‘চলন্ত বাসে তরুণী ধর্ষণ'-এটা কি সভ্য সমাজের কাজ? | পাঠক ভাবনা | DW | 25.01.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘চলন্ত বাসে তরুণী ধর্ষণ'-এটা কি সভ্য সমাজের কাজ?

আজ সকালের অনুষ্ঠানে একটি খবর শুনে চমকে উঠলাম৷ ভারতে চলন্ত বাসে তরুণী ধর্ষণের দাগ মুছে না যেতেই বাংলাদেশে চলন্ত বাসে গার্মেন্টস তরুণী ধর্ষণ৷ এ কেমন সভ্য সমাজে আমরা বাস করছি?

ব্লগার আসিফ মহিউদ্দীনের আজকের সাক্ষাৎকার শুনে তার জীবন যে নিরাপদ নয় সে কথা পরিষ্কার বুঝতে পারছি৷ ডয়চে ভেলেকে আবার তাঁর কথা তাঁর নিজ মুখ থেকে শোনানোর জন্য ধন্যবাদ৷ এ ভাবেই মতামত জানিয়েছেন ই-মেলে প্রফেসর সাইফুল ইসলাম, পুরান তাহিরপুর, রাজশাহী থেকে৷

ব্লগার আসিফ মহিউদ্দীনের সাক্ষাৎকার অনেক ভাল লেগেছে৷ আসলে তিনি একজন সংগ্রামী লেখক৷ লিখেছেন খুলনা থেকে বিশ্বজিত কুমার মৃধা৷

সালাম আর প্রীতি নিন৷ আশা করি কুশলে সকলে৷ গত সপ্তাহে আপনাদের লিখিনি নানা ব্যস্ততায়৷ গতকাল সকালের অনুষ্ঠান অর্ধেকটা শুনলাম এফএম ১০২ মেগাহার্তস-এ৷ রাতে বাকিটা ইন্টারনেটে৷ ছবিমেলা নিয়ে শহিদুল আলমের কথা নিয়ে ঢাকার রিপোর্ট৷ বইমেলা আসছে, প্রিয় ডয়চে ভেলে বইমেলায় আসছে কিনা জনিনা৷ তবে বই মেলার আড়ালের শিল্পী কম্পিউটার কম্পোজার ফরিদার টেলিফোন সাক্ষাৎকার, প্রুফ রিডার ঝন্টু চৌধুরীকে নিয়ে রিপোর্ট ভালো লেগেছে৷ মো.আবদুল্লাহ, উথালীবাজার, চুয়াডাঙ্গা৷

‘বিশ্বে দ্বিতীয় বৃহত্তম বইয়ের বাজার জার্মানি' এই প্রতিবেদনটি দেখে জার্মানরা খুব বইপ্রেমী জানলাম৷ তবে বেশি বই সংগ্রহ করা থাকলে সেইগুলোকে রক্ষণাবেক্ষণ করা দুঃসাধ্য ব্যাপার৷ পোকা ধরে নষ্ট হয়ে যায়৷ এই ব্যাপারে প্রতিবেদন মারফৎ কিছু উপদেশ পেলে বাধিত হব৷ মধুমিতা ব্যানার্জি, টেঙ্গাবেরিয়া, জৌগ্রাম, বর্ধমান, ভারত৷

ড. ইউনূসকে নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সাথে সাক্ষাৎকার ভিত্তিক পরিবেশনাটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল এই সম্মানিত ব্যক্তিকে নিয়ে একজন মন্ত্রীর এমন বক্তব্য দুঃখজনক৷ ফয়সাল আহমেদ৷

সবুজ পৃথিবী পর্বে পারদ উৎপাদন ব্যবহার নিয়ে বিশ্ব পরিস্থিতি জানলাম৷ ‘এই প্রজন্ম' পর্বের বিষয়টিও ছিলো ভালো৷ স্মার্টফোনের বিরল খনিজ ধাতু কঙ্গো নামক দেশে পাওয়া যায় যা আগে জানা ছিলোনা৷ বিধান চন্দ্র টিকাদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ৷

‘চলতি ঘটনা'র পাতায় নতুন নতুন সংযোজিত প্রতিবেদনগুলো পড়ে নিলাম৷ প্রতিটি প্রতিবেদনই খবরের গুরুত্বের বিচারে এবং বৈচিত্রে সমৃদ্ধ৷ বিভিন্ন দেশের বিশিষ্ট আলোকচিত্রীদের ছবি প্রদর্শনী নিয়ে আয়োজিত বাংলাদেশের ছবিমেলা সম্পর্কে তো আগে কোনো ধারণাই ছিলো না৷ নতুন নতুন আলোকচিত্রীদের তাঁদের নিজ নিজ দক্ষতাকে সবার সামনে তুলে ধরার জন্য এই মেলা উপযুক্ত প্ল্যাটফর্ম৷ তা ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের সাথে সেই সব দেশগুলির সাংস্কৃতিক সম্পর্ক ও গড়ে উঠবে৷

বার্লিনে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় কৃষি মেলা আন্তর্জাতিক সবুজ সপ্তাহ সম্পর্কে এবং এই মেলার নানা দিক তুলে ধরে বিস্তারিত পরিবেশনার অনুরোধ রইলো৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে৷

Holzelefant

আমাদের জন্য বন্ধু সুভাষ চক্রবর্তীর পাঠানো উপহারটি...আর পেছনের বাক্সটি অনেকদিন আগে পাঠিয়েছিলেন বন্ধু আশিক ইকবাল টোকন৷

নতুন দিল্লির এই বন্ধু সুভাষ চক্রবর্তী একটি সুন্দর উপহার পাঠিয়েছেন আমাদের জন্য ডাকে কয়েকদিন আগে৷ (যেটার ছবি দেওয়া হলো) সাথে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, দীর্ঘদিন ডয়চে ভেলের পাশে থাকার কারণে মনের একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছে, যা কোনোদিন ভুলবার নয়৷ আর এই স্মৃতিটুকু ধরে রাখবার জন্যই বাংলা বিভাগের উদ্দেশ্যে এই ক্ষুদ্র উপহার৷

অনেক অনেক ধন্যবাদ আমাদের দীর্ঘদিনের বন্ধু সুভাষ চক্রবর্তীকে৷ আর বিভিন্ন মাধ্যমে মতামত জানানোর জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন