‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ | পাঠক ভাবনা | DW | 19.03.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’

আমি এখন ভারতে আছি৷ আজ আছি বর্ধমান জেলার শ্রোতা সুহৃদ ব্যানার্জীর বাড়িতে৷ তাঁর সাথে বসে ডয়চে ভেলের ওয়েবসাইট দেখছি৷

পাঠক ভাবনায় আমার বহুদিনের একটি পুরনো ছবি দেখলাম, যেটা হুগলি জেলার প্রয়াত শ্রোতা মদন গোপাল মুখার্জীর সাথে তার বাড়িতে তোলা৷ অনেক ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ এই ই-মেলটি লিখেছেন গোপালগঞ্জের বন্ধু বিধান চন্দ্র টিকাদার৷

ডয়চে ভেলে রেডিও থেকে হারিয়ে গেলেও হারিয়ে যাইনি ইন্টারনেট থেকে৷ যখন ইচ্ছে তখন ঘুরে আসি ডয়চে ভেলের আঙিনা থেকে৷ সেই প্রিয় কণ্ঠগুলো খুঁজি ওয়েবসাইট এবং ফেসবুকের তথ্যমূলক প্রতিবেদনের ভিড়ে৷

৮ তারিখের পুরো অনুষ্ঠানটি মোবাইলে রেকর্ড করে রেখেছি৷ যখনই তোমাদের অনুষ্ঠান শুনতে ইচ্ছে করে, তখনই রেকর্ডিং ফাইলটি প্লে করে মন ভরে শুনে একটু হলেও সান্ত্বনা খুঁজি৷ তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আগে ডয়চে ভেলেতে যে কুইজ প্রতিযোগিতাগুলো ছিলো, তা ভবিষতে বহাল রাখার জন্য৷ এতে শ্রোতারা ডয়চে ভেলের সাথে থাকার আরো আগ্রহ এবং উৎসাহ পাবে৷

ডয়চে ভেলের ওয়েবসাইট থেকে জানতে পারলাম ফেসবুক ও ব্লগে ইসলাম অবমাননাকারী শনাক্ত করার জন্য সরকার একটি কমিটি গঠন করেছে৷ এটা খুবই ভালো খবর৷ ধর্ম অবমাননার যথাযথ শাস্তি আমরা সবাই চাই৷ আরেকটি প্রতিবেদন থেকে জানতে পারলাম শি চিনপিং চীনের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে৷ অভিনন্দন তাঁকে৷ আশাকরি তিনি বাংলাদেশের সাথে সব সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন৷ শুভেচ্ছান্তে মো. রাসেল শিকদার (সভাপতি) জ্ঞান বিকাশ কেন্দ্র রেডিও ক্লাব, শ্রীনাথদী, কেন্দুয়া-৭৯০১, মাদারীপুর৷

প্রিয় ডয়চে ভেলে, অনেক কষ্টের পর শেষ পর্যন্ত আমি আমার পুরস্কার রেডিওটি হাতে পেলাম৷ আমি যা পুরস্কার আশা করেছিলাম, তারও থেকেও আপনারা আমাকে বেশি দিয়েছেন৷ আপনাদের অনেক ধন্যবাদ৷ শেখ আবদুল রশীদ, গেওখালী, শুকলারপুর, পূর্ব মেদিনীপুর, ভারত৷

আগুন চেনেনা ধর্মগ্রন্থ, চেনেনা শিশু, বোঝেনা সংগীতের কদর প্রতিবেদনটি পড়ে একটি কথাই মনে হয় যে, যে রাজনৈতিক দল ধর্মান্ধতার আবেগে আবেগ প্রণোদিত হয়ে মানবিকতা, সহিষ্ণুতা ভুলে হিংসায় উন্মত্ত হয়ে ওঠে৷

বিশেষ রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী সেই মানুষ কখনো তাঁদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সফল হতে পারেনা৷ তারা বোঝেনা এই সত্যটি, যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য৷ এই ই-মেলটি পাঠিয়েছেন সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে৷

আমার পুরস্কার এলটা রেডিও পেলাম, তবে আশ্চর্যের বিষয় কোনো শুল্ক দিতে হয়নি৷ দেওয়ান রফিকুল ইসলাম রানা, হাট নওগাঁ, পাটালীর মোর, নওগাঁ৷

প্রিয় ডয়েচে ভেলে, মার্কিন মুল্লুকে ‘ফিটনেস পার্টির হুজুগ' প্রতিবেদন থেকে জানলাম মার্কিন মুল্লুকে বিশ থেকে ত্রিশ বছর বয়সের মহিলারাই এই পার্টি করার সঙ্গে ফিটনেসে যোগ দেওয়ার সপক্ষে৷ তার মধ্যে নাইট ক্লাবের নর্তকী সুলভ ‘পোল ড্যান্সিং'ও পড়ে৷ এর সুবিধা নাকি একদিকে বন্ধুবান্ধবদের সঙ্গে মিলে সব রকমের বাধা নিষেধকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে মজা করা, অন্যদিকে ঘাম ছোটানো নাচা কোঁদার ফলে এক্সারসাইজ তো হলোই৷ ফিচারটি খুবই মজার৷

কেমন হবে ২৫ বছর পর জার্মানির চিত্র? অসাধারণ! অসাধারণ লেগেছে ২০৩৭ সালের দুনিয়ার কাল্পনিক চিত্র দেখতে৷ তথ্যে ভরপুর ছিল প্রতিবেদনটি৷ এ ধরণের প্রতিবেদন আরো প্রত্যাশা করছি ডয়েচে ভেলের কাছে৷ লিখেছেন মিসেস শাহিনুর খাতুন শিল্পী, প্র/আলহাজ্ব আব্দুল হালিম মাস্টার, সয়াধানগড়া (উত্তর পাড়া) মোল্লাবাড়ী মসজিদ এর কাছে, সিরাজগঞ্জ, বাংলাদেশ থেকে৷

অনেক অনেক ধন্যবাদ সবাইকে মতামত জানানোর জন্য ই-মেল এবং ফেসবুকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন