‘ডয়চে ভেলে থেকে অনেক কিছু জানা যায়’ | পাঠক ভাবনা | DW | 22.08.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ডয়চে ভেলে থেকে অনেক কিছু জানা যায়’

ঢাকার সাভার থেকে ১৮ বছর বয়সি প্রদীপ দাস লিখেছেন ঠিক এভাবে, ডয়চে ভেলের অনুষ্ঠান খুব ভালো লাগে, অনেক কিছু জানতে পারি৷ তাই এই প্রথম এসএমএস করলাম৷ প্লিজ পড়বেন কিন্তু৷ আমার মন ভাঙবেন না৷

শ্রোতাবন্ধু প্রদীপের একটা প্রশ্নও আছে৷ তিনি জানতে চেয়েছেন, মাসিক ধাঁধার উত্তর কি এই নম্বরেই পাঠাবো?

- নতুন বন্ধু প্রদীপ, ডয়চে ভেলের বিশাল পরিবারে আপনাকে স্বাগত জানাই৷ আজ রাতের অনুষ্ঠানে আপনার ই-মেল পড়ে কিন্তু আপনার অনুরোধ রেখেছি৷ এখন আপনার আমাদের অনুরোধ রাখার পালা, অর্থাৎ নিয়মিত মতামত জানাবেন, কেমন? আর হ্যাঁ, ধাঁধার উত্তর এই নম্বরে পাঠালেই আমরা পেয়ে যাবো৷

মতামত জানিয়ে আরো ই-মেল করেছেন সুনীল বরণ দাস৷ মধুমিতা ব্যানার্জি৷ কহিনূর বেগম৷ আবদুর রাজ্জাক, ডা.এসএমএ হান্নান, উজ্জ্বল ও বেলাল হোসাইন৷

জার্মানির স্কুলগুলোতে ইসলামি শিক্ষা বিষয়ক পরিবেশনাটি ভীষণ ভালো লাগলো৷ এ ধরনের পরিবেশনা আরও প্রচার করার অনুরোধ করছি৷ এই প্রজম্ম অনুষ্ঠানে খুদে ব্লগার রুবাইকে নিয়ে পরিবেশনাটি চমৎকার ছিল৷ রিপোর্টটি শুনে অনেকেই এই ধরনের সৃষ্টিশীল কাজে আগ্রহী হবেন বলে মনে করছেন ফয়সাল আহমেদ৷

‘ঋতুর রানি শরতের কথা' - ওয়েবসাইটে এই প্রতিবেদনটি পড়ে আমার বেশ ভালো লাগলো৷ এমন প্রাণোজ্জ্বোল ছবি দুটো দিয়েছেন যা দেখে আমি আবেগাপ্লুত হলাম৷ তবু আমি মনে করি একমাত্র কবিগুরু ছাড়া অন্য কোনো লেখকের লেখায় এই শরতের এত অসাধারণ সৌন্দর্যভাব ফুটে উঠতে দেখিনি৷ ছবি দুটো অনবদ্য হয়েছে৷ ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ৷ মধুমিতা ব্যানার্জি, জৌগ্রাম, বর্ধমান৷

সুপ্রিয় বন্ধুরা, ফাঁকা ও উঁচু স্থানে গিয়ে এফএম'এ মুটামুটি অনুষ্ঠান শোনা যায়৷ ইনবক্সে আমার নাম শুনে আমি খুব খুশি৷ ডা. এস এম এ হান্নান পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব হরিপুর পাবনা থেকে জানিয়েছেন৷

পাঠক/শ্রোতা পরিবারের মৈত্রীর সেতুবন্ধন হচ্ছে ডয়চে ভেলের শ্রোতাদের মতামত নিয়ে ‘ইনবক্স' পরিবেশনা৷ কবি, সাহিত্যিকের জীবনী, শ্রদ্ধাঞ্জলী, ফটো ফিচার, প্রয়াত বিশিষ্ট ব্যক্তিবর্গের স্মতিচারণ ও ঘটনাবলির মতো বিষয় ওয়েবসাইটে এবং এফএম'এ জানতে পারছি৷ যা থেকে আমরা অনেক জ্ঞান আহরণ করতে পারছি৷ আমি প্রস্তাব রাখছি, ‘চল না ঘুরে আসি' নামে বিভিন্ন ভ্রমণ কাহিনী নিয়ে একটি সিরিজ চালু করা যায় কিনা ভেবে দেখবেন৷ কোহিনূর বেগম, পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব, হরিপুর পাবনা৷

- ধন্যবাদ সবাইকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন