায়ের মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা থেকে বিরত থাকা উচিত৷ এতে তিনি মরেও অপমানের হাত থেকে বাঁচবেন৷ ফয়সাল আহমেদ, গোপালগঞ্জ৷

আজ সকালের অনুষ্ঠানে বিএনপি'র নজরুল ইসলাম খানের সাক্ষাৎকার আবার নতুন করে মনে করিয়ে দিলো গুম হয়ে যাওয়া ইলিয়াস আলীর কথা৷ ডয়চে ভেলেই শুধু এমনি করে স্মরণ করিয়ে দেয় ইলিয়াস আলী এবং সাগর ও রুনির মতো মানুষদের৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ প্রফেসর সাইফুল ইসলাম থান্দার, পুরান তাহিরপুর, আলীয়াবাদ, রাজশাহী৷

কাপাসিয়ার উপনির্বাচন থেকে সরকারের বোঝা উচিত যে বিরোধী দল ও জনগণের অংশগ্রহণ ব্যতীত কখনই গ্রহণযোগ্য নির্বাচন হবে না৷ মুকুল সরদার, দাকোপ, খুলনা৷

আমরা নিয়মিত ওয়েবসাইট ভিজিট করছি যা ভালো লাগছে৷ ডয়চে ভেলে থেকে জানলাম কক্সবাজারের রামুয়ার সংবাদ৷ এছাড়াও জানলাম নানা তথ্য৷ আমার এই ই-মেলটি ওয়েবসাইটে দেবেন৷ কয়েকদিন যাবত ওয়েবসাইটের ‘পাঠক ভাবনায়' কোনো মতামত দেওয়া হচ্ছেনা, এর কারণ জানতে চাই৷ এভাবেই লিখেছেন নিমাইদিঘী বগুড়া থেকে শ্রোতাবন্ধু আবদুর রাজ্জাক৷

আজ সকালের ক্যাম্পাস পর্বে ডয়চে ভেলে অ্যাকাডেমির কথা শুনলাম৷ জানলাম বিদেশি ছাত্ররা কীভাবে এর খোঁজ পেতে পারে বা কীভাবে সেখানে পড়ানো হয় ইত্যাদি৷ গোপালগঞ্জ থেকে জানিয়েছেন বিধান চন্দ্র টিকাদার৷ তিনি আরো লিখেছেন, ওয়েবসাইটের অন্যান্য পাতায় সব প্রতিবেদন দেখতে পেলেও আপনাদের ‘মতামত পাতায়' নতুন কোনো মতামত নেই৷

- বন্ধুদের অনুরোধ করবো, এখন থেকে আপনারা সরাসরি ফেসবুকে চলে আসুন এবং সেখানেই জানিয়ে দিন আপনাদের মন্তব্য৷ ফেসবুকের সুবিধা হলো, প্রতিটি প্রতিবেদনই সেখানে রয়েছে৷ তাই সেখানে শুধু নিজেদের মন্তব্য লিখবেন৷ আর সেসব মন্তব্য নিয়ে আমরা ইনবক্সেও আলোচনা করতে পারবো আর ফেসবুক বন্ধুরা তো সরাসরিই তা দেখতে পাবেন৷ ধাপে ধাপে শুধুমাত্র ফেসবুক'কেই যোগাযোগের দ্রুত মাধ্যম হিসেবে কাজে লাগাবো আমরা৷

ধন্যবাদ সবাইকে৷ এখন থেকে নিয়মিত কথা হবে ফেসবুকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন