‘ডিডাব্লিউ বিজ্ঞানের অনেক তথ্য জানায়’ | পাঠক ভাবনা | DW | 25.03.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ডিডাব্লিউ বিজ্ঞানের অনেক তথ্য জানায়’

ডয়চে ভেলে, বিজ্ঞান পরিবেশ বিভাগে ‘তরলে ডুবিয়ে ঠাণ্ডা রাখা যাবে কম্পিউটার’ নিবন্ধটি বেশ আগ্রহোদ্দীপক৷যুক্তরাজ্যভিত্তিক ‘আইসোটোপ’-এর আবিষ্কার আগামীদিনে বিশ্বে..

অনেকখানি জ্বালানি সাশ্রয় করতে সাহায্য করতে পারবে, পরিবেশও হবে অনেক পরিচ্ছন্ন৷কেননা শক্তি উৎপাদনকেন্দ্রগুলি থেকে দূষণ কম ছড়ায় না৷ যদিও নিবন্ধ থেকে বোঝা গেল, আবিষ্কারটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবুও আগামীদিনে এর ব্যবহার যে ব্যাপক হতে চলেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই৷

‘মিস ইন্ডিয়ার ৫০ বছর' শীর্ষক ছবিঘরটি খুব ভালো লাগলো৷ রীতা ফারিয়া ১৯৬৬ সালে বিশ্বসুন্দরী হয়েছিলেন৷ তাঁর ছবিও ছবিঘরে থাকলে আরো ভালো লাগতো৷

‘মধ্যপ্রাচ্যে ওবামার ইমেজ সফর', ‘ওবামা ইসরায়েলে, হামাস জানান দিলো, তারাও আছে' এবং ‘ওবামার মধ্যপ্রাচ্য সফরে প্রতীকের গুরুত্ব' – পরপর কয়েকদিনের এই প্রতিবেদনগুলি থেকে মধ্যপ্রাচ্যে আমেরিকার রাষ্ট্রপতির সফরের বিভিন্ন দিক সম্বন্ধে ওয়াকিবহাল হতে পারলাম৷

প্যালেস্টাইনের প্রতি দীর্ঘদিন ধরেই আমরা সহানুভূতিশীল, আবার চারিদিক শত্রুরাষ্ট্র দিয়ে ঘেরা ইসরায়েলের বীরের মতো অস্তিত্বরক্ষার লড়াইকেও আমরা কুর্নিশ করি৷ তাই আন্তরিকভাবেই চাই, মধ্যপ্রাচ্যে শান্তি আসুক৷ ইসরায়েল আর প্যালেস্টাইনের শান্তিপূর্ণ সহাবস্থান দেখতে চাই৷ এটা অস্বীকার করা যায় না যে, ঠাণ্ডা যুদ্ধোত্তর বিশ্বে অ্যামেরিকাই সবচেয়ে প্রভাবশালী শক্তি৷ তাই শান্তিস্থাপনে অ্যামেরিকার কাছ থেকে বড় ভূমিকা আমরা আশা করি৷ আশা রাখি মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফর শান্তির আগমনকে ত্বরান্বিত করবে৷ সবাই ভালো থাকবেন৷ নমস্কার নেবেন৷ পাথরডিহি, বাগমুন্ডী, পুরুলিয়া, ভারত থেকে এই ই-মেলটি আমাদের কাছে পাঠিয়েছেন নতুন বন্ধু কেকা প্রধান৷

সুপ্রিয় বন্ধুরা, আমার ভালোবাসা ও শুভেচ্ছা নেবেন৷ আশা করছি সবাই ভালো আছেন৷ আমি এবং ক্লাবের সবাই ভালো আছি৷

আজ সকাল থেকেই কেন জানি বারবার ওয়েবসাইট দেখতে ইচ্ছে করছিল৷ তাই সকালেই খুলে বসি কম্পিউটার৷ সবগুলো প্রতিবেদন আর পুরনো ফিচারগুলো দেখলাম৷ আপনাদের ওয়েবসাইটে এখনও অনুষ্ঠান শুনুন এবং অনুষ্ঠান সূচি লিংকগুলো কেন দেয়া আছে বুঝলাম না৷ এটা সরিয়ে ফেললে ভালো হবে৷ বাংলা বিভাগের সবার ছবিগুলো ডাউনলোড করে রাখলাম নতুন করে৷ ভালো থাকার চেষ্টা তো আছেই৷

আগামীকাল বাংলাদেশ বেতারে একটি অনুষ্ঠানের সাক্ষাৎকার দিতে যাব এবং একটি অনুষ্ঠানের কুইজে বিজয়ী হয়ে পুরস্কার আনতে যাব৷ বারবার আপনাদের অনুষ্ঠানের কথা মনে হচ্ছে৷ কতদিন হয়ে গেল আর আপনাদের কারো কণ্ঠ শুনতে পাইনা৷ বাধ্য হয়েই পুরনো রেকর্ডিংগুলো শুনি মাঝে মাঝে৷ লিখেছেন মো. সোহেল রানা হৃদয় ও রওশনা আরা লাবনী, ঢাকা সেনানিবাস, ঢাকা, বাংলাদেশ থেকে৷ তাদের দু'জনের অনুরোধ ‘ওয়েবসাইট ভিত্তিক কিছু কুইজ চালুন করুন'৷

আশাকরি আপনারা সবাই ভালো আছেন৷ আমি ভালোই ছিলাম, হঠাৎ ডয়চে ভেলের কথা মনে হওয়ায় একটু খারাপ লাগছে৷ নাজমুল হুদা, ছোট হায়াত খাঁ, পীরগাছা, রংপুর৷

বাংলা বিভাগ, শুরুতে আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন৷ ডয়চে ভেলের রেডিও অনুষ্ঠান না থাকায় আমি ওয়েবসাইট দেখছি এবং বেশ উপভোগ করছি৷ মনজুরুল ইসলাম মিন্টু, কেবল কৃষ্ণ, জুম্মাহাট, উলিপুর-৫৬২০,কুড়িগ্রাম থেকে জানিয়েছেন৷

- আমরা আশা করছি আমাদের অন্য বন্ধুরাও এভাবেই আমাদের ওয়েবসাইট দেখবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন৷

অনেক লেখালেখির পর বাংলাদেশের কাস্টমস অফিস এবার কোনো চার্য ধরছে না! আমার ক্লাবের আমি মো.রাসেল শিকদার এবং আমার চাচাতো বোন শারমীন শিকদার ফেইবুক প্রতিযোগীতায় বিজয়ী৷ আমার ক্লাবের আরেকজন সদস্য মো. এমদাদুল শিকদার ছবি খুঁজুন প্রতিযোগীতায় বিজয়ী হয়েছে৷ আমার অনুরোধ এই তিনটি পুরস্কার এক সাথে পাঠাবেন৷ তা না হলে খুলনা ব্যতীত অন্য কোথাও কাস্টমস হলে মোটা অংকের কাষ্টমস চার্য করা হবে৷ আশা করি আমার সমস্যার কথা বিবেচনা করে তিনজনের পুরস্কার এক সাথে পাঠাবেন৷ শুভেচ্ছান্তে মো.রাসেল শিকদার, শ্রীনাথদী, কেন্দুয়া-৭৯০১, মাদারীপুর৷

- আপনাদের তিনজনের পুরস্কারই আলাদাভাবে রেজিষ্ট্রি ডাকে পাঠানো হয়ে গেছে৷ গত একমাসে যারা পুরস্কারের প্রাপ্তিসংবাদ আমাদের জানিয়েছেন, সবাই লিখেছেন কোনোরকম শুল্ককর ছাড়াই এবার তারা পুরস্কার হাতে পেয়েছেন৷ আশা করছি আপনাদেরও কোনো সমস্যা হবেনা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন