ক্রিকেটের খবর না পেয়ে হতাশ | পাঠক ভাবনা | DW | 28.05.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ক্রিকেটের খবর না পেয়ে হতাশ

রবিবার রাতে আইপিএল ফাইনালে জয় হলো কলকাতা নাইট রাইডার্স’এর৷ অথচ ডয়চে ভেলের কাছে তার খবর না পেয়ে হতাশ অনেকে৷

দেশ থেকে দূরে থাকলে অনেক কিছুরই স্বাদ পাওয়া যায় না৷ কিন্তু আপনারা – মানে অনুষ্ঠানের শ্রোতা ও ওয়েবসাইটের পাঠকরা সেই ঘাটতি অনেকটাই মিটিয়ে দিতে পারেন৷

যেমন রবিবার রাতে আইপিএল ক্রিকেট ফাইনালের কথাই ধরা যাক৷ আমাদের ফেসবুক পাতায় সুনীল বরন দাস লিখেছেন, কলকাতা নাইট রাইডার'এর সাথে গুড নাইট৷ আপনারা ক্রিকেট দেখেছেন কি? কেমন লাগলো?

আমরা কেউ কেউ অনেক কসরত করে খেলাটা দেখেছি বটে, কিন্তু জার্মানির পরিবেশে কি তার রোমাঞ্চ উপভোগ করা যায়! এখানে ক্রিকেট খায় না গায়ে মাখে, তাই কেউ জানে না! আর আমরা খবর দেব কি, ক্রিকেটের সব খবর তো আপনারাই অনেক বেশি ও দ্রুত জেনে যান!

তবুও অনেকে অভিমান করে থাকেন৷ যেমন অনিরুদ্ধ দাস৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘আজকের লেটেস্ট নিউজ হওয়ার কথা ছিল আইপিএল ফাইনাল৷ কিন্তু আপনারা আজ সকালের অনুষ্ঠানে তা বলেন নি৷ এটা খুবই দুঃখজনক৷ সিদ্ধার্থ সরকার ফেসবুকের মাধ্যমে কলকাতা নাইট রাইডার্স'কে অভিনন্দন জানিয়েছেন৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন