‘খাদ্যে ভেজাল’ | পাঠক ভাবনা | DW | 03.07.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘খাদ্যে ভেজাল’

খাদ্যে ভেজাল বিষয়ক প্রতিবেদনটি পড়ে বিস্তারিত জানতে পারলাম৷ খাদ্যে ভেজাল মেশালে মৃত্যুদণ্ড দিতে হবে,আইন প্রয়োগ হলে অনিয়ম হবেনা৷ প্রতিবেদনটির জন্য ধন্যবাদ৷

রেশমাকে নিয়ে লন্ডনের পত্রিকার খবর জানতে পারলাম৷ রেশমাকে নিয়ে অহেতুক বিতর্ক ভালো লাগেনা৷ আমরা বস্তুনিষ্ঠ খবর জানতে চাই৷ ডা.অসিত কুমার দাস মিন্টু, চট্টগ্রাম থেকে লিখেছেন৷

ডয়চে ভেলের ওয়েবসাইটের ছবিঘরে প্রকাশিত ৫ নম্বর ছবিটি কেন জানি না আমার খুব ভালো লাগলো৷ জার্মান চান্সেলার মাননীয় আঙ্গেলা ম্যার্কেলের ছবিটির প্রাণভরা হাসি দেখে মনে হলো প্রত্যেক জার্মান প্রভাবমুক্ত হয়ে তাঁর হৃদয় জয় করেছে৷ এরকম ছবি সাধারণত দেখতে পাই না৷ তারপর বিউটিফুল ছবিটির বিষয়বস্তু কিছুটা জানতে আগ্রহ বোধ করছি৷ সবশেষে আইফেল টাওয়ারের ছবি প্রায়ই দেখছি৷ তাই এই সম্পর্কে যদি বিস্তারিত বিবরণ প্রতিবেদনে প্রকাশিত হয়, তাহলে আমার আগ্রহের রেশ খানিকটা মেটাতে পারি৷ আপনাদের প্রত্যেকের শুভাকাঙ্ক্ষী৷ সুহৃৎ বন্দ্যোপাধ্যায়, জৌগ্রাম, বর্ধমান৷

অভ্যাস মতো সপ্তাহের ছুটির দু'টো দিন শনিবার ও রবিবার বাদে বাকি দিনগুলিতে সকাল ও বিকালে ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটে দেখি ও নতুন নতুন প্রতিবেদনগুলো পড়ে নিই৷ কিছু কিছু প্রতিবেদনের ওপর একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি৷ তাই সেইগুলো একাধিকবার পড়ে নিই, ভালো লাগলে লিখে জানাই৷ নতুন প্রতিবেদনের পাশাপাশি নীচের লিঙ্কগুলো থেকে পুরনো প্রতিবেদনগুলো আর একবার পড়ার সুযোগ পাই৷ এ সবের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই৷ লিখেছেন সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে৷

-মতামত জানানোর জন্য ধন্যবাদ সবাইকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন