‘তরুণরা চায় উৎসাহ, প্রেরণা’ | পাঠক ভাবনা | DW | 31.10.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘তরুণরা চায় উৎসাহ, প্রেরণা’

‘এই প্রজন্ম’ অনুষ্ঠানে ‘শুনতে কি পাও’? সিনেমা নিয়ে কামার আহমেদের সাথে সাক্ষাৎকার ভিত্তিক পরিবেশনাটি ভীষণ ভালো লাগলো৷ এই ধরনের পরিবেশনা তরুণদের উৎসাহিত করে, ভালো কিছু করতে অনুপ্রেরণা যোগায়৷

একথা ই-মেলে লিখেছেন বি এম ফয়সাল আহমেদ, লিপন স্মৃতি রেডিও লিসনার্স ক্লাব, ঘোড়াদাইড়, সুলতানশাহি, গোপালগঞ্জ থেকে৷

অস্ট্রেলিয়াতে মোটা মানুষের সংখ্যা বাড়ছে৷ ধুমপান এবং মদ্যপান নিয়ে সরকারের নিষেধ থাকলেও তা কোনো কাজে দিচ্ছেনা৷ এই প্রতিবেদনটি সকল দেশের শ্রোতাদের জন্য উপকারি ছিলো বলে জানিয়েছেন লিসনার্স অ্যান্ড লাইব্রেরি ক্লাব, আলীয়াবাদ, রাজশাহী থেকে শ্রোতাবন্ধু সাইফুল ইসলাম থান্দার৷

Medizin Diabetes Symbolbild Fettleibigkeit Mann mit dickem Bauch und Meßband

বাড়ছে মোটা মানুষের সংখ্যা...

আমি নবেন্দু দাশ, এক নতুন শ্রোতা৷ আমার বাড়ি বর্ধমান জেলার রায়ান গ্রামে৷ আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে৷ আমি আপনাদের শ্রোতা যোগেশ চন্দ্র দাশের পুত্র৷ ছোটবেলা থেকেই বাবাকে রেডিও শুনতে দেখেছি আর সেই দেখে অনুপ্রাণিত হয়েই আমার আপনাদের অনুষ্ঠানের সাথে আমার পরিচয়৷

মুক্তিযুদ্ধে অনবদ্য সাহসীকতার পরিচয় দেওয়া বীর নারী ফোরকান বেগমের সাক্ষাৎকার শুনে খুব ভালো লাগল৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ বিশ্বজিৎ কুমার মৃধা, খুলনা থেকে লিখেছেন৷

নির্বাচিত প্রতিবেদন