‘সুস্বাদু প্রসাদের আরো ছবি চাই’ | পাঠক ভাবনা | DW | 03.12.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘সুস্বাদু প্রসাদের আরো ছবি চাই’

ডয়চে ভেলে থেকে মন্দিরে প্রসাদের ছবিঘরটি দেখে মুগ্ধ হলাম৷ এই প্রসঙ্গে আপনাদের জানাচ্ছি যে, ভারতে অবস্থিত পুরির জগন্নাথ মন্দিরে ৫৬ রকমের সুস্বাদু ভোগ পরিবেশন করা হয় – যা পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত৷

মো. রাসেল শিকদারের পলাশ সম্পর্কে লেখা দেখে আমার চোখ দিয়ে জল এসে গেল৷ মো. রাসেলের প্রতি আমার সহানুভূতি জানাবেন৷ এরকম অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত দরকার৷

বিদ্যুৎ চলে যেতে বিশদভাবে কিছু লিখতে পারছি না৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ এই ই-মেলটি পাঠিয়েছেন সুহৃত বন্দ্যোপাধ্যায়, জৌগ্রাম, বর্ধমান থেকে৷

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল জাতিসংঘ৷ এখন জাতিসংঘের নন-মেম্বার স্টেট-এর মর্যাদা পাবে ফিলিস্তিন৷ এটা ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি পৃথিবীর বৃহত্তম বিশ্বসংস্থার পরোক্ষ স্বীকৃতি৷ এই বিষয়ে বিস্তারিত রিপোর্টটির জন্য ধন্যবাদ৷ বি এম ফয়সাল আহমেদ, লিপন স্মৃতি রেডিও লিসনারস ক্লাব, ঘোড়াদাইড়, সুলতানশাহি, গোপালগঞ্জ৷

আমি নিয়মিত আপনাদের বেতারের অনুষ্ঠান শুনে থাকি৷ নিঃসন্দেহে এ বেতার একটি তথ্যবহুল প্রচার মাধ্যম৷ আমাদের শ্রোতা ক্লাবের সদস্যরাও আগ্রহের সাথে অনুষ্ঠান শুনে থাকে৷ আপনাদের প্রচারিত প্রতিবেদন বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিবর্গের জীবন কাহিনী, বিশ্ব সাংস্কতিক বিষয়াদি আমাদের আরো গভীরভাবে উপলব্ধি করার সুযোগ তৈরি করে দিয়েছে৷ আমাদের বিশ্বাস আপনাদের বেতারের মাধ্যমে সবার সাথে আন্তরিকতা ও সৌহার্দপূর্ণ সম্পর্ক ফলপ্রসু হয়ে উঠেছে৷ ডা. এসএমএ হান্নান, পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব, হরিপুর, চাটমোহর, পাবনা৷

ঘুমিয়ে স্বপ্ন দেখার দিন শেষ, এখন জেগে স্বপ্ন দেখতে হবে৷ আমাদের বহু কাঙ্খিত পদ্মা সেতু তৈরিতে কোনো অনিয়ম আমরা সাধারণ জনগণ মেনে নেবো না৷ আমি বাংলাদেশের দক্ষিণ বঙ্গে মাদারীপুর বাস করি৷ ঢাকা থেকে মাদারীপুরের দূরুত্ব বেশি না৷ কিন্তু রাজধানীতে যেতে আমাদের সময় লাগে ৩-৪ ঘণ্টা৷ এর প্রধান কারণ পদ্মা৷ আষাঢ়-শ্রাবণ মাসে যখন আবহাওয়া খারাপ থাকে তখন সকল লঞ্চ-ফেরি বন্ধ করে দেওয়া হয়৷ এতে ঢাকার সাথে পুরো দক্ষিণ বঙ্গের যোগাযোগ বন্ধ হয়ে যায়৷ কবে হবে পদ্মা সেতু? কবে হবে এর সমাধান?

Indien Speisen

৫৬ রকমের সুস্বাদু ভোগ পরিবেশন করা হয় জগন্নাথ মন্দিরে

সারা জীবন টেলিভিশনে দেখে গেছি ট্রেন৷ কিন্তু কখনো ওঠার সুযোগ হয়নি৷ ট্রেন ভ্রমণ এখন আমার হৃদয়ে লালিত একটি সপ্ন৷ পদ্মা সেতু হলে আমরা শুনতে পাবো ট্রেনের ঝন ঝন শব্দ৷ পূর্ণ হবে আশা৷ কিন্তু সেটা কবে? আমরা কি দেখে যেতে পারবো স্বপ্নের পদ্মা সেতু? ডয়চে ভেলের মাধ্যমে জানতে পারলাম লুই গ্যাব্রিয়েল ওকাস্পোরের নেতৃত্বে বিশ্বব্যাংকের তিন সদস্যের একটি তদন্তকারী দল বাংলাদেশে এসেছে৷

ডয়চে ভেলের মাধ্যমে তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সব সমস্যার সমাধান করুন৷ কোনো উস্কানিমূলক চক্রের কথায় কান না দিয়ে আমাদের একটি আশার বাণী শোনান৷

১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস৷ এই দিবসটি পালনের মাধ্যমে বিশ্ববাসী এইডস সম্পর্কে আরো বেশি সচেতন হবে৷ এইডস দিবস নিয়ে ছবিঘরটি অসাধারণ লেগেছে৷ মিশর তাড়াহুড়া করে নতুন সংবিধানের খসড়া করেছে৷ এর বিরূপ প্রভাব মিশরের উপর পড়ার সম্ভাবনা আছে৷ মজলুম ফিলিস্তিনিদের উপর অত্যাচার আমাদের হৃদয়ে আঘাত করে৷ ফিলিস্তিনিদের উপর নির্যাতন নিয়ে বিশ্ববাসী কি ভাবছে? এ সম্পকে একটি প্রতিবেদ করার অনুরোধ করছি৷

সুস্থ দেহ, সুন্দর মন৷ আর এই শরীরকে সুস্থ্য রাখার জন্য প্রয়োজন খেলাধুলা৷ অতিরিক্ত খেলাধুলা যে শরীরের জন্য ক্ষতিকর তার সম্পর্কে বিশদভাবে জানলাম ‘বিজ্ঞান প্রযুক্তি' শিরোনামে৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে এত সুন্দর একটি প্রতিবেদন উপহার দেওয়ার জন্য৷

ডয়চে ভেলের পাঠকদের উৎসাহ দেওয়ার জন্য তার সুন্দর তথ্যবহুল সাজানো গোছানো ওয়েবসাইটে ‘ছবি খুঁজুন পুরস্কার জিতুন' শিরোনামে একটি প্রতিযোগিতা পর্ব চালু রেখেছে৷ আগে প্রত্যেক দিন একজনকে বিজয়ী করা হতো৷ তাই প্রতিদিন ওয়েবসাইটে বসতো শ্রোতাদের মিলন মেলার হাট৷ অনুরোধ রইলো বর্তমান তিন দিনের পরিবর্তে ‘পূর্বের মতো সাতদিনই' পুরস্কারের ব্যবস্থা করুন৷ শুভেচ্ছান্তে মো. রাসেল সিকদার সভাপতি, জ্ঞান বিকাশ কেন্দ্র রেডিও ক্লাব, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর৷

- এ সম্পর্কে আগামী ইনবক্স-এ আলোচনা করার হবে৷

আমরা পদ্মা সেতুর বিষয়ে যা পত্রিকায় পড়ছি তাতে এখনও নিশ্চিত নয় কি হতে জাচ্ছে? আজ পর্যবেক্ষক দল আবার এসেছে৷ আমার প্রশ্ন হচ্ছে আসলেই কি পদ্মা সেতু হওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার আন্তরিক? মোঃ রফিকুল ইসলাম, ঢাকা৷

- সবাইকে অনেক অনেক ধন্যবাদ মতামত জানানোর জন্য৷

নির্বাচিত প্রতিবেদন