‘টাইফুনে দুই শতাধিক মানুষের মৃত্যু’ | পাঠক ভাবনা | DW | 05.12.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘টাইফুনে দুই শতাধিক মানুষের মৃত্যু’

একটু আগে ডয়চে ভেলের ইংরেজি ওয়েবসাইটে একটি খবর দেখতে পেলাম যে দক্ষিণ ফিলিপিনসে ভয়াবহ টাইফুনে দুই শতাধিক মানুষের মৃত্যু এবং অনেকে এখনো নিখোঁজ৷ বাংলা ওয়েবসাইটের পাতায় এখনো খবরটি দেখতে পেলাম না৷

আশা করছি আর কিছুক্ষণ পরেই খবরটি বাংলা ওয়েবসাইটও বিস্তারিত কভারেজ করবে প্রকৃতির এই ধ্বংসলীলার ওপর৷

‘মহাকাশ গবেষণার জন্য ইউরোপের বাজেট'– প্রতিবেদনটি পড়ে বিস্তারিত খবর জানতে পারলাম৷ মহাকাশ বিজ্ঞান নিয়ে যে কোনো ধরনের তথ্য আমার খুব ভালো লাগে৷ এই বিষয়টির ওপর আমার আগ্রহ একটু বেশি৷ মহাকাশ বিজ্ঞান নিয়ে জার্মানির গবেষণা ও আগামী দিনের কার্যসূচি সম্পর্কে প্রতিবেদনের অনুরোধ রইলো৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি৷

গতকাল রাতের বিশ্বসংবাদ ও প্রতিবেদন খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম বাংলাদেশ জামায়াতে ইসলামের ডাকা হরতালের বিস্তারিত শোনার জন্য, অবশেষে শুনলাম৷ এখন আমরা বাংলাদেশের খবর জানতে বিবিসি ও ভয়েস অফ অ্যামেরিকার ওপর অতটা নির্ভর করি না, যতটা করি ডয়চে ভেলের ওপর৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ প্রফেসর সাইফুল ইসলাম থান্দার, পুরান তাহির পুর, আলীয়াবাদ, রাজশাহী৷

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মের সার্ধ শতবার্ষিকী পালন নিয়ে বিশেষ পরিবেশনাটি চমৎকার ছিল৷ বি এম ফয়সাল আহমেদ, লিপন স্মৃতি রেডিও লিসনার্স ক্লাব, ঘোড়াদাইড়, সুলতানশাহি, গোপালগঞ্জ৷

epa03495676 An activist of the Jamaat-e-Islami is being carried to a police van after an arrest during the country wide dawn-to-dusk strike at Malibagh in Dhaka, Bangladesh 04 December 2012. The Jamaat activists staged several processions in the city, smashed vehicles and set two buses on fire as the organization enforced the strike demanding the release of their top leaders detained and under trials of war crimes in the war in 1971. EPA/ABIR ABDULLAH

বাংলাদেশে মঙ্গলবার হরতাল পালন করে জামায়াত ইসলামী

আশাকরি সব কুশল মঙ্গল৷ ৪ঠা ডিসেম্বর তারিখের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন সময়ে কাউসার বেগমের কথা ভালো লাগলো৷ কেট উইলিয়ামকে নিয়ে ছবিঘর চাই৷ মোহাম্মদ আবদুল্লাহ, মিতালী ইন্টারন্যাশনাল ডয়চে ভেলে লিসনার্স ক্লাব, উথলীবাজার, চুয়াডাঙ্গা৷

আজ পোশাক শ্রমিকদের টাকা প্রদান অনুষ্ঠানে ঢাকা থেকে পাঠানো টেলিফোন বার্তা খুব ভালো লেগেছে৷ এবং গতকাল রাতে প্রচারিত গোটা পরিবেশনাই ভালো ছিলো৷ মো.আসরাফুল ইসলাম মিন্টু, কুমারকোটা লিসনার্স ক্লাব, আরপাড়া, মাগুরা৷

গতকাল রাতের রাতের অনুষ্ঠানে মোনালিসা পর্বে কাউসার বেগমের কাছ থেকে ৭১-এ চট্টগ্রামের অবস্থার কথা জানলাম৷ ক্যাম্পাস পর্বে মিউনিখের এলএমইউ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানলাম৷ কানন রানী টিকাদার, বিধান চন্দ্র টিকাদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ৷

শুভ বড়দিনের অগ্রিম শুভেচ্ছা রইল৷ ইন্টারনেটের ভবিষ্যত কি হবে? আরো বেশি কড়াকড়ি কি চাপানো হবে এই নেটওয়ার্কের ওপর, নাকি এটা থাকবে মুক্ত এবং স্বাধীন – ইন্টারনেটের ভবিষ্যত নিয়ে লড়াইয়ের প্রস্তুতির খবর জানলাম ডয়চে ভেলের মাধ্যমে৷ দুবাইয়ের এই সম্মেলন সফল হোক৷ গোটা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীদের একটি বড় অংশই এই নেটওয়ার্ককে রাখতে চায় মুক্ত এবং স্বাধীন, যেখানে স্বাধীনভাবে যে কোনো ব্যক্তি তাঁর মত প্রকাশের সুযোগ পাবে৷ আমিও চাই ইন্টারনেটে স্বাধীন মত প্রকাশ করার সুযোগ৷ ধন্যবাদ ডয়েচে ভেলে তাজা এই প্রতিবেদনটির জন্য৷

২০ বছর পূর্তি উপলক্ষ্যে এসএমএস ও টেক্টট মেসেজ এর উপর ফিচারটিও ছিল চমৎকার তথ্যে ভরা৷ এই ই-মেলটি পাঠিয়েছেন এস এম আনোয়ার কবীর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জোনাল কার্যালয়, সিরাজগঞ্জ থেকে৷

-আন্তরিক ধন্যবাদ সকলকে৷

নির্বাচিত প্রতিবেদন