‘ডয়চে ভেলে: একটি অসাধারণ বেতার মাধ্যম’ | পাঠক ভাবনা | DW | 26.06.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ডয়চে ভেলে: একটি অসাধারণ বেতার মাধ্যম’

আমি ডিডাব্লিউ বা ডয়চে ভেলের একজন নিয়মিত শ্রোতা৷ কিন্তু গত প্রায় দু’মাস যাবত আমি ডয়চে ভেলের রেডিও অনুষ্ঠান শুনতে পারছি না৷ তাই বাধ্য হয়েই আপনাদের ইন্টারনেটের পাতায় গিয়ে খবর এবং অন্যান্য প্রতিবেদনগুলো পড়ছি৷

বন্ধু মো. ইউনুস, আপনি ঠিক কোথা থেকে আমাদের রেডিও অনুষ্ঠান শুনতেন - সেটা লেখেন নি৷ ই-মেল'এ লেখেন নি আপনার ঠিকানাও৷ তাই আপনার সমস্যার কারণটা বলতে পারছি না৷ তবে রেডিও অনুষ্ঠান শুনতে না পারার পরও যে আপনি আমাদের ওয়েবসাইটের পাতায় গিয়ে প্রতিবেদনগুলো পড়ছেন, এটা জানতে পেরে আমাদের খুব ভালো লেগেছে৷ ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আমাদের অনুষ্ঠানও শুনতে পারেন৷ প্রথম পাতার ডানদিকেই রয়েছে পডকাস্ট এবং দু'টো অনুষ্ঠানের অডিও-ফাইল৷

দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত থেকে আমাদের বহু দিনের শ্রোতাবন্ধু রতন কুমার পাল লিখেছেন, ডিডাব্লিউ'র ওয়েবসাইটে আমরা ইউরো কাপ নিয়ে প্রতিদিনের ছবিঘর এবং প্রতিবেদন দারুণ উপভোগ করছি৷ এছাড়া, জার্মানির প্রতিটি খেলা দেখছি আমরা৷ এই মুহূর্তে খুব ভালো খেলছে জার্মানি৷ আমরা জার্মান দলের জন্য দোয়া করছি যাতে তারা এবার ইউরো ২০১২'র চ্যাম্পিয়ন হয়৷ তাদের জিততেই হবে৷ আমার প্রশ্ন:

১. কোন দেশ সবচেয়ে বেশি বার ইউরো কাপ জিতেছে?

২. জার্মানি কতবার ইউরো কাপের আয়োজক দেশ ছিল?

৩. অতিতে কোনো আয়োজক দেশ কি কখনও ইউরো কাপ জিতেছে?

উত্তর:

১. জার্মানি সবচেয়ে বেশি তিনবার ইউরো কাপ জিতেছে৷ এর মধ্যে ১৯৭২ ও ৮০ সালে পশ্চিম জার্মানি নামে৷ এরপর দুই জার্মানি এক হওয়ার ১৯৯৬ সালেও তারা চ্যাম্পিয়ন হয়৷

২. একবার, ১৯৮৮ সালে

৩. হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছে তিনবার৷ ১৯৬৪ সালে স্পেন, ৬৮ সালে ইটালি আর ১৯৮৪ সালের আয়োজক দেশ ফ্রান্স টুর্নামেন্টের সেরা হয়৷

সংকলন: দেবারতি গুহ

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন