‘নতুন প্রজন্ম বাংলা ছেড়ে হিন্দির প্রতি বেশি উৎসাহী’ | পাঠক ভাবনা | DW | 18.03.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘নতুন প্রজন্ম বাংলা ছেড়ে হিন্দির প্রতি বেশি উৎসাহী’

‘এভাবেই ঘরে ঘরে ছড়িয়ে দাও বাংলার সংস্কৃতিকে’ পড়লাম৷ প্রথমেই ডয়েচে ভেলেকে অসংখ্য ধন্যবাদ বাংলা ভাষাকে বিশ্বের দরবারে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য৷

অসংখ্য ধন্যবাদ বাংলাদেশকে, যে দেশের জন্য বাংলা ভাষা আজ এত সমৃদ্ধ ও সম্মানিত৷ আমি ভারতের বাঙালি৷ সত্যি বলতে কি ভারতে বাংলা ভাষার সেই স্বর্ণযুগ হয়তো আর নেই৷ পশ্চিমবঙ্গেই বাংলা ভাষা তার কৌলীন্য হারাচ্ছে৷ এটা অনেকে না মানলেও সত্যি৷ রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক কারণে নতুন প্রজন্ম বাংলা ছেড়ে হিন্দি ধরতে বেশি উৎসাহী৷ আমার তো কখনো মনে হয় বাংলাদেশ না থাকলে বাংলা ভাষার ধীরে ধীরে অবলুপ্তি ঘটত৷ পুনরায় আপনাদের ধন্যবাদ৷ কলকাতা থেকে এই ই-মেলটি পাঠিয়েছেন শান্তনু ঘোষ৷

‘সাপের স্যুপ খেতে হংকং চলুন!' এখানে জলের মধ্যে কুচ সাপ বলে একরকম সাপকে আদিবাসীরা ধরে নিয়ে রান্না করে খায়৷ তারা বলে এটা খুব উপাদেয় খাবার৷ তবে বিষাক্ত সাপকে চীনারা কীভাবে রান্না করে, তার পদ্ধতি কিছু জানালে ভাল হয়৷ বেতার অনুষ্ঠান শোনা বন্ধ হয়ে গিয়ে যেন মনে হচ্ছে, কিছু একটা বাদ পড়ে গেছে৷ আপনাদের সকলের কুশল কামনায় সুহৃৎ ব্যানার্জী, জৌগ্রাম, বর্ধমান৷

‘প্রজন্ম চত্বরের দলীয়করণ হলে আমরা বসে থাকবোনা' প্রজন্ম চত্বর এখন সরকার সমর্থিত একটা বিপ্লব৷ পৃথিবীর প্রথম বিপ্লব যা সরকারের সমর্থন পেয়েছে৷ যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের ১৬ কোটি চায়৷ কিন্তু একটা আন্তর্জাতিক মানের আদালত চায়৷ সবাই বলেছে এই আদালত স্বচ্ছ নয়, আন্তর্জাতিক মানের নয়৷ তাই বিচার ও আদালতের মান নিয়ে বিতর্ক উঠেছে৷ আপনি যদি অন্ধভাবে আদালতের এই বিচারকে সমর্থন করেন, তাহলে আপনি স্বাধীনতার পক্ষে – আর সমালোচনা করলে রাজাকার৷ এমন অবস্থা দেশের জন্যে শুভ নয়৷ গণজাগরণ মঞ্চ এখন দলীয় মঞ্চে পরিণত হয়েছে৷ এটা এখন সরকারের প্রচার যন্ত্রে পরিণত হয়েছে৷ এমন কথা বললেও আপনি রাজাকার৷ এরশাদ মজুমদার, ঢাকা৷

আমি ডয়েচে ভেলের ইন্টারনেটের একজন পাঠক৷ ডয়চে ভেলের পেজটির ডিজাইন আমার বেশ সুন্দর লাগছে৷ প্রতিবেদনগুলিও সুখপাঠ্য৷ এর বিশেষ আকর্ষণ ‘ছবি খুঁজুন, পুরস্কার জিতুন' প্রতিযোগিতা৷ এই প্রতিযোগিতায় আমার উত্তর পাঠালাম৷ কেকা প্রধান, বিপিএইচএনসি, পাথরডিহি, পাথরডিহি, বাগমুন্ডি,পুরুলিয়া, পশ্চিমবঙ্গ, ভারত৷

ওয়েবসাইটের প্রতিবেদন সম্পর্কে মতামত জানিয়ে লেখার জন্য ধন্যবাদ নতুন এবং পুরনো বন্ধুদের৷ সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন-এই প্রত্যাশায় বাংলা বিভাগ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন