‘জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর’ | পাঠক ভাবনা | DW | 20.06.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর’

জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টাভেলে’র বাংলাদেশ সফর সম্পর্কে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নানের সাক্ষাৎকার প্রচারের জন্য ধন্যবাদ দিয়েছেন গোপালগঞ্জ থেকে শ্রোতাবন্ধু ফয়সাল আহমেদ৷

এই প্রতিবেদনটি ভালো লাগার কথা ফেসবুকের পাতায় জানিয়েছেন রনি ইয়াসির এবং ডয়চে ভেলে লিসনার্স ক্লাব৷

- বন্ধুরা, নিয়মিত সঙ্গে থাকুন৷ তাহলে জানতে পারবেন জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের বহু গুরুত্বপূর্ণ তথ্য৷

প্রতিবন্ধী যুবকের হুইল চেয়ারে লন্ডন যাত্রা অনেক যুবক-যুবতীর আত্মবিশ্বাস বাড়িয়ে দিল৷ জানিয়েছেন কলকাতা থেকে শ্রোতাবন্ধু তাপস নাথ৷ তিনি আরো লিখেছেন, মুক্তিযোদ্ধা রমা চক্রবর্তীর সাহসিকতার কাহিনীও ভালো লাগলো৷

কদমতলা, ঢাকা থেকে নতুন শ্রোতাবন্ধু কামাল টাইটানিকের ইতিহাস সম্পর্কে জানতে চেয়েছেন৷

গতকাল সকালে মোনালিসা পরিবেশনায় রুমা চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎকার শুনলাম, ভালো লাগলো৷ চমৎকার সাক্ষাৎকার প্রচারের জন্য এবং আমাদের ওয়েবসাইটে তাঁর মতামত তুলে ধরার জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ দিয়েছেন হাট শিমলা, বর্ধমান থেকে শ্রোতাবন্ধু প্রদীপ বসাক৷

মিয়ানমারে বৌদ্ধ এবং রোহিঙ্গা মুসলমানদের সংঘর্ষে নিহত ৫০৷ বিশ্ব কেন চুপ? তারা কি তাকিয়ে তাকিয়ে তামাশা দেখছে? অনেকেই বলছে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দেওয়ার জন্য৷ এতে কি সব সমস্যার সমাধান হবে? বরং মিয়ানমারের ফোঁড়ার ব্যথা বাংলাদেশে এসে পড়বে৷ এমনিতেই যে সব রোহিঙ্গা বাংলাদেশে আছে, তাদেরকেই ফেরত পাঠানো যাচ্ছে না৷ তারা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পাসপোর্ট করে বাংলাদেশি পরিচয় দিয়ে বিভিন্ন রকম অপরাধ করছে৷ আর তার কলঙ্গ বয়ে বেড়াচ্ছে আমাদের বাংলাদেশ৷ আর সেখানে যদি আবারো রোহিঙ্গাদের প্রবেশ করতে দেওয়া হয়, তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করবে এবং রাষ্ট্র তা দমন করতে ব্যর্থ হবে৷

শুভেচ্ছান্তে, মো. রাসেল সিকদার,সভাপতি জ্ঞান বিকাশ কেন্দ্র রেড়িও ক্লাব, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর৷

সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন