‘ছবি খুঁজুন, পুরস্কার জিতুন’ | পাঠক ভাবনা | DW | 14.09.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ছবি খুঁজুন, পুরস্কার জিতুন’

প্রিয় বন্ধুরা, গত সপ্তাহের ‘ছবি খুঁজুন, পুরস্কার জিতুন’ ওয়েবসাইট প্রতিযোগিতার ছবিটি ওয়েবসাইটে খুঁজে পাননি বলে অনেকেই অভিযোগ করেছেন৷ আসলে কারিগরি সমস্যার কারণেই এমনটা হয়েছিলো৷

আর সেজন্য এবার শুধু একটি নয়, একটির পরিবর্তে রয়েছে দু'টো পুরস্কার৷ আর দেরি নয় বন্ধুরা৷ চলে যান আমাদের ওয়েবসাইটে৷ লুকিয়ে রাখা ছবিটির কোড নম্বর খুঁজে নিয়ে পাঠিয়ে দিন আমাদের কাছে৷ আর কারা বিজয়ী হলেন সেটা জানিয়ে দেবো সোমবার রাতের অনুষ্ঠানে৷

বন্ধুরা, ছবিটি খুঁজতে গিয়ে আপনাদের পড়া হয়ে যাবে বিভিন্ন প্রতিবেদনগুলোও৷ সে সম্পর্কেও কিন্তু মতামত জানতে চাই আমরা৷ আর অনুষ্ঠান তো রয়েছেই৷ সবকিছু জানার অপেক্ষায় রইলাম আমরা৷

আপনাদের ওয়েবসাইট দেখে আমি আনন্দিত হয়েছি৷ বাংলায় এমন সুন্দর তথ্য অন্য কোথাও আমি পাইনা৷ আপনাদের কোনো কুইজ হয় কি না তা ই-মেইলের মাধ্যমে জানাবেন৷ পারলে কোনো উপহার পাঠাবেন৷ লিখেছেন শাহিন কাদির মধ্যমনি (নিচতলা) তালাইমারী, কাজলা, রাজশাহী থেকে৷

- ভাই শাহীন, অনুরোধ করবো নিয়মিত অনুষ্ঠান শুনুন এবং ওয়েবসাইটটি খুঁটিয়ে পড়ুন তাহলে সবকিছুই জানতে পারবেন৷

মুর্শিদাবাদ থেকে অপর্ণা চ্যাটার্জী ই-মেলে লিখেছেন ডয়চে ভেলে থেকে প্রথম জানতে পারলাম যে ২০২২ এ বিশ্বকাপ ফুটবল হবে৷ ডয়চে ভেলে সবসময়ই তাৎক্ষণিক খবরগুলো জানিয়ে থাকে, তাই ধন্যবাদ৷

তিনি ফেসবুকের ‘পাঠক ভাবনা'-তে লিখেছেন আমাদের নতুন রেডিও লিসনার্স ক্লাবের পক্ষ থেকে দিদিকে অনেক অনেক ধন্যবাদ জানালাম ৷

ফেসবুকে মন্জু দাস লিখেছেন, ধন্যবাদ আমাদের সাথে আছেন বলে৷

ফেসবুকে শেখ আবদুল রশীদের মন্তব্য, মতামতগুলো প্রকাশ করার জন্য ধন্যবাদ৷

শ্রোতাবন্ধু প্রফেসর সাইফুল ইসলাম ইমেলে লিখেছেন হাসিনা সরকার তাঁর মন্ত্রিসভায় আরো ৭জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিয়োগ দিয়েছেন৷ তবে তোফায়েল ও মেনন মন্ত্রীত্বের অফার প্রত্যাখান করেছেন৷ কিন্তু কেন? এ সম্পর্কে একজন রাজনৈতিক বিশ্লেষকের মতামত শ্রোতাদের উপহার দেওয়া উচিৎ ছিলো বলে তিনি মনে করেন৷

শিবপুর, নওয়াপাড়া, দূর্গাপুর, রাজশাহী থেকে নতুন বন্ধু জাহিদ হাসান লিখেছেন, অনুষ্ঠান শুনছি, ভালো লাগছে৷ আমার স্যার প্রফেসর সাইফুল ইসলামের কাছ থেকে ঠিকানা নিয়ে মেল করলাম৷

আরবিআই লিসনার্স ক্লাব, পানপাড়া, নদীয়া থেকে শ্রোতাবন্ধু মন্জু দাস লিখেছেন গত রবিবারের ‘ইনবক্স' ছিলো টকঝাল মিষ্টিতে ভরপুর৷ অনেককিছুই জানলাম৷ তবে আমার পক্ষে আইপড জেতার সম্ভাবনা নেই কারণ আমি কবিও নই, লেখিকাও নই৷

-বোন মন্জু শ্রেষ্ঠ পত্র লেখক হওয়ার জন্য কিন্তু কাউকে কবি বা লেখক হতে হবেনা৷ অনুষ্ঠান, ওয়েবসাইট, ফেসবুক সম্পর্কে নিজের মতো করে গুছিয়ে মতামত জানালেই আইপড জেতার সম্ভাবনা থাকবে৷ আরবিআই লিসনার্স ক্লাবের সদস্য মোনালিসা, চয়ন বিশ্বাস এবং বিকাশ সরকারের ছোট ছোট এসএমএসগুলোও আমরা পেয়েছি৷

পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব, হরিপুর, চাটমোহর, পাবনা থেকে শ্রোতাবন্ধু ডা. এস এম এ হান্নান লিখেছেন, ডয়চে ভেলের মতো আন্তর্জাতিক মানের এ প্রচার মাধ্যমের জুড়ি মেলা ভার৷ তাইতো আপনাদের সাথেই আছি৷ ইনবক্স একটি আকর্ষণীয় অনুষ্ঠান৷ আমার মনে হয় শ্রোতারা যত ব্যস্তই থাকুক না কেন এসময়ে অনুষ্ঠানে হাজির থাকে৷

-একথাটা ঠিক মেনে নিতে পারলামনা৷ কারণ যাদের মতামতের উত্তর ইনবক্স-এ দেওয়া হয়ে যায় তারা আবার একই কথা লেখেন পরের ইমেলে৷ অনুষ্ঠান শুনলে তো এমনটা হবার কথা নয়, তাইনা? এই মুহূর্তে মনে পড়ছে নিমাইদিঘীর বন্ধু আবদুর রাজ্জাকের কথা৷ বহুবার ইনবক্স-এ তার ই-মেলের উত্তর দেবার পরও একই কথা লিখেছেন পরের ই-মেলে৷

শ্রোতাবন্ধু হান্নান আরো লিখেছেন, ওয়েবসাইটের পাঠক ভাবনায় অনেক শ্রোতাবন্ধুদের মূল্যবান পরামর্শ অনুযোগ প্রস্তাব, সমালোচনায় ওয়েবসাইটটি হয়েছে আরও বেশি আকর্ষণীয়৷

-অনেক ধন্যবাদ ৷ আগামীতে আশা করবো কোন প্রস্তাব, পরামর্শ বা গঠনমূলক সমালোচনা থাকলে করতে দ্বিধা করবেন না৷ আর হ্যাঁ যখন প্রস্তাব, পরামর্শ বা গঠনমূলক সমালোচনার কথা বলা হয় তখন উত্তরে বেশিরভাগ বন্ধুই পহার, পুরস্কার বা চিঠির উত্তর না পাওয়া সম্পর্কে নানা কথা লিখে থাকেন৷

আসলে আমরা জানতে চাই অনুষ্ঠান, ওয়েবসাইট বা ফেসবুক সম্পর্কে ৷

আমার প্রিয় জন্মভূমি

তোমায় ভালবাসি

খাল বিল নদীনালা

রাখাল বাজায় বাঁশি৷

ফুলে ফলে ভরা এ দেশ

পাখির কলতান৷

স্বাধীনতা এনেছি

রেখেছি পতাকার মান৷

এই দেশেতে বাস করে

ধন্য মোদের জীবন৷

এই দেশে শেষ ঠিকানা

হয় যেন মরণ৷

স্বরচিত কবিতাটি পাঠিয়েছেন মিসেস রুমা, পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব, হরিপুর, চাটমোহর, পাবনা থেকে৷

-সবাইকে অনেক অনেক ধন্যবাদ৷ বন্ধুরা, অনুষ্ঠান ওয়েবসাইট এবং ফেসবুক সম্পর্কে জানাবেন মতামত৷ যে কোন মাধ্যমে৷ ভয়েসমেল পাঠালে খুশি হবো কারণ শ্রোতাবন্ধুদের কন্ঠ ইনবক্স-এ যোগ করে আলাদা মাত্রা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন